Write a Letter To Your Friend About Picnic Enjoyed
Assalamu Alaikum Dear Students. Today's Topic is Write a Letter To Your Friend About Picnic Enjoyed. If you want to get Write a Letter To Your Friend About Picnic Enjoyed Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic Write a Letter To Your Friend About Picnic Enjoyed.
Write a Letter To Your Friend About Picnic Enjoyed |
Write a Letter To Your Friend About Picnic Enjoyed
10 March 2015
6/A Dhanmondi, Dhaka
Dear Shipu,
I am glad to receive your letter. You have wanted to know about the picnic that we made. I am now writing about it. It was winter vacation. Our college was closed. I with some of my friends arranged a picnic. We selected Sonargaon for the picnic spot. It is some twenty miles off Dhaka. We got into the bus hired before at about 9 am with all necessary utensils and materials. After reaching Sonargaon, we finished our breakfast by 9.30 am. We did not take any cook with us. Our Mathematics teacher, Mr Anwar Hossain has a reputation as an expert in cooking. I helped him in cooking. Some were singing, some were cutting jokes and others were playing different types of games. At about 2 pm the lunch was ready. By this time all of us became very hungry. All of us took our lunch with full appetite. After lunch we went out for sight seeing, Sonargaon is a place of historical interest. It was once the capital of Bengal. The museum of Sonargaon charmed us most. We started for home at 5 pm after taking our tea. We enjoyed the picnic most. No more today. With best wishes and love.
Lovingly yours,
Shawpan.
• Draw an Envelop Here
অনুবাদঃ
পিকনিক উপভোগ করা সম্পর্কে আপনার বন্ধুকে একটি চিঠি লিখুন
10 মার্চ 2015
৬/এ ধানমন্ডি, ঢাকা
প্রিয় শিপু,
আমি আপনার চিঠি পেয়ে খুশি. আমরা যে পিকনিক করেছি তা আপনি জানতে চেয়েছেন। আমি এখন এটা সম্পর্কে লিখছি. শীতের ছুটি ছিল। আমাদের কলেজ বন্ধ ছিল। আমি আমার কিছু বন্ধুদের সাথে একটি পিকনিকের আয়োজন করেছি। আমরা পিকনিক স্পটের জন্য সোনারগাঁও নির্বাচন করেছি। এটি ঢাকা থেকে প্রায় বিশ মাইল দূরে। আমরা সকাল ৯টার আগে ভাড়া করা বাসে উঠলাম সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। সোনারগাঁও পৌঁছে সকাল ৯.৩০ নাগাদ নাস্তা শেষ করলাম। আমরা আমাদের সাথে কোন রাঁধুনি নিইনি। আমাদের গণিতের শিক্ষক, জনাব আনোয়ার হোসেনের রান্নার বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে। আমি তাকে রান্নায় সাহায্য করেছি। কেউ গান গাইছিল, কেউ কৌতুক কাটছিল আবার কেউ বিভিন্ন ধরনের খেলা খেলছিল। দুপুর ২টার দিকে দুপুরের খাবার তৈরি হয়ে গেল। এতক্ষণে আমাদের সবার খুব খিদে পেয়েছে। ক্ষুধা নিয়ে সবাই দুপুরের খাবার সেরে নিলাম। দুপুরের খাবারের পর আমরা দর্শনীয় স্থান দেখতে বের হলাম, সোনারগাঁও একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। একসময় এটি বাংলার রাজধানী ছিল। সোনারগাঁয়ের জাদুঘর আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। চা খেয়ে বিকেল ৫টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা পিকনিক সবচেয়ে উপভোগ করেছি. আজ আর নেই। শুভেচ্ছা ও ভালোবাসা সহ।
ভালোবেসে তোমার,
শওপন।
• এখানে একটি খাম আঁকুন
The End Of The Article: Write a Letter To Your Friend About Picnic Enjoyed
We Have Learned So Far Write a Letter To Your Friend About Picnic Enjoyed. If You Like Today's Write a Letter To Your Friend About Picnic Enjoyed, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.