Water Pollution Paragraph For ssc, hsc 6, 7, 8, 9, 10
Assalamu Alaikum Dear Students. Today's Topic is water pollution paragraph for ssc. If you want to get water pollution paragraph 250 words Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic water pollution paragraph ssc.
Water Pollution Paragraph |
Water Pollution Paragraph
Water pollution is the contamination of water by filth, waste or other substances. Water is a very important element of environment. Water saves all kinds of lives on earth. Clean water is healthful but polluted water is very harmful. Nowadays water pollution is one of the serious problems that mankind faces. Water can be polluted in many ways. Farmers use chemical fertilizers and insecticides on their lands. These are washed away by floods or rain water and cause water pollution. Mills and factories throw their waste products into rivers and canals and thus pollute water. Again, motor launches and steamers pollute water by throwing oil, food waste and human waste. By drinking this polluted water, people often fall sick and may even die. So, we must prevent water pollution at any cost. Industrial wastes must not be disposed in rivers or lakes. We need to be more careful about disposing household wastes too. Farmers must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. It is really very difficult to prevent water pollution, but our awareness is very important. We can purify water by boiling it or by using some medicine. All concerned must be conscious to keep water free from pollution. Govt. should take comprehensive programmes to check water pollution. Above all, for a healthier and happie: massive awareness must be created against water pollution.
অর্থঃ জল দূষণ হল নোংরা, বর্জ্য বা অন্যান্য পদার্থ দ্বারা জলের দূষণ। জল পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পানি পৃথিবীতে সব ধরনের জীবন বাঁচায়। বিশুদ্ধ পানি স্বাস্থ্যকর কিন্তু দূষিত পানি খুবই ক্ষতিকর। আজকাল জল দূষণ মানবজাতির মুখোমুখি হওয়া গুরুতর সমস্যাগুলির মধ্যে একটি। পানি নানাভাবে দূষিত হতে পারে। কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে। এগুলো বন্যা বা বৃষ্টির পানিতে ভেসে যায় এবং পানি দূষণ ঘটায়। কল-কারখানা তাদের বর্জ্য দ্রব্য নদী ও খালে ফেলে দেয় এবং এভাবে পানি দূষিত করে। আবার মোটর লঞ্চ ও স্টিমার তেল, খাদ্যবর্জ্য ও মানুষের বর্জ্য নিক্ষেপ করে পানি দূষিত করে। এই দূষিত পানি পান করে মানুষ প্রায়ই অসুস্থ হয়ে পড়ে এমনকি মারাও যেতে পারে। তাই যেকোনো মূল্যে পানি দূষণ রোধ করতে হবে। শিল্পের বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। গৃহস্থালির বর্জ্য ফেলার ব্যাপারেও আমাদের আরও সতর্ক হতে হবে। কৃষকদের অবশ্যই কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন হতে হবে কারণ তারা আমাদের নদী, খাল ও হ্রদকে দূষিত করতে পারে। পানি দূষণ রোধ করা সত্যিই খুব কঠিন, কিন্তু আমাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পানিকে ফুটিয়ে বা কোনো ওষুধ ব্যবহার করে বিশুদ্ধ করতে পারি। পানি দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। সরকার পানি দূষণ রোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। সর্বোপরি, একটি স্বাস্থ্যকর এবং সুখী হওয়ার জন্য: জল দূষণের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।
Water Pollution Paragraph
Water is an important element of our environment. It is essential for human, animal and plant life. No animal or plant can live without it. Pure water saves our life while polluted water is very harmful. We pollute water in many ways. We frequently throw garbages into water. Toxic chemicals of factories are drained off into rivers and canals. Fertilizers, pesticides, and insecticides used in cultivation mix with water, and thus water get seriously polluted. Again, unsanitary latrines and unsafe drains cause serious water pollution. Watercrafts like launches, steamers and engine boats contarninate water by dumping oil, food waste and human waste. Water pollution causes a variety of damages. First of all. it causes death of various aquatic animals. Moreover, human health is also severely affected by contaminated water. Cholera, typhoid and hepatitis result from polluted water. Besides, we may have to face a horrible situation due to lack of drinkable water. Even total food chain can be disrupted by this. So, we need to think about it seriously. If water pollution continues, no living animal will survive. We cannot see the condition prevalent any longer. Therefore, we should take effective measures to prevent water pollution. The government should take necessary steps. Above all, we need to make people more aware of it.
অনুবাদঃ জল আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মানুষ, প্রাণী এবং উদ্ভিদ জীবনের জন্য অপরিহার্য। কোন প্রাণী বা উদ্ভিদ এটি ছাড়া বাঁচতে পারে না। বিশুদ্ধ পানি আমাদের জীবন বাঁচায় যখন দূষিত পানি খুবই ক্ষতিকর। আমরা নানাভাবে পানি দূষিত করি। আমরা প্রায়শই জলে আবর্জনা ফেলি। কলকারখানার বিষাক্ত রাসায়নিক দ্রব্য নদী ও খালে ফেলা হচ্ছে। চাষে ব্যবহৃত সার, কীটনাশক এবং কীটনাশক পানির সাথে মিশে যায় এবং এর ফলে পানি মারাত্মকভাবে দূষিত হয়। আবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ও অনিরাপদ ড্রেন মারাত্মক পানি দূষণ ঘটায়। লঞ্চ, স্টিমার এবং ইঞ্জিন বোটের মতো জলযানগুলি তেল, খাদ্য বর্জ্য এবং মানুষের বর্জ্য ফেলে জলকে দূষিত করে। পানি দূষণের ফলে বিভিন্ন ধরনের ক্ষতি হয়। সবার আগে। এটি বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। তাছাড়া দূষিত পানির কারণে মানুষের স্বাস্থ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিস দূষিত পানির ফলে। এছাড়া পানীয় জলের অভাবে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে। এমনকি মোট খাদ্য শৃঙ্খল এটি দ্বারা ব্যাহত হতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। পানি দূষণ চলতে থাকলে কোনো জীবন্ত প্রাণী বাঁচবে না। আমরা আর বিরাজমান অবস্থা দেখতে পাচ্ছি না। তাই পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি জনগণকে এ বিষয়ে আরও সচেতন করতে হবে।
The End Of The Article: water pollution paragraph class 9
We Have Learned So Far water pollution paragraph for class 10. If You Like Today's water pollution paragraph for class 9, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. water pollution paragraph for ssc, water pollution paragraph 250 words, water pollution paragraph ssc, water pollution paragraph class 9, water pollution paragraph for class 10, water pollution paragraph for class 9, water pollution paragraph hsc, water pollution paragraph for class 9-10, water pollution paragraph for class 7, water pollution paragraph for ssc 2022, water pollution paragraph 150 words, water pollution paragraph for class 12, water pollution paragraph for hsc, water pollution paragraph easy. how to reduce water pollution paragraph, water pollution paragraph class 10, water pollution paragraph for class 6, water pollution paragraph class 7, water pollution paragraph for class 8, water pollution paragraph with bangla meaning, cause and effect of water pollution paragraph, water pollution paragraph 300 words, 150 word water pollution paragraph, water pollution paragraph 350 words, water pollution paragraph easy words, water pollution paragraph for class 5