Literacy and Illiteracy Paragraph 150 Words
Assalamu Alaikum Dear Students. Today's Topic is Literacy and Illiteracy Paragraph 150 Words. If you want to get Literacy and Illiteracy Paragraph 150 Words Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic Literacy and Illiteracy Paragraph 150 Words.
Literacy and Illiteracy Paragraph 150 Words |
Literacy and Illiteracy Paragraph 150 Words
(a) What is illiteracy?
(b) How does illiteracy cause harm to our development?
(c) What is the social responsibility of all literate people?
(d) What measures should government take to remove illiteracy?
(e) How can the mass media play an important role in removing illiteracy?
(f) What is the present state of literacy in Bangladesh.
Literacy and Illiteracy Paragraph
Illiteracy means inability to read and write. It is the root cause of ignorance which frustrates all development efforts of the government and the community. Eradication of illiteracy in a country like Bangladesh with so vast a population is undoubtedly a gigantic task.
It is the social responsibility of all the literate people, men and women, to make some concerted efforts to remove illiteracy from society. The Government of Bangladesh has already undertaken some important programmes in this regard.
To provide primary education for at least 70 per cent of the children of six to ten years of age by the end of 1990, the Government has launched a programme called the Universal Primary Education (UPE) Project. There is another educational programme in which each primary school in a community is to be regarded as a Community Learning Centre (CLC).
The objective is to involve increasingly the parents and the members of the community in the educational activities of the school. The adults and the out-of-school youths will come to the school in the afternoon or in the evening after their work. Here they will receive not only basic education but also practical training in their vocations.
The mass media, especially radio, TV and newspapers can play a vital role in making the people more conscious of the importance of literacy in the life of a nation. They can broadcast and publish regular features on various aspects of basic education, adult education and mass literacy.
অর্থঃ নিরক্ষরতা মানে পড়তে এবং লিখতে অক্ষমতা। এটি অজ্ঞতার মূল কারণ যা সরকার এবং সম্প্রদায়ের সকল উন্নয়ন প্রচেষ্টাকে হতাশাগ্রস্ত করে। বাংলাদেশের মতো এত বিশাল জনসংখ্যার দেশে নিরক্ষরতা দূর করা নিঃসন্দেহে একটি বিশাল কাজ।
সমাজ থেকে নিরক্ষরতা দূর করার জন্য কিছু সমন্বিত প্রচেষ্টা করা সকল শিক্ষিত মানুষ, নারী-পুরুষের সামাজিক দায়িত্ব। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে।
1990 সালের শেষের দিকে ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের অন্তত 70 শতাংশের জন্য প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য, সরকার সর্বজনীন প্রাথমিক শিক্ষা (ইউপিই) প্রকল্প নামে একটি কর্মসূচি চালু করেছে। আরেকটি শিক্ষামূলক প্রোগ্রাম রয়েছে যেখানে একটি সম্প্রদায়ের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে একটি কমিউনিটি লার্নিং সেন্টার (CLC) হিসেবে গণ্য করা হয়।
উদ্দেশ্য হল স্কুলের শিক্ষা কার্যক্রমে অভিভাবক এবং সম্প্রদায়ের সদস্যদের ক্রমবর্ধমানভাবে জড়িত করা। প্রাপ্তবয়স্ক এবং স্কুল বহির্ভূত যুবকরা তাদের কাজ শেষে বিকেলে বা সন্ধ্যায় স্কুলে আসবে। এখানে তারা শুধুমাত্র মৌলিক শিক্ষাই নয়, তাদের পেশাগত প্রশিক্ষণও পাবে।
একটি জাতির জীবনে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে গণমাধ্যম বিশেষ করে রেডিও, টিভি ও সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা মৌলিক শিক্ষা, বয়স্ক শিক্ষা এবং গণসাক্ষরতার বিভিন্ন বিষয়ে নিয়মিত ফিচার সম্প্রচার ও প্রকাশ করতে পারে।
The End Of The Article: Literacy and Illiteracy Paragraph 150 Words
We Have Learned So Far Literacy and Illiteracy Paragraph 150 Words. If You Like Today's Literacy and Illiteracy Paragraph 150 Words, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. literacy and illiteracy paragraph, illiteracy paragraph, how to remove illiteracy paragraph, literacy and illiteracy paragraph 150 words, bad effects of illiteracy paragraph, illiteracy paragraph in english