লেভারেজ কি | ফরেক্স লেভারেজ অনুপাত কি

আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি। যদি লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি জানতে চান তাহলে স্বাগতম জানাই আমাদের আজকের এই আর্টিকেলে।
লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি
লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি

চলুন জেনে নেওয়া যাক লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লাগবে।

Leverage কি ?

Leverage হচ্ছে আপনি যে ব্রোকার online ব্রোকার থেকে Account খুলবেন তারা আপনাকে একটি সুবিধা দিবে । 
সেটা হচ্ছে যে পরিমাণ ডলার আপনার আছে তারা আপনাকে তার চাইতে কয়েক গুণ বেশি ট্রেড করার সুযােগ দেবে। আপনার Balance এর চেয়ে বেশি ইনবেষ্ট করার সুযােগ বা সুবিধাকেই বলা হয় Leverage।

ফরেক্স লেভারেজ অনুপাত কি

প্রত্যেক Forex Broker-ই leverage সুবিধা দিয়ে থাকে। তবে এই leverage দেয়া একটি নির্দিষ্ট অনুপাতে ।
১:১ অনুপাতে 
১:২ অনুপাতে 
১:২৫ 
১:৫০ ” ১:১০০ ”
১:২০০ অনুপাতে এবং 
১:৪০০ অনুপাতে বা তারও বেশি

ব্রোকারেজ ভেদে ১:১ থেকে ১:৪০০ বা তারও বেশি leverage দিয়ে থাকে । এখানে ১:২ leverage এর মানে হলাে আপনার কাছে থাকা ডলারের দ্বিগুণ পরিমাণ ডলার আপনাকে ট্রেড করার সুযােগ দেবে অর্থাৎ আপনার যদি 50- ডলার থাকে তবে ১০০ ডলার এবং ১০০ ডলার থাকলে ২০০ ডলার ট্রেড করার সুযােগ দিবে । আবার ধরুন আপনি যদি ১:১০০ leverage -নেন এর অর্থ হলাে আপনার কাছে যদি ১ ডলার থাকে তবে আপনি ১০০ ডলারের ট্রেড করতে পারবেন। 

(1) যেমন ধরুন আপনি এক মিনি লট বা 10.000 units বা 10.000 US Dollar কিনতে চান এবং ধরে নিলাম আপনার leverage 1:200। 
তাহলে আপনার leverage হিসাব হবে এইভাবে
200 = 0.005
.. 0.005x10,000=50 US dollar তার মানে আপনার leverage যদি 1:200 হয় তবে আপনি মাত্র 50 dollar দিয়ে 10.000 ডলার কিনতে পারবেন।

এখানে margin হচ্ছে 50 dollar অর্থাৎ 10.000 units এর একটি ট্রেড open করতে আপনি যে 50 dollar দিচ্ছেন তা হলাে margin এবং বাকি ডলার leverage হিসেবে ব্রোকার আপনাকে দিবে। একইভাবে ধরুন আপনি 10,000 units বা 1 mini lot-এর একটি ট্রেড কিনতে চান বা open করতে চান, এবং আপনার leverage যদি হয় 1:1000 তাহলে আপনার leverage হিসাব হবে এই ভাবে
1/1000=0.001
..0.001x10000=10 dollar. অর্থাৎ আপনার leverage যদি 1:1000 হয় তবে 10000 units-এর একটি ট্রেড open করতে আপনাকে দিতে হবে মাত্র 10 dollar। 
আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলেও কোন সমস্যা নেই। কারন এগুলাে শুধুমাত্র জানার জন্য। এটি না জানলেও ট্রেড করতে কোন অসুবিধা হবেনা। তবে জেনে রাখাটা ভালাে। এখন আমরা জানবাে leverage কিভাবে নিতে হয়।

leverage কিভাবে নিতে হয় 

leverage নেয়াটা খুবই সহজ। উপরে যত হিসাব করা হয়েছে মূলত বিষয়টি তত কঠিন নয়। শুধুমাত্র আপনাদের বুঝার জন্য বিষটি ভেঙ্গে লিখা হয়েছে। মূলত আপনি যখন Account খুলবেন তখন আপনি leverage এর যে অনুপাতটি সিলেক্ট করবেন সে অনুযায়ীই হিসেব করেই আপনার প্রতিটি ট্রেড অটোমেটিকলি open হবে। 

অর্থাৎ ট্রেড open করার সময় আপনাকে কোন হিসাব করতে হবে না এটি নিজে নিজেই হিসাব হয়েই open হবে। অবশ্য আপনি চাইলে আপনার Account খুলে leverage অনুপাত পরিবর্তন করতে পারবেন। leverage বেশি নিলেও লাভ করতে পারবেন। কোন অসুবিধা হবে না। তবে শুধু বিনিয়ােগ কারীদের leverage কম নেয়াই ভালাে।

leverage এর সুবিধা 

leverage এর মূল সুবিধা হলাে কম টাকায় বেশি ট্রেড করা যায়। যেমন ধরুন আপনার কাছে ৭০ টাকা আছে এই টাকা দিয়ে আপনি এক ডলার কিনলেন এখন যদি প্রতি ডলারে এক টাকা বাড়ে তবে আপনি ঐ এক ডলার বিক্রি করে লাভ করলেন। 

এখন ধরুন কেউ যদি আপনাকে এই ৭০ টাকার বিনিময়ে ১০ ডলার কেনার সুযােগ দেয় তবে এবং প্রতি ডলারের দাম যদি এক টাকা করে বেড়ে যায় তবে আপনার লাভ হবে দশ টাকা। অর্থাৎ যেখানে লাভ হতাে এক টাকা সেখানে লাভ হচ্ছে দশ টাকা। অর্থাৎ কম বিনিয়ােগে বেশি লাভ । সুতরাং বুঝতেই পারছেন leverage আমাদের কি উপকারে আসে। 

বুঝে-শুনে ট্রেড করতে পারলে leverage আপনার পক্ষেই কাজ করবে। যদি leverage সুবিধা না থাকতাে তবে ক্ষুদ্র বিনিয়ােগ কারীরা এখানে বিনিয়ােগ করতে পারতাে না। শুধু মাত্র যাদের মিলিয়ন মিলিয়ন টাকা তারাই বিনিয়ােগ করতে পারতাে। এক কথায় বলা যায় ক্ষুদ্র বিনিয়ােগকারীকে বিনিয়ােগে উৎসাহিত করার জন্যই leverage দেয়া হয়।

Leverage ব্যবহারে সতর্কতা 

Forex trading করার জন্য আপনার সুবিধার জন্য অবশ্যই সর্বোচ্চ leverage নিবেন। কারণ leverage যত বেশি নিবেন আপনি তত বেশি ট্রেড ধরতে পারবেন । এবং খুব কম টাকায়ও বেশি ট্রেড ধরা যায়। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার Balance সমন্ধে । 
কারণ বেশি leverage-এর কারনে আপনি চাইলে অনেকগুলাে ট্রেড ধরতে পারেন, ফলে ট্রেড যদি আপনার পক্ষে যায় তাহলে তাে ভালােই। কিন্তু ট্রেড যদি আপনার বিপক্ষে যায় এবং লস যদি আপনার Balance-কে অতিক্রম করে তাহলে আপনার Balance শূন্য হয়ে যাবে তাই ট্রেড ধরার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন।

আর্টিকেলের শেষকথাঃ লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি
আমরা এতক্ষন জেনে নিলাম লেভারেজ কি ও ফরেক্স লেভারেজ অনুপাত কি? আশা করি আমাদের আজকের এই আরটিকেল তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ