Importance Of Nursing Paragraph
Assalamu Alaikum Dear Students. Today's Topic is Importance Of Nursing Paragraph. If you want to get Importance Of Nursing Paragraph Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic Importance Of Nursing Paragraph.
Importance Of Nursing Paragraph |
Importance Of Nursing Paragraph
(a) What is called nursing?
(b) What kind of job is nursing?
(c) What qualification is needed to become a nurse?
(d) What is the function of a nurse?
(e) What is the importance of a nurse?
(f) How are the nurses treated in our country?
Importance Of Nursing Paragraph
Man has three duties -duty to God, duty to parents and duty to mankind. A nurse is such a person who dedicates her whole life to the service of the people who are ill, injured and wounded. The field she renders her dedicated service is called nursing. The job of a nurse is very noble. It enables a person to serve the suffering humanity.
To be a nurse the minimum academic qualification is S. S. C in our country. Moreover, one has to study for three years in the nurses' Training Centre and this is followed by one year's practical training in any Medical College Hospital. This will lead one to have a (B. Sc. degree) in nursing. After completing the course successfully nurses are employed in hospitals and clinics. The job of a nurse is very tiring. She is always busy.
She looks after the patients, pushes them injection when necessary. A doctor only prescribes medicines but it is a nurse who helps the patients in taking medicines. A nurse is very vigilant. She renders her heartfelt service to mitigate the agonies and sufferings of the patients admitted to hospitals and clinics. She shares the sorrows and sufferings of the patients.
The importance of a nurse beggars description. Hospitals and clinics can not go even a single day without a nurse. But it is a matter of great regret that a nurse is not held in due respect. So steps should be taken to ensure due social and financial status for the nurses so that they can keep the torch of Florence Nightingale ever illuminated.
অর্থঃ মানুষের তিনটি কর্তব্য- ঈশ্বরের প্রতি কর্তব্য, পিতা-মাতার প্রতি কর্তব্য এবং মানবজাতির প্রতি কর্তব্য। একজন নার্স এমন একজন ব্যক্তি যিনি তার সারা জীবন অসুস্থ, আহত ও আহত মানুষের সেবায় উৎসর্গ করেন। যে ক্ষেত্রে তিনি তার নিবেদিত সেবা প্রদান করেন তাকে নার্সিং বলা হয়। একজন নার্সের কাজ খুবই মহৎ। এটি একজন ব্যক্তিকে দুঃখী মানবতার সেবা করতে সক্ষম করে।
নার্স হতে হলে আমাদের দেশে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা S. S. C. তাছাড়া, একজনকে নার্স ট্রেনিং সেন্টারে তিন বছর অধ্যয়ন করতে হয় এবং এর পরে যে কোনও মেডিকেল কলেজ হাসপাতালে এক বছরের ব্যবহারিক প্রশিক্ষণ হয়। এটি নার্সিং-এ একজনকে (B. Sc. ডিগ্রি) নিয়ে যাবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর হাসপাতাল ও ক্লিনিকে নার্সদের নিয়োগ করা হয়। একজন নার্সের কাজ খুবই ক্লান্তিকর। সে সবসময় ব্যস্ত থাকে।
তিনি রোগীদের দেখাশোনা করেন, প্রয়োজনে তাদের ইনজেকশন পুশ করেন। একজন ডাক্তার শুধুমাত্র ওষুধ লিখে দেন কিন্তু একজন নার্স রোগীদের ওষুধ খেতে সাহায্য করেন। একজন নার্স খুবই সতর্ক। তিনি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হওয়া রোগীদের যন্ত্রণা ও দুর্ভোগ লাঘবের জন্য আন্তরিক সেবা প্রদান করেন। তিনি রোগীদের দুঃখ-কষ্টের কথা শেয়ার করেন।
একজন নার্স ভিক্ষুকের গুরুত্ব বর্ণনা। নার্স ছাড়া হাসপাতাল ও ক্লিনিক এক দিনও চলতে পারে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে একজন নার্সকে যথাযথ সম্মান দেওয়া হয় না। তাই নার্সদের যথাযথ সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত যাতে তারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মশালকে সর্বদা আলোকিত রাখতে পারে।
The End Of The Article: Importance Of Nursing Paragraph
We Have Learned So Far Importance Of Nursing Paragraph. If You Like Today's Importance Of Nursing Paragraph, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.