Early Marriage Paragraph For hsc ssc
Assalamu Alaikum Dear Students. Today's Topic is early marriage paragraph for hsc 2022. If you want to get early marriage paragraph ssc Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic early marriage paragraph 200 words.
Early Marriage Paragraph |
Early Marriage Paragraph
Premature Marriage/Early Marriage Early marriage means a wedding between a young boy and a young girl before reaching adulthood. According to WHO (World Health Organization) the age limit of marriage is 21 for males and 18 for females. Any marriage before these figures of age is considered premature marriage. Generally, rural boys and girls belonging to illiterate and poverty-stricken families are the main victims of it. There are various causes of premature marriage. Among them poverty, ignorance, superstitions, lack of awareness are remarkable. Premature marriage does not bring any good to society. Immature males and females cannot adjust themselves to marital life. Therefore, quarrels and misunderstanding are inevitable. Consequently, they divorce in a very short time. Again, being a mother at an early age, a female cannot play the role of a real mother. Moreover, she is attacked with diseases due to malnutrition. She faces the risk of her life. Her baby does not find breast milk available. Thus, the subsequent generation of the society becomes totally affected. Premature marriage is also responsible for population explosion. To solve this problem, premature marriage must be stopped. The parents involved in early marriage should be punished. Mass education should be ensured. Social awareness must be developed. For this, both the government and the common people have to work together.
অর্থঃ অকাল বিবাহ/প্রাথমিক বিবাহ বাল্য বিবাহ মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে একটি অল্প বয়স্ক ছেলে এবং একটি অল্প বয়স্ক মেয়ের মধ্যে বিবাহ। WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) অনুসারে বিবাহের বয়সসীমা পুরুষদের জন্য 21 এবং মহিলাদের জন্য 18 বছর। বয়সের এই পরিসংখ্যানের আগে যে কোনও বিবাহকে অকাল বিবাহ হিসাবে বিবেচনা করা হয়। সাধারণত, অশিক্ষিত ও দারিদ্র্যপীড়িত পরিবারের গ্রামের ছেলে-মেয়েরা এর প্রধান শিকার। অকাল বিবাহের বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে দারিদ্র্য, অজ্ঞতা, কুসংস্কার, সচেতনতার অভাব উল্লেখযোগ্য। অকাল বিবাহ সমাজের জন্য কোন কল্যাণ বয়ে আনে না। অপরিণত নর-নারী দাম্পত্য জীবনে নিজেদের মানিয়ে নিতে পারে না। অতএব, ঝগড়া এবং ভুল বোঝাবুঝি অনিবার্য। ফলস্বরূপ, তারা খুব অল্প সময়ের মধ্যে বিবাহবিচ্ছেদ করে। আবার, অল্প বয়সে মা হওয়ার কারণে একজন মহিলা প্রকৃত মায়ের ভূমিকা পালন করতে পারে না। তাছাড়া অপুষ্টির কারণে সে রোগে আক্রান্ত হয়। সে তার জীবনের ঝুঁকির সম্মুখীন হয়। তার বাচ্চা বুকের দুধ পাওয়া যায় না। এভাবে সমাজের পরবর্তী প্রজন্ম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনসংখ্যা বিস্ফোরণের জন্য অকাল বিবাহও দায়ী। এ সমস্যা সমাধানে অকাল বিয়ে বন্ধ করতে হবে। বাল্যবিবাহে জড়িত অভিভাবকদের শাস্তি পেতে হবে। গণশিক্ষা নিশ্চিত করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য সরকার ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
The End Of The Article: early marriage paragraph in bangladesh
We Have Learned So Far early marriage paragraph 200 words. If You Like Today's Early Marriage Paragraph For hsc, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. Early Marriage Paragraph For hsc, paragraph early marriage, early marriage in bangladesh, early marriage paragraph ssc, early marriage paragraph 200 words, early marriage paragraph hsc 2022, early marriage paragraph pdf, early marriage paragraph in bangladesh, what is early marriage, early marriage paragraph 150 words, early marriage paragraph for hsc 2022, problems of early marriage, bad effect of early marriage paragraph, early marriage problems, disadvantages of early marriage, effect of early marriage paragraph, dua for early marriage, early marriage causes and effects, early marriage paragraph class 11, early marriage and polygamy, research proposal on early marriage in bangladesh, early marriage paragraph with bangla meaning