Child Labour Paragraph For hsc, 6, 7, 8, 9, 10
Assalamu Alaikum Dear Students. Today's Topic is child labour paragraph for hsc. If you want to get child labour paragraph hsc Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic child labour paragraph for class 9.
Child Labour Paragraph |
Child Labour Paragraph
Child labour is the use of children in producing goods and services. 11 am employed to work, it is called child labour. Poverty is the main cause of child labour. The shelterless and helpless children are mainly the victims of child labour. Many poor parents send their children to work to earn something for the family. These children do different kinds of odd jobs. In the city areas, some children are seen to grind bricks and stones. Some are also seen to work in factories and in the departmental stores. Some children work as helpers in small vehicles. Some work as street hawkers and sell ground nuts, chanachur, cigarette etc. Poor female children are seen to work as family servants. In the rural areas, most poor children are seen to do agricultural work. They are also seen to do domestic work in some wealthy households. Child labourers are usually minimally paid. Besides, they are often beaten up by their employers. Even they are deprived of the minimum necessities of life. Obviously, child labour is the violation of human rights. Every child should be given the right to education, health and other facilities. To eliminate child labour, the government is working with local and international organizations. However, all concerned should take concerted efforts so that all children can go to school, receive education and become useful citizens for the country.
অর্থঃ শিশুশ্রম হল পণ্য ও সেবা উৎপাদনে শিশুদের ব্যবহার। সকাল ১১টায় কাজে নিযুক্ত করাকে শিশুশ্রম বলে। দারিদ্র্যই শিশুশ্রমের প্রধান কারণ। আশ্রয়হীন ও অসহায় শিশুরাই মূলত শিশুশ্রমের শিকার হয়। অনেক দরিদ্র বাবা-মা তাদের সন্তানদের কাজের জন্য পাঠান পরিবারের জন্য কিছু উপার্জন করার জন্য। এই শিশুরা বিভিন্ন ধরনের অদ্ভুত কাজ করে। শহর এলাকায় কিছু শিশুকে ইট-পাথর পিষতে দেখা যায়। কাউকে কাউকে কারখানা ও ডিপার্টমেন্টাল স্টোরেও কাজ করতে দেখা যায়। কিছু শিশু ছোট গাড়িতে হেলপার হিসেবে কাজ করে। কেউ কেউ রাস্তার ফেরিওয়ালা হিসেবে কাজ করে এবং বাদাম, চানাচুর, সিগারেট ইত্যাদি বিক্রি করে। দরিদ্র মেয়ে শিশুদের পরিবারের সেবক হিসেবে কাজ করতে দেখা যায়। গ্রামাঞ্চলে অধিকাংশ দরিদ্র শিশুদের কৃষি কাজ করতে দেখা যায়। কিছু ধনী পরিবারে তাদের গৃহস্থালির কাজও করতে দেখা যায়। শিশু শ্রমিকদের সাধারণত ন্যূনতম বেতন দেওয়া হয়। এছাড়া প্রায়ই তাদের নিয়োগকর্তারা মারধর করে। এমনকি তারা জীবনের ন্যূনতম প্রয়োজনীয়তা থেকেও বঞ্চিত। স্পষ্টতই, শিশুশ্রম মানবাধিকার লঙ্ঘন। প্রতিটি শিশুকে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার দিতে হবে। শিশুশ্রম নিরসনে সরকার স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে। তবে সকল শিশু যাতে স্কুলে যেতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে এবং দেশের জন্য উপযোগী নাগরিক হতে পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
The End Of The Article: child labour paragraph for class 10
We Have Learned So Far child labour paragraph in 150 words. If You Like Today's child labour paragraph in 200 words, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. child labour paragraph for hsc, a child labour paragraph, child labour paragraph hsc, child labour paragraph ssc, child labour paragraph for class 9, child labour paragraph for class 10, child labour paragraph in bengali, child labour paragraph in 150 words, 150 word child labour paragraph, child labour paragraph for class 8, child labour paragraph in 200 words, child labour paragraph for class 7, child labour paragraph in bangladesh, child labour paragraph in english, child labour paragraph for ssc, child labour paragraph for class 6, child labour paragraph easy, stop child labour paragraph