Causes Of Poverty Paragraph
Assalamu Alaikum Dear Students. Today's Topic is Causes Of Poverty Paragraph. If you want to get Causes Of Poverty Paragraph Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic Causes Of Poverty Paragraph.
Causes Of Poverty Paragraph |
Causes Of Poverty Paragraph
(a) What do you mean by poverty?
(b) What is the condition of the people of Bangladesh?
(c) How can this poverty be alleviated?
(d) How can food production be increased?
(e) What are the other measures that should be taken to remove poverty?
Causes Of Poverty Paragraph
By poverty we mean a situation in which man can not meet the basic needs of life. Most of the people of our country are very poor. They live below poverty line. They can hardly keep body and soul together. However this poverty can be alleviated to some extent. Our lands should be cultivated scientifically. Scientific method and modern farming should be introduced. The high birth rate should be controlled. More employment opportunities should be created. Animal husbandry, crop diversification, fisheries, poultry, horticulture, agriculture, dairy farming should be introduced and all these things will go a long way to alleviate poverty.
অর্থঃ দারিদ্র্য বলতে আমরা এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে মানুষ জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ খুবই দরিদ্র। তারা দারিদ্র্যসীমার নিচে বাস করে। তারা খুব কমই শরীর এবং আত্মা একসাথে রাখতে পারে। তবে এই দারিদ্র্য কিছুটা হলেও দূর করা সম্ভব। আমাদের জমি বিজ্ঞানসম্মতভাবে চাষ করা উচিত। বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক চাষাবাদ চালু করতে হবে। উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করতে হবে। আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পশুপালন, শস্য বহুমুখীকরণ, মৎস্য, হাঁস-মুরগি, উদ্যানপালন, কৃষি, দুগ্ধ খামার প্রবর্তন করতে হবে এবং এসব বিষয় দারিদ্র্য দূরীকরণে অনেক দূর এগিয়ে যাবে।
The End Of The Article: Causes Of Poverty Paragraph
We Have Learned So Far Causes Of Poverty Paragraph. If You Like Today's Causes Of Poverty Paragraph, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.