ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
আমাদের আজকের ব্লগের বিষয় হলো ইংরেজিতে লেখালেখি করে আয় (Online Article Writing Jobs) অনলাইনে লেখালেখি করে আয় করার সাইট গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের আজকের এই ব্লগ পোষ্ট টি তোমাদের ভালো লাগবে। তো চল আমরা ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs জেনে নিই।
ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs |
ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
অনলাইন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আর্টিকেল রাইটিং কনটেন্ট রাইটিং হচ্ছে দ্রুত প্রসারমাণ ও সম্ভাবনাময় একটি ক্ষেত্র। যারা ইংরেজিতে দক্ষ তারা এই ধরনের কাজ করে মাসে বেশ ভালাে অঙ্কের আয় করতে পারেন।
বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন, যারা নিজের ভাষাগত দক্ষতাকে কাজে লাগিয়ে এ ধরনের কাজগুলাে সফলতার সাথে করছেন। এরা একে মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন।
আর্টিকেল রাইটিংয়ে অর্থাৎ ফ্রিল্যান্সিং লেখালেখি শুরু করার আগে প্রথমে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, ইংরেজি বানান এবং ব্যাকরণ সঠিকভাবে জানা থাকতে হবে, বিশেষ করে কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্য ঠিকভাবে লেখার যােগ্যতা থাকতে হবে।
দ্বিতীয়ত, এখানে পারিশ্রমিক হিসেবে ঘণ্টায় ন্যূনতম ১ ডলার থেকে ৩ ডলার পাবেন। তৃতীয়ত, কোনাে কোনাে মাসে হয়তাে প্রতিদিন ১-২ ঘণ্টার কাজ, আবার কখনাে হয়তাে দিনে ৮-৯ ঘণ্টার কাজও করতে হতে পারে।
কাজের ধরন | ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
আর্টিকেল রাইটিংয়ে বিভিন্ন ধরনের কাজের সুযােগ থাকলেও এই লেখায় চার ধরনের কাজ নিয়ে আলােচনা করা হয়েছে। প্রথম দুই ধরনের কাজ কম পারিশ্রমিকের। বাকি দুটি বেশি পারিশ্রমিকের।। স্বাভাবিকভাবেই আপনার ভাষাজ্ঞান কম হলে, যােগ্যতা কম থাকলে পরের দু'টি কাজ পাবেন না। কম পারিশ্রমিকের কাজ দু'টি হলাে :
০১. Rewriting এবং
০২, Snippet বা Short Article Writing
এক কথায় Rewriting হলাে একটি ৩০০-৬০০ শব্দের লেখার মূল তথ্য ঠিক রেখে আর্টিকেলটিকে নিজের ভাষায় লেখা যেন পরের লেখাটি প্রথম লেখার নকল না হয়। আর Snippet বা short Article Writing হলাে কোনাে বিষয়ে ১০০-১৭০ শব্দের লেখা তৈরি করা। এক্ষেত্রে ক্লায়েন্ট একটি বিষয়ের ওপরই ৫, ১০, ২০ অথবা ৩০টি লেখা চাইতে পারে। বেশি পারিশ্রমিকের কাজ দু'টি হলাে :
০১, আর্টিকেল রাইটিং কনটেন্ট রাইটিং এবং
০২. প্রফরিডিং ও এডিটিং।
এক কথায় আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং হলাে কোনাে বিষয়ে ৪০০- ৬০০ শব্দের লেখা তৈরি করা, যা কোনােভাবেই কোথাও থেকে হুবহু নিয়ে তুলে দেয়া যাবে না। এটি ধরা পড়লে এক্ষেত্রে ক্যারিয়ার শেষ হয়ে যাবে।
আর Proofreading হলাে কোনাে লেখার বানান, গ্রামার, স্টাইল ইত্যাদির ভুল শুধরে দেয়া। এর সাথে এডিটিং হলাে লেখাটিকে আরাে আকর্ষণীয় ও শুদ্ধ করে তােলা।
কী পরিমাণ আয় হতে পারে? | ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
আয় নির্ভর করবে ৩টি বিষয়ের ওপর :
০১. কতটা কাজ পাচ্ছেন,
০২. কাজের রেট কেমন এবং
০৩, আপনি প্রতিদিন কত ঘণ্টা সময় দিতে পারছেন।
ধরুন, রিরাইটং কাজের কথা। প্রায় প্রতিদিনই এমন কাজের বিজ্ঞপ্তি থাকে। ধরুন, নিম্নতম রেট ৫০০ শব্দের রিরাইটিং ৫০ সেন্ট বা হাফ ডলার। একটি কাজ করতে প্রথম প্রথম আধাঘণ্টা বা বেশি সময় ও লাগবে।
আপনার ভাষাজ্ঞান ভালাে ও টাইপিং স্পিড বেশি হলে ৩টি বা প্রায় ৪টি করতে পারেন এক ঘণ্টায়। তবে এই কাজ ১ ডলার রেটেও বেশ থাকে। কখনাে তা দেড় বা দুই ডলার রেটে থাকে। ঘণ্টায় ২ ডলারের কাজ করলে, ৩ ঘণ্টায় ৬ ডলার অর্থাৎ মাসে ১৫০ ডলার ।
১৮০ নয়, কারণ সপ্তায় একদিন বাদ দিয়ে ধরলে হিসাবটি বাস্তব) হবে। এটি হচ্ছে ন্যূনতম আয়। যদি আপনি ভাষাগত দক্ষতা প্রমাণ করতে পারেন। আর হ্যা, ভালাে রেটে কাজ পেলে তা অবশ্যই বেশি হবে।
যেমন, একজন কাজ পেল ৬ মাসের জন্য প্রতিদিন ৪ আর্টিকেল গুণ ৩ রিরাইটিং = 4x$3 এর। তাহলে এই এক কাজেই প্রতিদিন ৪ ঘণ্টা খেটে ১২ ডলার গুণ ৩০ = ৩৬০ ডলার পাবে। আমেরিকান এমপ্লয়ারও সপ্তায় একদিন হয়তাে কাজ করবে না, হয়তাে কাজ দিয়ে রাখবে।
তাহলে যা দাঁড়ালাে। প্রতিদিন ৩-৪ ঘণ্টা সময় দিলে ১৫০-৪০০ ডলার আয় করতে পারেন। ফুলটাইম সময় দিলে হাতে কাজ থাকলে ২.৫ ডলার গুণ ৮ ঘণ্টা গুণ ২৮ দিন = ৫৬০ ডলার হতে পারে। এসব হলাে কম রেটের রিরাইটিংয়ের কথা।
৫০০- ৬০০ শব্দের আর্টিকেল রাইটিংয়ের রেট গড়ে ২.৫ ডলার। এবং প্রায়ই ৩-৫ ডলারও হয়ে থাকে। ভালাে মানের আর্টিকেল রাইটিংয়ের কাজ পারলে মাসে ৮০০-র বেশি ডলার আসতে পারে। ৩
তবে সব মাসে একইভাবে কাজ থাকবে না- একথা মাথায় রাখতে হবে। কোনাে মাসে প্রতিদিন একদুই ঘণ্টার বেশি পরিমাণ কাজ না থাকতে পারে, আবার কোনাে মাসে দিনে ১৫ ঘণ্টা কাজ করার মতাে কাজ পেতে পারেন।
কতটুকু পারবেন এবং করবেন, কতখানি কাজ করলে কোয়ালিটি ধরে রাখতে পারবেন, কতটুকু লাভ করবেন- সব নির্ভর করে আপনার ওপর।
কতটুকু শ্রম দিতে হবে?
লেখাটি ইংরেজিতে দক্ষ হয়েও যারা বেকার তাদের জন্য। আপনাকে ধরে নিতে হবে আপনি এক ঘণ্টায় ১৫০০ বা আরাে বেশি শব্দ টাইপ করতে পারবেন। দ্রুত একটি লেখা পড়ে আরেকটি লেখা লিখতে পারবেন।
ক্লান্তি কতখানি সামাল দিতে পারবেন, কত ঘণ্টা এভাবে কাজ করবেন, তা নির্ভর করছে আপনি কতখানি কাজ পাচ্ছেন এবং নিজে কতক্ষণ করতে পারছেন, তার ওপর। আর শ্রম কতটুকু দিতে হতে পারে তা আগের বর্ণনা থেকে নিশ্চয় বুঝে ফেলেছেন।
টাকা পাওয়ার নিশ্চয়তা কতখানি?
নিচে উল্লেখ করা দু'টি সাইট থেকেই বাংলাদেশীরা টাকা ঘরে তুলছেন। এ ব্যাপারে এখন আর কোনাে দ্বিধা নেই। ওডেস্কডটকম - এ দু'ধরনের কাজের মধ্যে একটির ক্ষেত্রে কখনাে কখনাে টাকা মার যায়। এ কাজগুলাে ফিক্সড প্রাইস ধরনের।
সাবধানতার জন্য এমপ্লয়ারের অতীত কাজের ইতিহাস পর্যবেক্ষণ করে নিতে হবে। ছােট ছােট ভলিউমে কাজ পাঠিয়ে ধাপে ধাপে পেমেন্ট নিতে হবে। আর ফ্রিল্যান্সারডটকম- এ আবেদনের সময় কিছু অংশ এ করে নিতে হবে অর্থাৎ এমপ্লয়ার কিছু Dollar ওই সাইটে গ্যারান্টি) হিসেবে জমা রাখবেন।
কতখানি যােগ্যতা প্রয়ােজন?
প্রথমত: ধৈর্য।
দ্বিতীয়ত: শুদ্ধ বানান। এক্ষেত্রে এমএস ওয়ার্ডের স্পেল চেকারের সাহায্য নেয়া যেতে পারে। আমেরিকান স্পেলিং শুদ্ধভাবে জানতে হবে।
তৃতীয়ত: শুদ্ধ গ্রামার। ছােট, মাঝারি ও লম্বা বাক্য লিখতে হবে। কখনাে কখনাে আমেরিকান গ্রামারই চাইবে।
চতুর্থত: উপস্থাপন দক্ষতা। নিজেকে আবেদনপত্রে ভালােভাবে তুলে ধরতে হবে।
পঞ্চমত: যােগাযােগ দক্ষতা। প্রতিদিন দু’বার মেইল চেক করতে হবে। দ্রুত উত্তর দিতে হবে।
ষষ্ঠত: ডেডলাইন সচেতনতা। কাজ সঠিক সময়ের আগেই প্রস্তুত করতে হবে যেনাে এমপ্লয়ারের কাছে যেতে দেরি না হয়।
সপ্তমত: টাইপের কাজ হয় এবং ইন্টারনেট মােটামুটি ভালােই চলে এমন কমপিউটার।
অষ্টমত: টাইপিং স্পিড যত ভালাে তত ভালাে।
নবমত: আপনি http://www.ezinearticles.com -এর লেখা পর্যবেক্ষণ করে সেখানে কয়েকটি আর্টিকেল পাবলিশ করে রাখতে পারেন। কাজের আবেদনের সময় সেই লেখার লিঙ্ক দিতে পারেন আপনার লেখার নমুনা দেখানাের জন্য। সেখানে পাবলিশ না করলেও সেরকম মানের লেখা তৈরি করে রাখতে হবে কয়েকটি, যেনাে নমুনা হিসেবে দেখাতে পারেন।
আমি কি কাজ পাবাে?
ভারতীয় আর ফিলিপিনােদের সাথে কুলাবাে কিভাবে?
এ ধরনের আশঙ্কা অমূলক নয়। বহু ফ্রিল্যান্সিং অ্যাডভার্টে স্পষ্ট লেখা থাকে : Filipinos preferred। কারণ এরা কমিটেড, ডেডিকেটেড, এমপ্লয়ারের কাজে ফাকি কম দেয় এবং কম রেটে কাজ করে দেয়। এছাড়া এরা ওয়েবসাইটে ব্যবহার হওয়া ইংরেজি ভালাে বােঝে।
নিজেকে আপ-টু-ডেট রাখে। এই ফিলিপিনাে এবং ভারতীয়রা খুব কম রেটে কাজ করে দেয়। এরাই ফ্রিল্যান্সিংয়ের কাজের রেট কমিয়েছে। এদের সাথে পাল্লা দিতে হলে তাদের কাছাকাছি রেটে কাজ করতে হবে, তবে আপনার ভাষাগত দক্ষতা খুব ভালাে থাকলে তা করতে হবে না।
আপনি ওদের করা কাজের চেয়ে বেশি রেটের। কাজ করতে পারবেন। কিন্তু একই কাজে যদি ওরা ৫০ সেন্টে একটি ৪০০ শব্দের লেখা পুনর্লিখন করে দিতে চায় এবং এমপ্লয়ারের অতীত ইতিহাসও যদি তেমন হয়, তাহলে আপনার ইংরেজি ভালাে হলেও আপনাকে অবশ্যই ১ ডলার বা এমনকি ৬০ সেন্টে কাজটি দেবে না।
আপনাকে এক্ষেত্রে এমপ্লয়ারের অতীত কাজের রেট সম্বন্ধে ধারণা নেয়ার চেষ্টা করতে হবে। অন্য আবেদনকারীদের গড় রেট কেমন বা প্রত্যেকের রেট কত ওই কাজের জন্য তা দেখতে হবে। এরপর আপনার রেট ঠিক করতে হবে।
এছাড়া ইংরেজির বিভিন্ন পরীক্ষাগুলাে ভালাে স্কোরসহ পাস করে ভারতীয় ও ফিলিপিনােদেরকে পেছনে ফেলতে হবে।
এছাড়া যত ছােট বা বড় কাজই পান, এমপ্লয়ারের সাথে সঠিক যােগাযােগ রাখতে হবে, কাজের মান। খারাপ করা চলবে না। এমপ্লয়ারের দেয়া ফিডব্যাক রিপাের্ট খারাপ করা চলবে না। আপনি চাইলেই ওই দু'দেশের লােককে পেছনে ফেলতে পারবেন।
এছাড়াও আপনি ezinearticles.com সাইটটি পর্যবেক্ষণ করে সেখানে কয়েকটি আর্টিকেল পাবলিশ করে রাখতে পারেন। কাজের আবেদনের সময় সেই লেখার লিঙ্ক দিতে পারেন আপনার লেখার নমুনা। দেখানাের জন্য।
এভাবে আপনি এমপ্লয়ারের মন কাড়তে পারেন। নিজের ব্লগ সাইট থাকলে তার রেফারেন্স দিতে পারেন। এভাবেই আপনার চাহিদা তৈরি করে নিতে হবে।
কাজ পাওয়ার জন্য শুধু দুটি সাইটে উদাহরণ
বেশ কিছু সাইট থাকলেও আমার জানামতে দুটি সাইটে অনেক বাংলাদেশী সফলভাবে ইংরেজি লেখালেখির কাজ করছেন।
- প্রথমত ; http://www.freelancer.com সাইট।
- দ্বিতীয়ত : http://www.odesk.com সাইট।
এখানে যে দু'টি সাইটের উল্লেখ করা হলাে, আপনি এখন এই সাইট দু'টিতে ফ্রি রেজিস্ট্রেশন করবেন পরীক্ষামূলক। আপনার পূর্ণাঙ্গ নাম- ঠিকানাসহ রেজিস্ট্রেশন পরে করবেন, যখন আপনি নিজেকে। প্রস্ত্তত করে ফেলবেন।
এই পরামর্শটি হয়তাে কিছুটা অনৈতিক মনে হতে পারে, কিন্তু আমরা। বাংলাদেশীরা প্রায়শই তাড়াহুড়াে করতে গিয়ে খারাপ অবস্থান তৈরি করি। কাল থেকে শুরু করুন এবং এই লেখার ৭ম পর্ব প্রকাশ হওয়া পর্যন্ত কাজগুলাে করতে থাকুন। আরাে বেশি সময় লাগাটাই স্বাভাবিক। দেশে একটি চাকরির জন্য কতটা সময় ধরে প্রস্তুত হতে হয়, তার সাথে তুলনা করলে এটুকু সময় খুব অপ।
এই পরীক্ষামূলক অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইট দু'টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে নিচের বিষয়গুলাে বােঝার চেষ্টা করবেন :
০১. লেখালেখি অংশে কী ধরনের কাজের বিজ্ঞাপন দেয়া হচ্ছে। আপনি rewriting, snippet, short article, proofreading শব্দগুলাে দিয়ে সার্চ করতে পারেন। http://www.i-freelancer.org সাইটটিতে সার্চ করলে একসাথে সব ফ্রিল্যান্সিং সাইটে থাকা কাজের ফলাফল দেখাবে। মূল কথা হলাে, বিজ্ঞাপনগুলাে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন।
০২. যারা আবেদন করছেন তাদের যােগ্যতা কেমন তা জানার চেষ্টা করবেন। আবেদনকারীরা কোন দেশের তা http://www.freelance.com সাইটে সরাসরি দেশের পতাকা দেখে বুঝতে পারবেন। এছাড়া দু'টি সাইটেই আবেদনকারীদের প্রােফাইল দেখে অনেক কিছু বুঝতে পারবেন।
০৩ কোন ধরনের কাজে রেট কেমন তা বুঝতে হবে।
০৪ এছাড়াও সাপাের্ট ফোরামে ঢুকে বিভিন্নজনের বিভিন্ন সমস্যার ব্যাখ্যাগুলাে পড়তে হবে যেনাে কিছু সমস্যা সম্পর্কে আগাম অনুধাবন করতে পারেন।
০৫ এছাড়াও ফ্রি পরীক্ষা দেয়ার যতটুকু সুযােগ আছে তা কিছুটা সময় নিয়ে ব্যবহার করুন। এতে করে বুঝবেন আপনার ইংরেজি ভাষাজ্ঞানের দুর্বলতাকে কাটাতে কোন ক্ষেত্রে মনােযােগ দিতে হবে। আপনার ভাষাগত দক্ষতা অবশ্যই বাড়াতে হবে। ওডেস্ক সাইটটিতে চমৎকার সব ফ্রি পরীক্ষার ব্যবস্থা আছে। সেসব পরীক্ষায় ভালাে করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
তাহলে ওই দু'টি সাইটে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ওপেন করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। এই লেখার ৭ম পর্ব পর্যন্ত ধৈর্য ধরে পড়ুন, নিজেকে চিনুন, আপনি অলস না পরিশ্রমী পরখ করে নিন, নিজেকে তৈরি করুন।
রিরাইটিংকাজটি আসলে কী? ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
রিরাইটিং শব্দটির আক্ষরিক বাংলা হলাে পুনর্লিখন। কাজটিও আক্ষরিক অর্থে তাই। যেমন : মূল বাক্য যদি হয় These licenses require that the student completes a predetermined number of education hours, আপনার পুনর্লিখিত বাক্য হতে পারে If you want a license of this type, you must have completed a predetermined hours of education.
মূল কথা হলাে, আপনার পুনর্লিখিত বাক্যে একই কথা বলা হবে কিন্তু শব্দচয়ন ও গ্রামারগত পার্থক্য। থাকবে' যাতে করে মনে হয় দু'টি লেখা একে অন্যের নকল নয়।
এখানে বাংলাদেশীরা যে সমস্যার মুখােমুখি হন, তা হলাে লেখাগুলাের বিষয়বস্তুর ভিন্নতা। বেশিরভাগ বিষয় হৰে স্বাস্থ্য, প্রযুক্তি, ইস্যুরেন্স, আন্তর্জাতিক খবর ইত্যাদিনির্ভর। আপনাকে এগুলাে দ্রুত পড়ে বুঝে উঠতে হবে।
ফ্রিল্যান্সিং কাজে রিরাইটিংকত রকম হতে পারে?
আপনাকে ৩২০- ৬০০ শব্দের একটি লেখা দেয়া হলে সেটির তথ্য ঠিক রেখে আপনার ভাষায় তা লিখতে হবে নিচের দুটি উপায়ের যেকোনাে একভাবে। এমপ্লয়ার যেভাবে চাইবে সেভাবে করতে হবে।
প্রথম ধরন: প্রতিটি বাক্যকে পুনর্লিখন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি বাক্যের পরপরই আপনার লেখা বাক্যটি লিখতে হতে পারে। অর্থাৎ মূল লেখার ভেতরেই rewritten article বা পুনর্লিখিত লেখাটি থেকে যাবে। অথবা এক প্যারার সব বাক্যকে আলাদা আলাদা পুনর্লিখনের পর প্যারা হিসেবে সাজাতে হতে পারে। এরপর পুনর্লিখিত পুরাে লেখাটি আলাদাভাবে দেখা যাবে।
দ্বিতীয় ধরন: অথবা একেক প্যারাগ্রাফ হিসেবে পুনর্লিখন করতে হবে। এরপর মূল লেখাটিও রিরাইটেন আর্টিকেলটি আলাদাভাবে তুলে ধরতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে একটি লেখা একবার রিরাইটিং বা পুনর্লিখন চাওয়া হয়। একে বিজ্ঞাপনে rewriting x 1 হিসেবেও তুলে ধরা হয়। এক্ষেত্রে আপনাকে প্রথমে মূল page break দিয়ে>-আর্টিকেলটি পৃষ্ঠার। উপরে রাখতে হবে। তার পরে insert পরের পৃষ্ঠায় আপনার রিরাইটেন আর্টিকেলটি দেবেন। আপনার পিরাইটেন আর্টিকেলটির ফন্ট কালার ভিন্ন রাখতে পারেন।
আবার অনেক সময় একটি আর্টিকেলের দুইবার বা তিনবার রিরাইটিং চাওয়া হয়। একে বিজ্ঞাপনে যথাক্রমে rewriting x 2 এবং rewriting x3 হিসেবেও তুলে ধরা হয়। পেমেন্ট বেশিরভাগ প্রতি একবার রিরাইটিং অনুযায়ী হয়ে থাকে।
Rewriting x]-এর উদাহরণ
বাক্যের ভিত্তিতে rewriting x1-এর উদাহরণ :
This is becoming increasingly popular because you can complete assignments and tests from home. The popularity of the courses lie in the fact that one can complete these courses staying at home.
আপনার rewritten article-এর uniqueness এবং কীওয়ার্ড ডেনসিটি মাপার সহজ উপায় একটি ফ্রি সফটওয়্যার ব্যবহার করা। এটি হলাে : DupeFreePro-এর সাইজ কত তা জানা নেই, তবে খুব বড় মনে হয় না। এটির লিঙ্ক হলাে : http://www.dupefreepro.com
সফটওয়্যারটিতে পাশাপাশি দুই উইন্ডােতে আপনাকে পাঠানাে মূল আর্টিকেল এবং আপনার করা রিরাইটেন আর্টিকেলটি পেস্ট করে compare বাটনে চাপ দিলেই দেখাবে কত শতাংশ মিল আছে। অবশ্য এই মিলটি কতখানি হচ্ছে, তা দেখাবে আপনার নির্দিষ্ট করে দেয়া মাপকাটির ভিত্তিতে। আপনি করতে পারেন sentence লেভেলে, ৪ words বা ৩ words ইত্যাদির ভিত্তিতে। সাধারণত sentence ভিত্তিতে আপনার লেখাটি ইউনিক কি না অর্থাৎ ০% মিল আছে কি না, তা চেক করে নিতে পারেন। অভিজ্ঞতা হয়ে গেলে তার আর প্রয়ােজন নাও হতে পারে।
এই সফটওয়্যারটি আরেকটি কাজ করে দেয়। সেটি হলাে কীওয়ার্ড ডেনসিটি মেপে দেয়া। আপনার রিরাইটিং আর্টিকেলটি সফটওয়্যার উইন্ডােতে দিয়ে keyword বক্সে keywordটি দিয়ে calculate keyword density বাটন চাপলেই উত্তর পেয়ে যাবেন। অনেক এমপ্লয়ার এটি চাইবে।
স্লিপেট বা শর্ট আর্টিকেল লেখার কাজটি আসলে কী?
স্লিপেট বা ব্লার বা শর্ট আর্টিকেল রাইটিং আসলে যেকোনাে বিষয়ের ওপরে ছােট ছােট লেখা। অবশ্য হতে পারে কিছু প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা খন্ডিত কোডিং। আমরা এখানে সে বিষয়ে যাচ্ছি না। আমরা এখানে স্নিপেট বলতে শর্ট আর্টিকেল বুঝব। কত বড় হতে পারে এমন লৈখা? সাধারণত ১০০-১২৫ শব্দের। কখনাে ৭০-১৬৫ শব্দের হতে পারে। কাজের রেট কেমন হয়? লেখা প্রতি সাধারণত ৩০ সেন্ট থেকে ১.২ ডলার হয়ে থাকে।
কী কী বিষয়ে লিখতে হয়? যেকোনাে কিছু যার মাধ্যমে কোনাে সাইট ভালাে হয়। অর্থাৎ এসব শর্ট আর্টিকেলের মধ্যে থাকবে কোনাে কীওয়ার্ড, যা একবার বা একাধিকবার ব্যবহার করতে হবে। বিষয়
CU : coffee shop, hair trimmer, paint box, best aluminum plate, dog cure, baby cot, lose weight, control diabetes, BB features, how to setup Wordpress BUT CHICOTTE এগুলাে শুধু ধারণা দেয়ার জন্য বলা হলাে। অর্থাৎ আপনাকে প্রস্তুত থাকতে হবে ইন্টারনেট থেকে দ্রুত কিছু দেখে নিয়ে লেখাগুলাে তৈরি করার জন্য।
কীওয়ার্ড ব্যবহার কিভাবে করতে হবে? নিচে উদাহরণে দেখুন আন্ডারলাইন করা কীওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয়েছে।
লেখা কি খুব তথ্যবহুল হতে হবে? | ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
বেশিরভাগ ক্ষেত্রে মােটামুটি লেখা, ভুল তথ্য না থাকলেই হয়, চলে। তবে কখনাে বলে দেবে যে তথ্যবহুল হতে হবে।
এ ধরনের কাজ কি প্রতিনিয়ত পাওয়া যায়?
এই কাজ মাসে কয়েকবার পাওয়া যেতে পারে। রিরাইটিং ও আর্টিকেল রাইটিংয়ের মতাে অত ঘন ঘন পাওয়া যাবে না। এবার দু'টি জব বিজ্ঞাপন দেখুন, যার মধ্যে দ্বিতীয় কাজটি করেছেন একজন বাংলাদেশী :
প্রথম বিজ্ঞপ্তি :
150 Words Article Writer Fixed-Price - Est. Budget: $10.00 Job scope:
- Write 30x Articles regarding the Keywords given
- Every article has to be unique and pass through copyscape
- Minimum word length is 150
- Receive $0.35 per article (S10.50 for 30 articles)
- A sample of your work before letting me to hire you is appreciated
কী ধরনের লেখা লিখতে হবে | ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
Article writing এবং Content writing বলতে কী বুঝব?
Article writing এবং Content writing বলতে সাধারণত বােঝায় ৪০০-১০০০ বা তারও বড় আর্টিকেল লেখা। প্রতিনিয়ত ইন্টারনেটে বিভিন্ন প্রােডাক্টের ওয়েবসাইট ও বিভিন্ন ব্লগে বহু ধরনের অগণিত লেখার প্রয়ােজন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব সাইটের মালিকেরা নিজেরা লেখার সময় পান বা সেসব বিষয়ে লেখা তাদের নিজেদের পক্ষে সম্ভব হয় না।
বিষয়বস্তু কী হবে?| ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
যেকোনাে কিছু। ইন্টারনেটে বিভিন্ন সাইটে যা পড়া যায়, তেমন যেকোনাে কিছু। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়বস্তু হতে পারে কোনাে পণ্যনির্ভর। স্বাস্থ্য, প্রযুক্তি, এন্টারটেইনমেন্ট, নিউজ ইত্যাদি যেকোনাে কিছু।
পেমেন্ট কেমন? | ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
এসব ৪০০-৬০০ শব্দের একটি লেখা ৫০ সেন্ট থেকে শুরু করে সাধারণত ১.৫ থেকে ৫ ডলার রেটে করা যায়। এরকম একটি লেখার গড় পেমেন্ট হতে পারে ৩ ডলার। তবে আপনি যদি অল্প সময়ে ইজিনআর্টিকেলস- এর সাইটের লেখার চেয়েও ভালাে মানের লেখা লিখতে পারেন, তবে ৫০০ শব্দের লেখার জন্য নির্দ্বিধায় ৫-১০ ডলার পর্যন্ত পাবেন।
এছাড়া আপনার ইংরেজি যদি ভালাে ওয়েবসাইটের লেখার মতাে হয়, অর্থাৎ ধরুন আপনি যদি কোনাে সাইটের প্রােডাক্টের জন্য এক পৃষ্ঠার চটকদার সেলস কপি লিখতে পারুেন যা দেখে পরে একজন ভিজিটর সেই প্রােডাক্ট কিনতে চাইবে, তাহলে ১০০০ শব্দের জন্য ১৫ ২০ ডলারও পেতে পারেন । ঘণ্টায় ১৫-২০ ডলার হিসেবে কাজ করতে পারবেন।
এবার দু'টি এডভার্ট দেখুন :
100 Articles Writen: Must Have knowledge About Seo Fixed-Price - Est. Budget: $500.00
I need a writer who does have knowledge about SEO. Preferably from Philippines. I need someone who can work from 8am-12mn. Payment for per article is 350 words $5.500 words $10.
I need writer who do well.
50 Articles Needed Fixed-Price - Est. Budget: $150.00 I need 50 Articles they must be:
1. Original Content (no spinner articles or duplicate content, we will check)
2. SEO Friendly, keyword rich
3. 450-500 words each
4. Topics will be home decor categories or products
ইংরেজিতে লেখালেখি করে আয় করার জন্য নিজেকে গড়ে নিতে হলে কী করতে হবে?
প্রথমত: আপনাকে মার্কেট স্টাডি করে বুঝতে হবে কেমন লেখার চাহিদা বেশি এবং আপনি কোন ক্ষেত্রে ভালাে করতে পারবেন। এরপর বেশ কিছু নমুনা ভালােমতাে দেখতে হবে। যেমনইজিনআর্টিকেলসডটকম সাইটে ঢুকে দেখা যেতে পারে। বিখ্যাত ব্লগ সাইট, গুগল নিউজ ইত্যাদি দেখে লেখার স্টাইল প্রস্তুত করতে হবে।
এরপর নিজে নিজে কয়েকটি নমুনা আর্টিকেল লিখে প্রস্তুত হতে হবে। ইজিনআটিকেলসডটকম সাইটে কয়েকটি নমুনা হিসেবে প্রকাশ করা যেতে পারে। সেই সাথে ওডেস্ক বা অন্য ফ্রিল্যান্সিং সাইটে ব্লগ) লেখার পরীক্ষা, নন-ফিকশন লেখার পরীক্ষা ইত্যাদি পরীক্ষায় ভালাে করতে হবে।
এবার আপনি প্রস্ত্তত ভালাে ইংরেজি লিখে ঘণ্টায় ৫-২০ ডলার আয়ের জন্য।
ষষ্ঠ কিস্তি: প্রফরিডিং এবং এডিটিংয়ের চাহিদা বুঝতে চেষ্টা করা : আপনি কি দ্বিতীয় পর্বের পরামর্শমতাে দু'টি সাইটে অ্যাকাউন্ট ওপেন করে কাজগুলাে বােঝার চেষ্টা করছেন? ভালাে করে প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পড়ে নিন।
প্রফরিডিং ও এডিটিং আসলে কী? | Online Article Writing Jobs
প্রফরিডিংয়ের মধ্যে পড়ে সাধারণত নিচের উল্লিখিত কাজগুলাে ।
01. spelling check
02. typos/typographical errors check
03. all types of punctuation mark check (use of capital letter, comma, period, semi colon, hyphen, slash, dash, apostrophe, quotation mark etc.
04. annotation
05. footnote and endnote
06. bibliographical information presentation
07. APA, MLA, Chicago style proofreading
আর Editing হচ্ছে এরচেয়েও বেশি কিছু। লেখাটিকে পরিমার্জিত করতে হবে, আরাে গােছানাে হতে হবে এবং সর্বোপরি যে ধরনের পাঠকের বা পত্রিকা বা প্রকাশনার জন্য তৈরি হচ্ছে সেটি মাথায় রেখে ততটুকু ফর্মালি বা ইনফর্মালি উপস্থাপন করতে হবে। থিসিস হলে সেই মানে পরিমার্জন করতে হবে।
এই দু'ধরনের কাজের রেট অন্যান্য ধরনের লেখালেখির কাজের তুলনায় বেশি হতে পারে। ঘণ্টায় ৬ বা ৮ থেকে ২০ ডলার হয়ে থাকে।
ইংরেজিতে লেখালেখি করে আয় করার জন্য কেমন প্রস্তুতি নিতে হবে?
APA Style, MLA, Chicago style proofreading TATTOSI APA ZOTT American Psychological Association এবং MLA হলাে Modern Languages Association. এছাড়া ব্রিটিশ ইংরেজির জন্য অক্সফোর্ড স্টাইলের Proof reading ও Editing জানলেও ভালাে কাজ দেবে।
এসব প্রফরিডিং বিষয়ে অনলাইন থেকে অনেক সাহায্য পাবেন। নীলক্ষেতেও বই পাবেন আশা করি। তবে নিয়মগুলাে বেশ ভালােভাবে রপ্ত করতে হবে। ওডেস্কে এগুলাের পরীক্ষা আছে। পরীক্ষাগুলােয়। প্রথম ১০ শতাংশ বা ২০ শতাংশের মধ্যে থাকলে এ ধরনের কাজ পাওয়াটা সহজ হয়ে যায়।
এছাড়া আপনি নমুনা হিসেবে একটি দুর্বল লেখা জোগাড় করে তার প্রফরিডিং এবং এডিটিং করে রাখুন। প্রয়ােজনে এমপ্লয়ারকে দেখাতে পারবেন। এছাড়াও ইজিন আর্টিকেলসডটকমে কয়েকটি আর্টিকেল প্রকাশ করে রাখুন নমুনা হিসেবে দেখানাের জন্য।
সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে, যদি সঠিক প্রস্তুতি নেয়ার পর কাজের জন্য বিড করা শুরু করেন এবং ডেডলাইন মেনে কাজে ফাকি না দিয়ে এগােতে থাকেন। তাহলে এমপ্লয়ারেরা আপনাকে ছাড়তে চাইবে না।
এ পর্যন্ত আমরা ইংরেজিতে লেখালেখি সংক্রান্ত যে কয়টি বিষয়ের ফ্রিল্যান্সিংয়ের গাইডলাইন, নমুনা ও frufe cucife CHGUTTTT: rewriting articles, snippet or short article writing, articles writing or content development, proof reading and editing.
ঘরে বসে আয়ের আরাে কিছু পথ রয়েছে যেগুলাে হলাে translation, transcription, summarization, resume writing, PR writing, PowerPoint presentation, and online teaching 22
ট্রানস্লেশন: ইংরেজি- বাংলা বা বাংলা-ইংরেজি অনুবাদের কাজ ফ্রিল্যান্সিং সাইটে কম থাকে। বরং প্রফেশনাল। সাইট যেমন- ট্রানসেবেজ ডট কম, প্রজডটকম ইত্যাদি সাইটে থাকে এবং এসব সাইটে প্রথমেই পে করে মেম্বারশিপ নিতে হয়। তাই সমস্যা। ব্যক্তিগতভাবে অনুবাদের কাজে আগ্রহ থাকলেও এ সমস্যার জন্য কাজ করা সমস্যা হয়।
ট্রান্সক্রিপশন: এটি খুবই ভালাে আয়ের সুযােগ করে দিতে পারে যদি আপনি দক্ষ হতে পারেন। আপনাকে করতে হবে : একটি অডিও ফাইল কানে শুনবেন বা একটি ভিডিও দেখবেন এবং সেখানে উচ্চারিত ইংরেজি হুবহু টাইপ করে দেবেন।
অর্থাৎ আপনার প্রয়ােজন মূল দু'টি দক্ষতা :
০১. ইংরেজি শুনে বােঝা এবং
০২. দ্রুত টাইপিং দক্ষতা।
এতে রেট কেমন হয়? সাধারণত এক ঘণ্টার অডিও বা ভিডিওর জন্য ১০-১৫ ডলার। আপনি যদি শুধু এই কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠেন, তাহলে বেশ কাজের সুযােগ আছে।
www.freebanglabooks.com সামারাইজেশন : সামারাইজেশন কাজটি হচ্ছে একটি আর্টিকেল বা ব্লগ পােস্টকে ১০০-১৫০ শব্দে রূপ দেয়া। কখনাে কোনাে বইয়ের সংক্ষিপ্ত রূপও চাইতে পারে।
রিজিউম রাইটিং: আমেরিকান কর্পোরেট জগত বা ইন্টারনেট জগতের জন্য উপযুক্ত রিজিউমে বা সিভি তৈরি করতে পারলে এ ধরনের কাজও যথেষ্ট পাওয়া যাবে।
প্রেস রিলিজ রাইটিং: বিভিন্ন প্রােডাক্ট বা ওয়েবসাইটের জন্য প্রেস রিলিজ লেখার কাজ প্রায়দিনই পাওয়া যাবে। এজন্য । আপনাকে প্রেস রিলিজ লেখার সঠিক ফরমেট ও স্টাইল জানতে হবে। এজন্য হয়তাে ) পিআরওয়েডটকম সাহায্য করতে পারে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি সঠিক স্টাইলে পিআর তৈরি করতে পারেন। প্রেস রিলিজের পেমেন্ট আর্টিকেল রাইটিংয়ের চেয়ে বেশি হয়। একটির জন্য ৫-১০ ডলার হয়ে থাকে। কাজও প্রায়ই থাকে।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন; এটি আসলে ইংরেজি ও পাওয়ার পয়েন্ট দক্ষতার সমন্বয়। আপনাকে কোনাে বইয়ের চ্যাপ্টার বা মিটিংয়ের বিষয়বস্তু বা টিউটোরিয়াল সম্বন্ধে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। পেমেন্ট ভালাে। মাঝে মাঝেই কাজ থাকে।
অনলাইন টিচিং : স্কাইপের ভিডিওর মাধ্যমে ইংরেজি শেখানাের সুযােগ আছে। সাধারণত এই কাজ হয় একজনকে শেখানাে। ৩০ মিনিট থেকে এক ঘণ্টার ক্লাস
ইংরেজিতে লেখালেখি করে আয় করার টিপস | Online Article Writing Jobs
প্রথম টিপস: ফ্রিল্যান্সিংয়ের জন্য অবশ্যই দরকার হবে :
০১. পরিশ্রম,
০২, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা,
০৩. লেগে থাকার ধৈর্য এবং
০৪, আপনার স্বকীয়তা।
একটি কথা মনে রাখা চাই, ফিলিপিনাে আর ভারতীয়রা আমাদের চেয়েও কম পারিশ্রমিকে এমপ্লয়ারকে সব সময় সন্তুষ্ট করতে সচেষ্ট। তবে সঠিক দক্ষতা ও পেশাদারি মনােভাবের সমন্বয় ঘটালে কম। পারিশ্রমিকের কাজ এড়াতে পারবেন।
দ্বিতীয় টিপস: যদি ফ্রিল্যান্সার প্রােফাইলে আপনার কাজের জন্য ঘণ্টাপ্রতি খুবই কম রেট দেখান, তবে তা যেমন একটি সুবিধা দিতে পারে, তারচেয়ে বেশি অসুবিধা করতে পারে।
কম রেট দেখে অনেক এমপ্লয়ার হয়তাে আপনাকে কাজ দিতে পারে, কিন্তু এর ফলে আপনি বেশি রেটের কাজে অযাপ্লাই করলে কাজ সহজে পাবেন না। তাই প্রথমেই ঠিক করতে হবে আপনি কোন মানের। কাজ করতে পারবেন এবং সে অনুযায়ী রেট ঠিক করতে হবে।
রিরাইটিংয়ের জন্য ঘণ্টায় ৪- ৬ ডলার দেখানাে যেতে পারে। কিন্তু প্রুফরিডিংয়ের জন্য এর বেশি হতে হবে অবশ্যই। আমি এ বিষয়ে একেবারে এক্সপার্ট নই। আপনি সাইটগুলাের ফোরামে ঢুকে দেখে এ বিষয়ে কেমন মন্তব্য আছে জেনে নিন।
তৃতীয় টিপস: যে সাইটেই পরীক্ষা দেয়ার সুযােগ আছে, সেখানে পরীক্ষাগুলাে দিয়ে ভালাে ফল করলে কাজ পাওয়ার সুযােগ বাড়ে। আপনার আইইএলটিএস স্কোর ভালাে থাকলে উল্লেখ করবেন অবশ্যই।
চতুর্থ টিপস: ফ্রিল্যান্সিং সাইটে ঢুকে কাজ শুরুর আগে কিছুদিন অবশ্যই অন্যান্য ফ্রিলান্সারের প্রােফাইল দেখে কিছু অভিজ্ঞতা নিতে হবে। এটি আমার মনে হয় অনৈতিক হবে না। যারা তাদের প্রােফাইল দেখাতে চান না, তারা গােপন করে রাখবেন।
পঞ্চম টিপস: ফ্রিল্যান্সিং সাইটের ব্লগ বা ফ্রিল্যান্সার ফোরামে ঢুকে লেখা পড়ুন। আলােচনা পড়ুন। অনেক দিকনির্দেশনা পাবেন।
ষষ্ঠ টিপস: হুট করে কোনাে কাজে বিড করবেন না। কাজটি সঠিক সময়ে করে দিতে পারবেন কি না, সেটি খুব গুরুত্বপূর্ণ। এমপ্লয়ারের ইতিহাসও দেখবেন যে তার ফিডব্যাক ভালাে কি না।
সপ্তম টিপস : কয়েকজন ফ্রিলান্সারের পাবলিক প্রােফাইল দেখতে পারেন। কয়েকটি লিঙ্ক দেয়া হলাে যেগুলাে সবার। জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং ওসব সাইটের মেম্বার না হলেও দেখা যায়। এটি নৈতিকতার সীমার মাঝে বলে মনে করছি ।
আর্টিকেলের শেষকথাঃ ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs
বন্ধুরা আমরা এতক্ষন জানলাম ইংরেজিতে লেখালেখি করে আয় | Online Article Writing Jobs। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরটিকেল টি শেয়ার করবেন আর কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের সবার প্রিয় আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করবেন। লিংক শেয়ার করে আয় করতে চাইলে এখানে ক্লিক করুন।
ইংরেজিতে লেখালেখি করে আয় এই তথ্য টি জেনে অনেক উপকার হলাম। আশা করি আমিও সামনে ইংরেজিতে লেখালেখি করে আয় করতে পারবো।
বাংলা আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইটের নাম বললে উপকৃত হতাম