Napoleon Completing story
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো Napoleon Completing story জেনে নিবো। তোমরা যদি Napoleon Completing story টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের Napoleon Completing story টি।
Napoleon Completing story |
Complete the story with the following clue.
Nepoleon, the king of France was a great hero. One day he was walking along the seashore. Suddenly he saw an English boy who was making a small boat. The boy was brought before him..................
Napoleon Completing story
Nepoleon, the king of France was a great hero. One day he was walking along the seashore. Suddenly he saw an English boy who was making a small boat. The boy was brought before him.
He asked him why he was making such a small boat. The boy said, "I shall cross the sea. "My country is on the other side of the sea." "I shall go to my country by this boat." "I didn't see my mother for a good long time." "Let me go to my country."
The king was charmed by the words of the small boy. He made all arrangements to send him to his country.
অর্থঃ ফ্রান্সের রাজা নেপোলিয়ন একজন মহান বীর ছিলেন। একদিন তিনি সমুদ্রের ধারে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন একটা ইংরেজ ছেলে একটা ছোট নৌকা বানাচ্ছে। ছেলেটিকে তার সামনে আনা হলো।
তিনি তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এত ছোট নৌকা তৈরি করছেন। ছেলেটি বলল, "আমি সমুদ্র পার হব।" "আমার দেশ সমুদ্রের ওপারে।" "আমি এই নৌকায় আমার দেশে যাব।"
"আমি আমার মাকে অনেক দিন দেখতে পাইনি। "আমাকে আমার দেশে যেতে দাও।" ছোট ছেলেটির কথায় রাজা মুগ্ধ হলেন। তাকে তার দেশে পাঠানোর সব ব্যবস্থা করলেন।
আর্টিকেলের শেষকথাঃ Napoleon Completing story
আমরা এতক্ষন জেনে নিলাম Napoleon Completing story টি। যদি তোমাদের আজকের এই Napoleon Completing story টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।
Your kind information is very helpful for our future journey, thanks a lot!