Drug Addiction Paragraph For Class 6, 7, 8, 9, 10 hsc 300 words
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো Drug Addiction Paragraph For hsc জেনে নিবো। তোমরা যদি causes and effects of drug addiction paragraph টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের drug addiction paragraph for hsc students টি।
Drug Addiction Paragraph |
Drug Addiction Paragraph
Drug addiction is now a global problem. This social cancer has spread its poisonous claw all over the world. Frustration is the cause of this addiction. Unemployment problem, political cataclysm, lack of family ties, lack of love affection etc give rise to frustration.
Again this addiction gives rise to social crimes. When the addicted can not afford to buy drugs, they commit many kinds of social crimes like hijacking, looting, plundering killing, robbery etc. Drugs bear a terrible effect on human body. They kill them slowly but surely. No physician can stop the changes that take place in the body of a drug addict.
Drug addicted people feel drowsy, lose appetite and sleep. The skin of their bodies begin to change its colour. Drugs also damage the brain and all internal function of the body. However this curse should not be allowed to go on unchecked. At any cost we must get rid of this social cancer by highlighting its dangerous effect on human body and society.
The remedy for drug addiction is not very easy. Greed of drug traders has grasped the whole world. Drug business is punishable and the highest punishment is death sentence in Bangladesh. This law must be enforced immediately. Our young generation must be aware of the dire consequence of drug abuse. Parents must be careful of their treatment to children.
Feelings of security under loving parents may hinder children from being victims of drugs. Religious and social values must be taught from early childhood. When each and every person is sincere to drive this.curse of drug addiction from the society, human beings can get rid of it.
অর্থঃ মাদকাসক্তি এখন একটি বৈশ্বিক সমস্যা। এই সামাজিক ক্যান্সার সারা বিশ্বে তার বিষাক্ত নখর ছড়িয়ে দিয়েছে। হতাশা এই আসক্তির কারণ। বেকার সমস্যা, রাজনৈতিক বিপর্যয়, পারিবারিক বন্ধনের অভাব, ভালোবাসার অভাব ইত্যাদি হতাশার জন্ম দেয়।
আবার এই আসক্তি সামাজিক অপরাধের জন্ম দেয়। মাদকাসক্ত ব্যক্তিরা যখন মাদক কেনার সামর্থ্য রাখে না, তখন তারা ছিনতাই, লুটপাট, লুণ্ঠন হত্যা, ছিনতাই ইত্যাদি নানা ধরনের সামাজিক অপরাধ করে থাকে। মাদক মানবদেহে ভয়াবহ প্রভাব ফেলে। তারা তাদের ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে হত্যা করে। মাদকাসক্ত ব্যক্তির শরীরে যে পরিবর্তন হয় তা কোনো চিকিৎসকই থামাতে পারবেন না।
মাদকাসক্ত লোকেরা তন্দ্রা অনুভব করে, ক্ষুধা হারায় এবং ঘুমায়। তাদের শরীরের চামড়া তার রং বদলাতে শুরু করে। ওষুধ মস্তিষ্ক এবং শরীরের সমস্ত অভ্যন্তরীণ ক্রিয়াকলাপকেও ক্ষতি করে। যাইহোক, এই অভিশাপ অচেক করা যেতে দেওয়া উচিত নয়. যে কোনো মূল্যে মানবদেহ ও সমাজে এর বিপজ্জনক প্রভাব তুলে ধরে আমাদের এই সামাজিক ক্যান্সার থেকে মুক্তি পেতে হবে।
মাদকাসক্তির প্রতিকার খুব সহজ নয়। মাদক ব্যবসায়ীদের লোভ আঁকড়ে ধরেছে সারা বিশ্ব। বাংলাদেশে মাদক ব্যবসা দণ্ডনীয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ আইন অবিলম্বে কার্যকর করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে মাদক সেবনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হতে হবে। পিতামাতাদের অবশ্যই শিশুদের প্রতি তাদের আচরণের বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রেমময় পিতামাতার অধীনে নিরাপত্তার অনুভূতি শিশুদের মাদকের শিকার হতে বাধা দিতে পারে। ছোটবেলা থেকেই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। সমাজ থেকে মাদকাসক্তির অভিশাপকে তাড়াতে প্রতিটি মানুষ আন্তরিক হলেই মানুষ এর থেকে মুক্তি পেতে পারে।
Drug Addiction Paragraph
Drug addiction means strong attraction for taking harmful drugs such as yaba, heroin, cocaine, marijuana etc. It is a curse of modern civilization. There are many causes of drug addiction. Frustration is the main cause of it. Unemployment problem, political unrest, family feud, lack of love and affection lead a man to frustration. The youngsters of our country are becoming addicted to drugs. When they find no hope, they become addicted to drugs. Some of them taste drugs as a fashion or an experiment. Ultimately, they fall a victim to them. Drug addiction destroys us morally, physically and financially. The addicts want to coliect drugs at any cost. But drugs are very expensive. So the addicts often commit crimes like snatching, hijacking, robbery, looting and plundering. Besides, the addicts feel drowsy and lose appetite. Drugs also destroy the nervous system of the human body. For this reason, a drug addict cannot lead a normal life. Drugs often cause cancer, heart disease and other respiratory diseases. In a word, drugs lead a man to death. So, we must take concerted efforts to check drug addiction. The young generation should be given the knowledge of the effects of drug addiction. Then they will be aware of drugs. Mass media can play a vital role in this regard. The highest punishment of dealing in or smuggling drugs is death in Bangladesh. The law must be enforced strictly. Above all, moral education can play the most important role to get rid of this menace.
অর্থঃ মাদকাসক্তি মানে ইয়াবা, হেরোইন, কোকেন, মারিজুয়ানা ইত্যাদি ক্ষতিকারক মাদক সেবনের প্রতি প্রবল আকর্ষণ। এটা আধুনিক সভ্যতার অভিশাপ। মাদকাসক্তির অনেক কারণ রয়েছে। হতাশাই এর প্রধান কারণ। বেকার সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, পারিবারিক কলহ, প্রেম-ভালোবাসার অভাব একজন মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। আমাদের দেশের তরুণ-তরুণীরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। কোনো আশা না পেয়ে তারা মাদকে আসক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ফ্যাশন বা এক্সপেরিমেন্ট হিসেবে ওষুধের স্বাদ গ্রহণ করে। শেষ পর্যন্ত, তারা তাদের শিকার হয়। মাদকাসক্তি আমাদের নৈতিক, শারীরিক ও আর্থিকভাবে ধ্বংস করে। মাদকাসক্তরা যেকোনো মূল্যে মাদক সংগ্রহ করতে চায়। কিন্তু ওষুধের দাম অনেক। তাই মাদকাসক্তরা প্রায়ই ছিনতাই, ছিনতাই, ছিনতাই, লুটপাটের মতো অপরাধ করে থাকে। এছাড়াও, আসক্তরা তন্দ্রা অনুভব করে এবং ক্ষুধা হারায়। মাদক মানবদেহের স্নায়ুতন্ত্রকেও ধ্বংস করে। এ কারণে একজন মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। ওষুধ প্রায়ই ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়। এক কথায় মাদক মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই মাদকাসক্তি রোধে আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মকে মাদকাসক্তির কুফল সম্পর্কে জ্ঞান দিতে হবে। তাহলে তারা মাদক সম্পর্কে সচেতন হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশে মাদকের ব্যবসা বা চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সর্বোপরি, এই বিপদ থেকে পরিত্রাণ পেতে নৈতিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Drug Addiction Paragraph
Drug addiction referstto irresistible attraction for taking harmful drugs. Normally it is formed as a bad habit of using non-prescribed medicine. Opium, Heroin, Morphine. Yaba, Phensidyl, etc. are the main drugs taken in our country. Drug addiction is a serious problem. People become addicted to drugs for many reasons. Frustration is one of them. Some young people take drugs to forget their failures in life. Sometimes, evil company and. liking for evil things lead one to drug addiction. Furthermore. some very rich people are reckless in life and take drugs as a means of enjoyment. Some young people take drugs as a fashion. Taking drugs is a kind of luxury to them. Drug addiction severely affects our health. It causes cancer, heart disease and other respiratory diseases. It destrnvs the nerve system of human body. Thus it leads an addict to death. Drug addiction has a bad effect on the society. It causes social and family terrorism like snatching, hijacking, robbery etc. Thus a drug addict is a burden to a family and society. Drug addiction is now spreading all over the world like an infectious disease. it has become a curse for human civilization. We must be aware of its negative impact. Parents and other concerned should also come forward to stop it. It must be stopped. Otherwise, our whole civilization will collapse soon.
অনুবাদঃ মাদকাসক্তি বলতে ক্ষতিকারক মাদক গ্রহণের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ বোঝায়। সাধারণত এটি অ-নির্ধারিত ওষুধ ব্যবহার করার একটি খারাপ অভ্যাস হিসাবে গঠিত হয়। আফিম, হেরোইন, মরফিন। ইয়াবা, ফেনসিডিল ইত্যাদি আমাদের দেশে নেওয়া প্রধান মাদক। মাদকাসক্তি একটি গুরুতর সমস্যা। মানুষ নানা কারণে মাদকে আসক্ত হয়ে পড়ে। হতাশা তার মধ্যে একটি। কিছু তরুণ-তরুণী তাদের জীবনের ব্যর্থতা ভুলতে মাদক সেবন করে। কখনও কখনও, মন্দ কোম্পানি এবং. খারাপ জিনিসের প্রতি ভালো লাগা একজনকে মাদকাসক্তির দিকে নিয়ে যায়। উপরন্তু. কিছু অতি ধনী ব্যক্তি জীবনে বেপরোয়া এবং ভোগের মাধ্যম হিসেবে মাদক গ্রহণ করে। কিছু তরুণ-তরুণী মাদককে ফ্যাশন হিসেবে গ্রহণ করে। মাদক গ্রহণ তাদের কাছে এক ধরনের বিলাসিতা। মাদকাসক্তি আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এটি ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করে। এটি মানবদেহের স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে। এভাবে একজন আসক্তকে মৃত্যুর দিকে নিয়ে যায়। মাদকাসক্তি সমাজে খারাপ প্রভাব ফেলে। এটি ছিনতাই, ছিনতাই, ছিনতাই ইত্যাদির মতো সামাজিক ও পারিবারিক সন্ত্রাস সৃষ্টি করে। এভাবে একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। মাদকাসক্তি এখন সারা বিশ্বে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। এটি মানব সভ্যতার জন্য একটি অভিশাপ হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এটা বন্ধে অভিভাবকসহ সংশ্লিষ্টদেরও এগিয়ে আসতে হবে। এটা বন্ধ করতে হবে। তা না হলে আমাদের সমগ্র সভ্যতা অচিরেই ভেঙে পড়বে।
আর্টিকেলের শেষকথাঃ drug addiction paragraph for hsc 300 words
আমরা এতক্ষন জেনে নিলাম drug addiction paragraph for hsc students টি। যদি তোমাদের আজকের এই causes and effects of drug addiction paragraph টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। causes and effects of drug addiction paragraph, drug addiction paragraph with bangla meaning, drug addiction paragraph for hsc students, drug addiction paragraph for class 12, drug addiction paragraph hsc, drug addiction paragraph for hsc 300 words, drug addiction paragraph for ssc, drug addiction paragraph pdf, drug addiction paragraph for class 9, drug addiction paragraph for class 6, the causes and effects of drug addiction paragraph, drug addiction paragraph 200 words, drug addiction paragraph for class 10, drug addiction paragraph 150 words, drug addiction paragraph essay, drug addiction paragraph class 9, drug addiction paragraph class 10, drug addiction paragraph for jsc, drug addiction paragraph for class 8, drug addiction paragraph easy word, drug addiction paragraph 300 words, drug addiction paragraph easy, drug addiction paragraph ssc, showing the causes and effects of drug addiction paragraph, cause and effect of drug addiction paragraph