Who will bell the cat completing story class 6, 7, 8, 9, 10
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো Who will bell the cat completing story জেনে নিবো। তোমরা যদি Who will bell the cat completing story টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের Who will bell the cat completing story টি।
Who will bell the cat completing story |
Complete the following story following the cue.
Once the house of a rich man was infested with rats. The house became like the town Hamelin. There were rats everywhere.......
Who will bell the cat completing story
Once the house of a rich man was infested with rats. The house became like the town Hamelin. There were rats everywhere. They were having a good time. But the members could not enjoy sound sleep. Even the little babies were not free from the attack and biting of the rats.
The rats would take away foods, cut cloths and tear holes here and there. All the members were in great trouble. At last the owner of the house hit upon a plan. He knew that rats would run away at the sight of cats. So, he bought a cat. The mice were very afraid of the cat.
They fell in a great difficulty because they could not move freely as before. So, a few days later, all the mice held a meeting to discuss the matter and find a way to be free from this danger. Several proposals were made but none of the proposal was good enough to accept.
At one point, it seemed to them that they had to finish the meeting without finding any fruitful measure. Right at that moment, a young mouse rose to speak and said, “I have a good plan for your consideration. Let us tie a bell round the cat's neck.
Then we will hear him coming and be able to hide ourselves in time." All the mice appreciated the young mouse for his good plan and thanked him. At last, an old mouse stood up and said, “No doubt the idea of the young mouse! is good, But who will tie the bell?" Hearing this, all the mice remained silent and felt disappointed.
They understood it very well that it's really very dangerous to tie the bell round a cat's neck and he who will go to implement this task must die. At last the meeting ended without finding any way out and they had nothing to do but to migrate eventually.
অর্থঃ একবার এক ধনী ব্যক্তির বাড়িতে ইঁদুর উপদ্রুত ছিল। বাড়িটা শহরের হ্যামেলিনের মতো হয়ে গেল। সর্বত্র ইঁদুর ছিল। তারা একটি ভাল সময় কাটাচ্ছিল. কিন্তু সদস্যরা নিদ্রা উপভোগ করতে পারেননি। ছোট বাচ্চারাও ইঁদুরের আক্রমণ ও কামড় থেকে রেহাই পায়নি।
ইঁদুররা খাবার কেড়ে নিত, কাপড় কেটে ফেলত এবং এখানে-সেখানে গর্ত ছিঁড়ে ফেলত। সকল সদস্যরা মহা সমস্যায় পড়েন। অবশেষে বাড়ির মালিক একটি পরিকল্পনায় আঘাত করলেন। তিনি জানতেন বিড়াল দেখলে ইঁদুর পালিয়ে যাবে। তাই তিনি একটি বিড়াল কিনেছেন। ইঁদুররা বিড়ালকে খুব ভয় পেত।
আগের মত নির্বিঘ্নে চলাফেরা করতে না পারায় অনেক কষ্টে পড়েন তারা। তাই কয়েকদিন পর সব ইঁদুর মিলে মিটিং করে বিষয়টি নিয়ে আলোচনা করে এই বিপদ থেকে মুক্ত হওয়ার উপায় বের করে। বেশ কিছু প্রস্তাব দেওয়া হলেও কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হয়নি।
এক পর্যায়ে, তাদের কাছে মনে হয়েছিল যে কোনও ফলপ্রসূ ব্যবস্থা না পেয়েই তাদের বৈঠকটি শেষ করতে হবে। ঠিক সেই মুহুর্তে, একটি অল্প বয়স্ক ইঁদুর কথা বলতে উঠেছিল এবং বলেছিল, "আপনার বিবেচনার জন্য আমার একটি ভাল পরিকল্পনা আছে। বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দেই।
তারপরে আমরা তার আসার কথা শুনব এবং সময়মতো নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হব।" সমস্ত ইঁদুর যুবক ইঁদুরটিকে তার ভাল পরিকল্পনার জন্য প্রশংসা করল এবং তাকে ধন্যবাদ জানাল। অবশেষে, একটি বৃদ্ধ ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল, "নিঃসন্দেহে যুবকের ধারণা ইঁদুর ভালো, কিন্তু ঘণ্টা বাঁধবে কে?" একথা শুনে সকল ইঁদুর চুপ করে রইল এবং হতাশ হয়ে পড়ল।
তারা এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা সত্যিই খুব বিপজ্জনক এবং যে এই কাজটি বাস্তবায়ন করতে যাবে তাকে অবশ্যই মরতে হবে। শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে বৈঠক শেষ হয় এবং শেষ পর্যন্ত দেশান্তর করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না।
Who will bell the cat completing story
Once, the house of a rich man was infested with rats. The house became like the houses of Hamelin. There were rats everywhere. They made hole here and there.
They tore papers, clothes, etc. They always made noise and the house could not sleep for that. So, one day, the house master brought a cat to kill the rats. began to kill the rats every day. The rats became very afraid and helpless.
They could not move freely. So they held a meeting. They talked about the problem but could not find out any solution. They became disappointed. At last, a little rat stood up and said, “If we tie a bell at the neck of the cat, we can know its presence and save ourselves by running away.”
All the rats became very happy. They began to dance in pleasure. Suddenly an old rat said, “The idea is very good. But who will bell the cat?” Hearing it, all the rats became silent again.
অর্থঃ একবার এক ধনী ব্যক্তির বাড়িতে ইঁদুর উপদ্রুত ছিল। বাড়িটা হয়ে গেল হ্যামেলিনের ঘরের মতো। সর্বত্র ইঁদুর ছিল। তারা এখানে এবং সেখানে গর্ত করেছে। তারা কাগজপত্র, জামাকাপড় ইত্যাদি ছিঁড়ে ফেলল।
তারা সবসময় শব্দ করত এবং এর জন্য ঘরে ঘুমাতে পারত না। তাই, একদিন বাড়ির কর্তা ইঁদুর মারার জন্য একটি বিড়াল নিয়ে আসেন। প্রতিদিন ইঁদুর মারতে লাগলো। ইঁদুরগুলো খুব ভয় পেয়ে অসহায় হয়ে গেল। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না।
তাই তারা বৈঠক করেছেন। তারা সমস্যার কথা বললেও কোনো সমাধান বের করতে পারেনি। তারা হতাশ হয়ে পড়েন। অবশেষে, একটি ছোট্ট ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল, "আমরা যদি বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে থাকি তবে আমরা তার উপস্থিতি জানতে পারি এবং পালিয়ে গিয়ে নিজেদের বাঁচাতে পারি।"
সব ইঁদুর খুব খুশি হয়ে গেল। তারা আনন্দে নাচতে লাগল। হঠাৎ একটা বুড়ো ইঁদুর বলল, “আইডিয়াটা খুব ভালো। কিন্তু বিড়ালকে ঘণ্টা দেবে কে?" শুনে সব ইঁদুর আবার চুপ হয়ে গেল।
আর্টিকেলের শেষকথাঃ Who will bell the cat completing story
আমরা এতক্ষন জেনে নিলাম Who will bell the cat completing story টি। যদি তোমাদের আজকের এই Who will bell the cat completing story টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। completing story who will bell the cat, who will bell the cat completing story class 9, who will bell the cat completing story for class 7, who will bell the cat story writing, who will bell the cat story easy, story writing who will bell the cat, who will bell the cat completing story for class 9, who will bell the cat story pdf, who will bell the cat story bangla, who will bell the cat story for class 10, who will bell the cat story for ssc, who will bell the cat story moral, moral of the story who will bell the cat, who will bell the cat story for class 6, who will bell the cat story writing moral, who will bell the cat story for class 7, who will bell the cat story with moral, story of who will bell the cat, who will bell the cat story for hsc, who will bell the cat completing story for ssc, who will bell the cat completing story for class 10, who will bell the cat story writing class 10, short story who will bell the catwho will bell the cat completing story for class 6, who will bell the cat story for class 9, who will bell the cat short story, who will bell the cat meaning in bengali