আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম | আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম
আপনি কি আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম জানতে চান? যদি আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম জানতে চাইলে আমাদের আজকের আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম লেখাটি পুরোটা পড়তে হবে। তো চল বন্ধুরা আমারা জেনে নিই।
আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম |
প্রশ্ন- উদাহরণসহ পাঁচটি আদ্য অ-ধ্বনির ও-বৎ উচ্চারণ লেখ।
- আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম
- আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম
আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম | আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম
উত্তরঃ উদাহরণসহ পাঁচটি আদ্য অ-ধ্বনির ও-বৎ উচ্চারণ লেখা হলাে :
ক. উপসর্গহীন মৌলিক শব্দের আদ্য অ-ধ্বনির পর ই/উ/ঋ ধ্বনি থাকলে ঐ অ-এর উচ্চারণ ও-বৎ হয়। যেমন— অত কিন্তু অতি (ওতি), সৎ কিন্তু সতী (সােতি)।
খ. সাধারণত দুই বা ততােধিক সিলেবলযুক্ত শব্দের দ্বিতীয় সিলেবলে অ-ধ্বনি বা : নিহিত অ-ধ্বনি থাকলে তা ও-বৎ উচ্চারিত হয়। যেমন- আদর (আদোর), পাথর (পাথাের) ইত্যাদি।
গ. শব্দের গােড়ার র-ফলা বা ল-ফলা যুক্ত ব্যঞ্জনে নিহিত অ-ধ্বনি থাকলে তার উচ্চারণ ও-বৎ হয়। যেমন— ক্রম (ক্রোম্), গ্রহণ (গ্রোহােন্) ইত্যাদি।
ঘ. শব্দের দ্বিতীয় সিলেবলে য-ফলা থাকলে প্রথম সিলেবলের আদ্য অ বা নিহিত অ ধ্বনির উচ্চারণ ও-বৎ হয়। যেমন- অদ্য (ওদ্দো); গদ্য (গােদো ) ইত্যাদি।
ঙ. শব্দের দ্বিতীয় সিলেবলে ক্ষ থাকলে প্রথম সিলেবলে আদ্য অ বা নিহিত অ-ধ্বনির উচ্চারণ কিছুটা ও-বৎ হয়। যেমন- অক্ষর (ওখাে), কক্ষ (কোখাে); বক্ষ (বােখখা) ইত্যাদি।
আরটিকেলের শেষকথাঃ আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম
হ্যালো বন্ধুরা আমরা এতক্ষন জানলাম আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখ | আদ্য অ ধ্বনি উচ্চারণের নিয়ম। আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।