জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি
আপনি কি জীবন নিয়ে উক্তি / Jibon Niye Ukti Bangla খুজতেছেন? জীবন নিয়ে উক্তি ছবি খুজে থাকলে আপনাকে অগ্রিম স্বাগতম জানায়। কারন আমরা আজকে জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ বা জীবন নিয়ে উক্তি হুমায়ুন ফরিদী বা জীবন নিয়ে উক্তি ইসলামিক জানবো।
জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
জীবন এমন একটা জিনিস যার অনেক দিক আছে। প্রতিটি মানুষের সাথে এই দিক গুলোর সম্পর্ক গভীর। তাই আমাদের কারো জীবন হয়তো সুন্দর আবার কারো জীবন রঙ্গিন । তাই আমরা এসব জীবনের দিক গুলোর জীবন নিয়ে উক্তি সম্পর্কে জানবো।
জীবন নিয়ে উক্তি | জীবন নিয়ে উক্তি ছবি | জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ
জীবন এত সহজ নয়। জীবন অনেক কঠিন। জীবনে যেমন সুন্দর উলথান আছে তেমনি অসুন্দর পতন আছে। জীবনে চলার পথকে সুন্দর করতে আমাদের জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ, জীবন নিয়ে উক্তি ছবি জানা প্রয়োজন।
বিশ্বে অনেক গুণী ব্যক্তি আছে যারা মূল্যহীন জীবন নিয়ে উক্তি বা সুন্দর জীবন নিয়ে উক্তি বলে গেছে। তাদের এসব সময় ও জীবন নিয়ে উক্তি যদি আমরা জানি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। বাস্তব জীবন নিয়ে উক্তি অনেক মনীষীগন বলে গেছেন তাই আমাদের উচিত তাদের এসব উক্তিকে ফলো করা তাহলে আমাদের ব্যক্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
মাঝে মাঝে আমাদের জীবনকে বোঝা কঠিন হয়ে যায়। সেই জন্য কষ্টের জীবন নিয়ে উক্তি জানা দরকার। এতে জীবনের মানে জানা যায় এবং নিজের জীবনকে সামনে এগুতে সাহায্য করে।
আমরা এখন জীবন নিয়ে উক্তি ছবি বা জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ পোস্টে জীবন কি সেই সম্পর্কে জানবো।
জীবন কি - What is Life? | জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ
তুমিও বেঁচে আছ, আমিও বেঁচে আছি। আমি যে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাচ্ছি, আমার জানালার বাইরের গাছটাও বেঁচে আছে। তবে মেঘ থেকে তুষার পড়া জীবিত নয়। এই প্রবাস জীবন নিয়ে উক্তি, কর্মময় জীবন নিয়ে উক্তি বা শিক্ষা জীবন নিয়ে উক্তি বেকারত্ব পড়ার জন্য আপনি যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেটি জীবিত নয়, এবং একটি চেয়ার বা টেবিলেও জীবন নেই। কাঠের তৈরি চেয়ারের অংশগুলো একসময় জীবিত ছিল, কিন্তু এখন আর নেই। আগুনে কাঠ পোড়ালে আগুনও বাঁচবে না।
এটা কি জীবন সংজ্ঞায়িত করে? আমরা কিভাবে বলতে পারি যে একটি জিনিস জীবিত এবং অন্যটি জীবিত নয়? যাইহোক, জীবনের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দিয়ে আসা আশ্চর্য জনক ভাবে কঠিন। এই কারণে, জীবনের অনেক সংজ্ঞা কার্যকরী সংজ্ঞা - তারা আমাদের জীবিত জিনিসগুলিকে অজীব থেকে আলাদা করার অনুমতি দেয়, কিন্তু তারা আসলে জীবন কী তা নির্ধারণ করে না।
সুচিপত্রঃ জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি | Jibon Niye Ukti Bangla
জীবন নিয়ে উক্তি | জীবন নিয়ে উক্তি ছবি | Jibon Niye Ukti Bangla
আপনি নিশ্চয় জীবন নিয়ে উক্তি পড়ার জন্য আমাদের আর কে রায়হান ওয়েবসাইটের এই পোস্টে ঢুকেছেন। তাই শুরুতেই আপনাকে স্বাগতম জানাই। গুগল সার্চ করে আমিও দেখলাম ভালো কোনো জীবন নিয়ে উক্তি কোনো সাইটে নাই তাই আমি ভাবলাম আর কে রায়হান ওয়েবসাইটে জীবন নিয়ে উক্তি দিলে কেমন হয়। তাই আপনাদের জন্য সব থেকে ভালো ভালো জীবন নিয়ে উক্তি দিলাম।
- “তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে।” – প্লুটাস
- “জীবন বিস্ময়কর হতে পারে, যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয়।” – চার্লি চ্যাপলিন
- “যে ভালোভাবে জীবন কাটিয়েছে, সে মৃত্যুকেও ভয় পায় না।” – গৌতম বুদ্ধ
- “আমাদের জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া।” – দলাই লামা
- “জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো।” – মহাত্মা গান্ধী
- “যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।” – আলেকজান্ডার
- “কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ।” – ডেল ক্যার্নেগি
- “মানুষের জীবন-টাই অগণিত ভুলের যোগফল।” – হোমারক্রয়
- “সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।” – হুমায়ূন আজাদ
- “মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে।” – লিও টলষ্টয়“মানুষের জীবন এক চমৎকার উপকথা, যা বিধাতা নিজে নিখেছেন।” – এন্ডারসন
- “জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত।” – স্যামুয়েল জনসন
- “জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।” – হুইটিয়ার
- 14. “জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন।” – কার্লাইল
- “জীবনে যার কাছে থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুড়ে ফেল না।” – স্টিফেন হকিং
- “সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।” – বায়রন
- “কষ্ট ছাড়া জীবনে কখনো উন্নতি সম্ভব নয়।” – সারদা দেবী
- “ভালোবাসাহীন জীবন বোঝা-স্বরুপ। একে নিয়ে যাওয়া দুর্বিষহ।” – জর্জ গ্যাবি
- “জীবনের কোন মূল্য তথনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে।” – ফ্রিডরিখ হেগেল
- “বেশী যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না।” – বুদ্ধদেব গুহ
- “আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দন্ডায়মান।” – লিথা গোরাম
- “জীবন আমাদের ইচ্ছাধীন নয়।” – সমরেশ বসু
- “পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা/অভিনেত্রী। শুধুমাত্র চরিত্র গুলো ভিন্ন।” – উইলিয়াম শেক্সপিয়ার
- “যে জীবন সৎ কাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না।” – প্লেটো
- “কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে।” – মাদার তেরেসা
- “জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া। কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত।” – টমাস উইলম্বন
- “নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম।” – জর্জ বার্নার্ড শ
- “কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাবেন না।” – স্টিভ জবস
- “জীবনের মহৎ পরিনতি অভিজ্ঞতায় নয়, কর্মে।” – টি এইচ হাকসলি
- “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে।” – সংগৃহীত
- “যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না।” – ফিলিপ ম্যাসিঞ্জার
- “জীবনে যদি অগ্রগতি না থাকে সে জীবন অবাঞ্ছিত।” – রোম্য রোলা
- “অর্থ ও যশ মানুষের জীবনে সব নয়।” – স্কট
- “সকল মানসিক দুর্বলতার মধ্যে জীবনের প্রতি ভালোবাসা সবচেয়ে শক্তিশালী।” – মলিয়ের
- “জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।” – জন গার্ডনার
- “শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো।” – টিপু সুলতান
- “নদীতে স্রোত আছে, তাই নদী বেগবান। জীবনে দন্দ্ব আছে তাই জীবন বৈচিত্রময়।” – টমাস মুর
- “জীবন ছোট বলেই মহান।” – ডিজরেইলি
- “ছোট ছোট মধুর কর্মে ভরা একটি প্রেমময় জীবনই আমার অধিক কাম্য।” – সুইনবার্ন
- “নতজানু হয়ে সারাজীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত।” – চে গুয়েভারা
- “আমি সংক্ষিপ্ত অথচ আনন্দ মুখর জীবন চাই।” – আব্রাহাম কাওলে
- “জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।” – এস টি কোলরিজ
- “আমি নিজেকে সবচেয়ে সুখী মনে করি এবং তাতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না।” – থমাস কার্লাইল
- “মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।” – মুনীর চৌধুরী
- “জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।” – এরিস্টটল
- “টাকাই অধিকাংশ মানুষের জীবনে একমাত্র ইন্দ্রিয়।” – হুমায়ূন আজাদ
- “কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়।” – শেখ শাদী
- “মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।” – ভুপেন হাজারিকা
- “মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে।” – হুমায়ূন আজাদ
- “তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে।” – প্লুটাস
- “সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা।” – মার্ক টোয়েন
- “গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই।” – মুহাম্মদ রুমি
- “আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।” – উইলিয়াম শেক্সপিয়ার
- “বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল পরিবার এবং ভালোবাসা।” – জন উডেন
- “সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।” – রবীন্দ্রনাথ ঠাকুর
- “একটি ছেলের জীবন স্বাভাবিকভাবেই হাস্যরসে পরিপূর্ণ।” – রবার্ট ব্যাডেন
- “খারাপ ছেলেরা সবচেয়ে বেশী মজাদার হয়।” – ইয়ান ম্যাকশেন
- “জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে।” – শহীদুল্লাহ্ কায়সার
- “আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারা যাই অতৃপ্তি নিয়ে।” – সাইরাস
- “জীবনটা তখনই সুন্দর হয় যখন একটা সুন্দর মনের মানুষ জীবন সঙ্গী হয়।” – সংগৃহীত
- “কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না।” – কাজী নজরুল ইসলাম
- “ধনী তারা যারা জেতার জন্য খেলে। আর মধ্যবিত্ত তারাই যারা না হারার জন্য খেলে।” – রবার্ট কিওসাকি
- “অবাধ্য যার স্ত্রী, জীবন তার দুর্বিষহ।” – চাণক্য
- “পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালোবাসো সেই তোমার জীবনে দু:খের কারন হবে।” – সমরেশ মজুমদার
- “প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।” – রবীন্দ্রনাথ ঠাকুর
- “জীবনে সুখী থাকতে হলে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় চিন্তা এবং অপ্রয়োজনীয় মানুষ-জনদের কাছ থেকে দূরে থাকুন। দেখবেন জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠেছে।” – সংগৃহীত
- “আমাদের জীবন এরুপভাবে পরিচালিত করবো যেন আমাদের মৃত্যুর পর ভৃত্যটিও অশ্রুবর্ষণ করে।” – মার্ক টোয়েন
- “নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন।” – স্বামী বিবেকানন্দ
- “মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে নিতেই কেটে যায়। সেটা বাপের বাড়ি হোক অথবা স্বামীর বাড়ি।” – সংগৃহীত
- “অর্থহীন জীবন যাপনের চেয়ে অর্থপূর্ণ মৃত্যু আমার কাছে অনেক ভালো।” – কোরাজন অ্যাকুইনো
- “সুখ হচ্ছে বেদনা থেকে অর্জিত ফসল।” – জর্জ ওয়াশিংটন
- “মানুষের জীবন কত সংক্ষিপ্ত কত ক্ষণভঙ্গুর।” – জন রে
- “চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে।” – গৌতম বুদ্ধ
- “সুখ ভবিষ্যতের জন্য রেখে দেয়ার বিষয় নয়। বরং এটি বর্তমানের জন্য।” – জিম রন
- “সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার।” – সংগৃহীত
- “জীবন ও মৃত্যু একই ব্যাপারেরই বিভিন্ন নাম মাত্র। একই টাকার এপিঠ-ওপিঠ। উভয়েই মায়া। এ অবস্থাটাকে পরিস্কার করে বোঝবার জো নেই। একসময় বাঁচাবার চেষ্টা হচ্ছে আবার পর মুহর্তেই বিনাশা বা মৃত্যু চেষ্টা।” – স্বামী বিবেকানন্দ
- “মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে। অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।” – সমরেশ মজুমদার
- “মধ্যবিত্ত পরিবার মানে সাধ আছে কিন্তু সাধ্য নাই।” – সংগৃহীত
- “আমি মধ্যবিত্তের জন্য একজন যোদ্ধা।” – বারাক ওবামা
- “জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্য গুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষন অবধি সেইসবের কোনো মূল্যই নেই।” – গৌতম বুদ্ধ
- “সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব– আঁধারে মিশে গেছে আর সব।” – রবীন্দ্রনাথ ঠাকুর
- “জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।” – সুভাষচন্দ্র বসু
- “আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না। আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।” – জীবনানন্দ দাশ
- “সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।” – হুমায়ূন আহমেদ
- “সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত হয়না। দোষ-গুণ মিলিয়েই মানুষ।” – সংগৃহীত
- “লাজুক ধরনের মানুষ বেশীর ভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী।” – হুমায়ূন আহমেদ
- “তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে।” – উইলিয়াম শেক্সপিয়ার
- “জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি।” – চার্লি চ্যাপলিন
- “জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন।” – অস্কার ওয়াইল্ড
- “জীবন সহজ নয়, জটিলও নয়, জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।” – হুমায়ূন আহমেদ
- “দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না।” – রুদ্র গোস্বামী
- “জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে, এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন – কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান।” – টমাস আলভা এডিসন
- “যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে, নিঃসন্দেহে তারা বিচক্ষণ। এবং এটা সত্য যে, জীবনে তারাই বেশী সুসংবাদ প্রাপ্ত হয়।” – ড্রাইডেন
- “অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।” – গোল্ড স্মিথ
- “জীবন আয়নার মতো। তুমি ভেংচি কাটলে এটাও তোমাকে ভেঙ্গাবে, তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে।” – এডলফ হিটলার
- “জীবনটা কি অদ্ভুত। যাকে জীবনের সব দুঃখ কষ্ট গুলো বলতাম কখনো ভাবিনি সেই আমার জীবনের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।” – সংগৃহীত
- “সূর্যের তাপ আর বাবার রাগ দুটো সহ্য করতে শিখুন। কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার।” – সংগৃহীত
- “মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়।” – হুমায়ূন আহমেদ
- “মধ্যবিত্ত পরিবার গুলি জানে, জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায়।” – জেফ্রি কানাডা
- “ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে।” – উইলিয়াম শেক্সপিয়ার
জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ | জীবন নিয়ে উক্তি ছবি
জীবন নিয়ে উক্তি অনেক মনীষী গন অনেক কথায় বলে গেছেন। কিন্তু সেসব মনীষী গনের মধ্যে জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ অনেক ভালো কিছু আমাদের উপহার দিয়েছেন। জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ এর অনেক গুলো আছে তার মধ্যে বাছাই করা কিছু জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ নিয়ে আসলাম আমরা। তো নিচে থেকে জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ পড়া শুরু করে দিন।
- অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দুর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষই একই। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভাল মানুষ। হুমায়ূন আহমেদ
- পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে। কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। হুমায়ূন আহমেদ
- “যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।” হুমায়ূন আহমেদ
- পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। হুমায়ূন আহমেদ
- কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। হুমায়ূন আহমেদ
- সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে ! হুমায়ূন আহমেদ
- বয়সকালেই মানুষ ছোট খাট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল ! জোছনা ও জননীর গল্প – হুমায়ূন আহমেদ
- কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার ন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। হুমায়ূন আহমেদ
- কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত। হুমায়ূন আহমেদ
- মানুষ ট্রেইনের মত এক লাইনে চলে। তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। হুমায়ূন আহমেদ
- চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক, একবার চলে গেলে আবার ফিরে আসে। হুমায়ূন আহমেদ
- প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে। বাদশাহ নামদার – হুমায়ূন আহমেদ
- মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না। পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। বাদল দিনের দ্বিতীয় কদম ফুল – হুমায়ূন আহমেদ
- যে একদিন পড়িয়েছে সে শিক্ষক । সারাজীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু আজীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত। হুমায়ূন আহমেদ
- সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। হুমায়ূন আহমেদ
- মায়ের গায়ে কোন দোষ লাগে না। ছেলে-মেয়ে মায়ের ত্রুটি দেখবে না। অন্যেরা হয়ত দেখবে, সন্তান কখনও না। হুমায়ূন আহমেদ
- মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। হুমায়ূন আহমেদ
- একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। হুমায়ূন আহমেদ
- বাবা-মা’র প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বা-মা হাসে। খেলনা যখন কাঁদে বাবা-মা’র মুখ অন্ধকার হয়ে যায়। আমার ছেলেবেলা – হুমায়ূন আহমেদ
- মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মত মনে লেগে থাকে… ব্যথা দেয় না,অস্বস্তি দেয়। হুমায়ূন আহমেদ
- লাজুক ধরনের মানুষ বেশীর ভাগ সময়ই মনের কথা বলতে পারেনা। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী। মেঘবলছে যাব যাব – হুমায়ূন আহমেদ
- যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয়। প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয়। বাদল দিনের দ্বিতীয় কদম ফুল – হুমায়ূন আহমেদ
- মানুষের মন বিচিত্র জিনিস। সমস্ত নক্ষত্র পূঞ্জে যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় মানুষের মন। হুমায়ূন আহমেদ
- “মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ” রোদনভরা এ বসন্ত – হুমায়ূন আহমেদ
- কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়.. তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না.. তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায় .. আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘ শ্বাসে। হুমায়ূন আহমেদ
- মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। হুমায়ূন আহমেদ
- কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে। হুমায়ূন আহমেদ
- তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ। হুমায়ূন আহমেদ
- সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের। হুমায়ূন আহমেদ
- বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায় কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোরকাঁটার মত কিছুতেই তাড়ানো যায় না ! হুমায়ূন আহমেদ
রঙ্গিন জীবন নিয়ে উক্তি | রঙিন জীবন নিয়ে উক্তি | জীবন নিয়ে উক্তি ছবি
আপনি যদি সুখে থাকে বা আনন্দে থাকেন তাহলে অবশ্যই আপনি রঙ্গিন জীবন নিয়ে উক্তি খুঝে থাকবে। কারন তারাই রঙ্গিন জীবন নিয়ে উক্তি খুজে যারা সুখে থাকে। যাইহোক আমরা নিচে থেকে রঙ্গিন জীবন নিয়ে উক্তি গুলো দেখে নিই।
০১। শোন জীবনে যদি এক বছরের জন্য পরিকল্পনা কর
তবে শস্য রোপণ কর।
যদি ১০ বছরের জন্য পরিকল্পনা কর
তবে বৃক্ষরোপণ কর…।
যদি ১০০ বছরের জন্য পরিকল্পনা কর
তবে তোমার সন্তানদের সুশিক্ষিত কর।
০২। পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে,
জীবনে কাউকে কষ্ট দিয়ো না।
আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা
জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।
০৩। পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে
যাওয়ার ভয় করে না।
কারণ তার বিশ্বাস ডালের উপর নয়,
ডানার উপরে তাই জীবনে চলার পথে
নিজের উপর বিশ্বাস রাখ
অন্য কারো উপরে নয়।
০৪। কারো ক্ষতি করে প্রতিশোধ
নেওয়াতে বিশ্বাসী নই…
সবথেকে বড় প্রতিশোধ হলো
নিজেকে এমন ভাবে
গড়ে তুলতে হবে…
যারা তোমার খারাপ করেছে
তারা তোমার সাফল্য দেখে
যেন নিজেদের কাছে ছোট হয়ে যায়।
০৫। “সূর্যাস্ত”
সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত
অনেক বেশী সুন্দর।
কারণ,
এটা বলা যায় যে, সে আগামীকাল
আসবে আরো সুন্দর ও
উজ্জ্বলতম তোমার দিন নিয়ে।
০৬। একজন মানুষ নিচে নামলে
তাকে কেউ উপরে উঠাতে চায় না।
কিন্তু কেউ উপরে উঠলে
তাকে টেনে নিচে নামাবার লোকের
অভাব হয় না।
০৭। লেবু বেশি চিপলে যেমন তিতো হয়…
ঠিক তেমন কাউকে অতিরিক্ত
ভালবাসলে তার অহংকার বেড়ে যায়..
তাই কাউকে তার চাহিদার চেয়ে
অতিরিক্ত ভালোবাসা
দেওয়া উচিত নয়।
০৮। সময়, বন্ধু আর সম্পর্ক
এই তিনটে জিনিস আমরা
বিনামূল্যে পাই…
কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায়
তারা জীবন থেকে হারিয়ে গেলে।
০৯। তুমি কতটা সুন্দর
সেটা তোমার রুপ দেখে নয়,
তোমার মন দেখে বোঝা যায়..
তুমি কতটা শিক্ষিত
সেটা তোমার ডিগ্রী দেখে নয়,
তোমার ব্যবহার দেখে বোঝা যায়…
১০। তুমি কতোটা সুখী
সেটা তোমার হাসি দেখে নয়,
তোমার নিরবতা দেখে বোঝা যায়…
তুমি কতটা ভালোবাসো
সেটা উপহার দেখে নয়,
তোমার তার প্রতি আচরণ
দেখে বোঝা যায়।
১১। ভালো আচরণ করুন
কারণ আমাদের আচরণ
একসময় অভ্যাসে পরিণত হয়।
১২। ভাল অভ্যাস করুন
কারণ আমাদের অভ্যাস
একসময় মর্যাদায় পরিণত হয়।
১৩। মর্যাদা ধরে রাখুন
কারণ এই মর্যাদা
এক সময় আমাদের
লক্ষ্যে পৌঁছে দেয়।
১৪। তুমি যদি নয় দিন কারো উপকার কর
কিন্তু একদিন উপকার করতে না পার
তাহলে দেখবে সে তোমার নয় দিনের
উপকারের কথা নয়
একদিন উপকার করতে না পারাটাই মনে রাখবে।
১৫। যদি ভুলেও কখনো গর্ব হয়… এই ভেবে যে..
আমি ছাড়া দুনিয়া অচল।
দেয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও।
১৬। তিনটা জিনিস ফিরে আসে না
সময়, কথা, সুযোগ
১৭। তিনটা জিনিস হারানো ঠিক না
শান্তি, আশা, সততা
১৮। তিনটা জিনিস পতন হয়
অহংকার, মৃত্যু, হিংসা
১৯। তিনটা জিনিস খুব দামি
ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব।
২০। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস
হচ্ছে মানুষের মন…
এটাকে ভাঙ্গতে কোন পাথর বা
হাতুড়ির প্রয়োজন হয় না… শুধুমাত্র
মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট!
২১। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি
নকল ভালোবাসার সুবাস বেশি
সত্য প্রেমে রাগারাগি
নকল প্রেমের হাসাহাসি
বুঝবে যেদিন খুঁজবে তাকে
অবহেলায় হারালে যাকে।
২২। নিজেকে ভালো রাখার দায়িত্বটা,
নিজেকেই নিতে হবে।
কারণ খারাপ সময় গুলোতে,
কেউ পাশে থাকবে না।
২৩। জীবনে খারাপ সময়
আসা খুবই দরকার!
নইলে মুখোশ পরা
বেইমান মানুষ গুলোকে
চেনা যায় না…!!
২৪। অতি সং হইও না
মনে রেখো জঙ্গলের সবথেকে
সোজা গাছটিকেই সবার
প্রথমে কাটা হয়।
ঠিক তেমনই অতি সং
ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে।
২৫। ভালো সময়
একটা ভালো স্মৃতি রেখে যায়,
আর খারাপ সময়
একটা ভালো শিক্ষা দিয়ে যায়।
দাম্পত্য জীবন নিয়ে উক্তি | সংসার জীবন নিয়ে উক্তি | বিবাহিত জীবন নিয়ে উক্তি
আপনি কি বিবাহিত? যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে দাম্পত্য জীবন নিয়ে উক্তি ও সংসার জীবন নিয়ে উক্তি বা বিবাহিত জীবন নিয়ে উক্তি গুলো খুজে থাকবে। বিবাহিত জীবন অনেক প্যারা। কারন বিবাহিত জীবনে অনেক চাপে থাকা লাগে। আপনি যখন বিয়ে করবেন তখন এক বউয়ের চিন্তা, সংসারের চিন্তা। তো চলুন আপনি বিয়ে করে থাকলে দাম্পত্য জীবন নিয়ে উক্তি ও সংসার জীবন নিয়ে উক্তি বা বিবাহিত জীবন নিয়ে উক্তি গুলো জেনে নেওয়ে যাক।
১। যখন কোনও পুরুষ তার স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলেন, তা হয় নতুন গাড়ি বা নতুন স্ত্রী।” - প্রিন্স ফিলিপ
২। আমার সবচেয়ে উজ্জ্বল কীর্তি আমার স্ত্রীকে আমাকে বিয়ে করতে প্ররোচিত করতে সক্ষম হবার যোগ্যতা ছিল।” - উইনস্টন চার্চিল
৩। আমি যদি বিয়ে করি তবে আমি খুব বিবাহিত হতে চাই” - অড্রে হেপবার্ন
৪। সব মিলিয়ে বিয়ে; আপনি যদি একটি ভাল স্ত্রী পান তবে আপনি খুশি হবেন; যদি আপনি খারাপ হন তবে আপনি দার্শনিক হয়ে উঠবেন। - সক্রেটিস
৫। বিবাহ আপনাকে সারাজীবন একজন বিশেষ ব্যক্তিকে বিরক্ত করতে দেয়।” - অজানা
৬। বিবাহ কেবল আধ্যাত্মিক যোগসূত্র নয়, আবর্জনা ছড়িয়ে দেওয়াও মনে আছে” - জয়েস ব্রাদার্স
৭। দুর্দান্ত বিবাহ হ’ল অংশীদারিত্ব। অংশীদারি না হয়ে এটি দুর্দান্ত বিবাহ হতে পারে না। ” - হেলেন মিরেন
৮। আমার বিবাহের দিক থেকে আপনি জানেন যে, আমার স্বামীর প্রেমে পড়া আমার কাছে এ সময়ের সবচেয়ে ভাল ঘটনা ছিল।” - ক্যারোলিন কেনেডি
৯। আমার স্বামী আমাকে হাসিয়েছে। আমার চোখের জল মুছল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমাকে সফল দেখেছি। আমাকে ব্যর্থ দেখেছি আমাকে শক্তিশালী রেখেছি। আমার স্বামী একটি প্রতিশ্রুতি যে আমি চিরকাল একটি বন্ধু থাকব। - অজানা
১০। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক টম এবং জেরির সম্পর্কের মতো। যদিও তারা জ্বালাতন করছে এবং লড়াই করছে, কিন্তু একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। - অজানা
১১। আমার স্বামী আমার সেরা বন্ধু, আমার সবচেয়ে বড় সমর্থন, আমার সবচেয়ে বড় সান্ত্বনা, আমার প্রবল প্রেরণা, আমার সত্যিকারের হাসি, আমার গভীর ভালবাসা, আমার প্রিয়, আমার চিরকাল। তিনি আমাকে আছে। পুরোপুরি। ” - অজানা
১২। একটি স্বামী এবং স্ত্রী অনেক বিষয়ে একমত হতে পারে তবে তাদের অবশ্যই এ বিষয়ে একমত হতে হবে: কখনই, কখনও হাল ছাড়বেন না।” - অজানা
.১৩। পুরুষ ও স্ত্রীর মতো আরামদায়ক সমন্বয় আর নেই । - মেনানডার
১৪। একটি সফল বিবাহের জন্য সবসময় একই ব্যক্তির সাথে প্রেমে পড়া প্রয়োজন।” - ম্যাগনন ম্যাকলফলিন
১৫। নিখুঁত দম্পতি” যখন একসাথে আসে তখন দুর্দান্ত বিয়ে হয় না। সেই সময়ই একজন অসম্পূর্ণ দম্পতি তাদের পার্থক্য উপভোগ করতে শেখে। ” - ডেভ ম্যুরার
১৬। আপনি যার সাথে বেঁচে থাকতে পারেন তাকে কখনই বিয়ে করবেন না, যাকে ছাড়া বাঁচতে পারবেন না তাকে বিয়ে করুন।” - অজানা
১৭। একটি ভাল বিবাহ হ’ল যা ব্যক্তি এবং যেভাবে তারা তাদের ভালবাসা প্রকাশের পরিবর্তন ও বিকাশের অনুমতি দেয়।” - পার্ল এস বাক
১৮। বিবাহ বয়স সম্পর্কে নয়; এটি সঠিক ব্যক্তির সন্ধানের বিষয়ে। - সোফিয়া বুশ
১৯। রোম্যান্সের বিশেষজ্ঞরা বলেছিলেন সুখী বিবাহের জন্য অনুরাগী প্রেমের চেয়ে বেশি কিছু থাকতে হবে। স্থায়ী ইউনিয়নের জন্য তারা জোর দিয়ে বলেন, একে অপরের জন্য খাঁটি পছন্দ থাকতে হবে। যা আমার বইয়ে বন্ধুত্বের জন্য একটি ভাল সংজ্ঞা ” - মেরিলিন মনরো
২০। স্বামী হিসাবে আমার এক সেরা বন্ধু এবং তিনি আমার প্রথম সমর্থক। তিনি একটি পারিবারিক মানুষ এবং তিনি সর্বদা ফিরিয়ে দিচ্ছেন। এটাই তাকে সুন্দর মানুষ করে তোলে। আমরা কোনও উপায়ে নিখুঁত নই, তবে এটি আমাদের সুন্দর করে তোলে। আমরা নিখুঁত নই বলে আমরা ভয় পাই না। আমাদের মতভেদ রয়েছে, তবে তা বিবাহের সাথেই আসে ” - তমেরা গবাদি
২১। সুতরাং এটি সহজ হবে না। এটি সত্যিই কঠিন হতে চলেছে; আমাদের এই প্রতিদিন কাজ করতে হবে, তবে আমি আপনাকে চাই কারণ আমি এটি করতে চাই। আমি চিরকালের জন্য, আপনার প্রতিদিনের চাই আপনি এবং আমি … প্রতিদিন। ” - নিকোলাস স্পার্ক
“২২। সত্যিকারের ভালবাসা ভাল দিনগুলিতে একে অপরের পাশে থাকে এবং খারাপ দিনগুলিতে আরও কাছে যায়।” - অজানা
২৩। প্রেম দুর্বলতা নয়। এটা শক্তিশালী। এটি কেবল বিবাহের সংস্কৃতিতে থাকতে পারে। ” - বরিস পাস্টারনাক
২৪। সুখী বিবাহের গোপন বিষয় হ’ল যদি আপনি চার দেয়ালের মধ্যে কারও সাথে শান্তিতে থাকতে পারেন, আপনি সন্তুষ্ট হন কারণ আপনি যেটিকে ভালোবাসেন সে আপনার নিকটে, হয় উপরে বা নীচে, বা একই ঘরে, এবং আপনি যে উষ্ণতা অনুভব করেন যা আপনি প্রায়শই খুঁজে পান না, তারপরেই প্রেমটিই এটি। - ব্রুস ফোরসিথ
২৫। বিবাহ বিশেষণ নয়; এটি একটি ক্রিয়াপদ এটি আপনি পান এমন কিছু নয়। এটি আপনি কিছু করেন। আপনি নিজের সঙ্গীকে প্রতিদিন এভাবেই ভালোবাসেন ” - বারবারা দে অ্যাঞ্জেলিস
২৬। এটি প্রেমের অভাব নয়, বরং বন্ধুত্বের অভাব যা বিবাহিত করে না ” - ফ্রিডরিচ নিটশে
২৭। বিবাহ সেই সময়ের পরীক্ষা হয় যখন আপনি এবং আপনার স্ত্রী / স্ত্রী উভয়ই বিষয়গুলিকে আরও উন্নত করার জন্য কাজ করেন। এবং যখন আমরা প্রতিকূলতার মুখোমুখি হই তখন আমরা সবচেয়ে বেশি পরীক্ষিত হই। আপনি যদি দল হিসাবে এক হিসাবে প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে পারেন তবে আপনি অর্ধেক যুদ্ধে জয়ী হয়ে উঠতে পারেন। ” - অজানা
২৮। বিবাহ যেমন পুরুষের মতো মহিলাদেরও অবশ্যই বিলাসিতা হতে হবে, প্রয়োজন নয়; জীবনের ঘটনা, সব কিছুই না। ” - সুসান বি অ্যান্টনি
২৯। এই বিবাহ হাসিতে পূর্ণ হোক, স্বর্গে আমাদের প্রতিদিন হোক।” - রুমি
৩০। বিবাহ, শেষ পর্যন্ত, অনুরাগী বন্ধু হওয়ার অনুশীলন।” - হারভিল হেন্ডরিক্স
৩১। একটি ভাল বিবাহ হ’ল দুটি ভাল ক্ষমাকারীদের মিলন।” - রুথ বেল গ্রাহাম
৩২। একটি ভাল বিবাহ উদারতা একটি প্রতিযোগিতা।” - ডায়ান সাওয়ের
৩৩। বিবাহ শরত্কালে পাতার রঙ দেখার মতো; প্রতিটি ক্রমবর্ধমান দিনের সাথে সর্বদা পরিবর্তনশীল এবং আরও অত্যাশ্চর্য সুন্দর ” - ফন ওয়েভার
৩৪। একটি দুর্দান্ত বিবাহ এমন কিছু নয় যা কেবল ঘটে; এটি এমন কিছু যা তৈরি করতে হবে ” - ফন ওয়েভার
৩৫। যখন আমরা আমাদের ভালোবাসি তাদের সাথে বিবাহিত হওয়ার সময় শুভ বিবাহ শুরু হয় এবং আমরা যে বিয়ে করি তাদের সাথে প্রেম করার সময় তারা প্রস্ফুটিত হয়।” - টম মুলেন
৩৬। ধন্য সেই ব্যক্তি, যিনি সত্যিকারের বন্ধুকে খুঁজে পান, এবং যে ব্যক্তি তার স্ত্রীর মধ্যে সত্যিকারের বন্ধুটি খুঁজে পান তিনি আরও সুখী” - ফ্রান্জ শোবার্ট
৩৭। একটি ভাল বিবাহের চেয়ে প্রেমময়, বন্ধুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর সম্পর্ক, কথোপকথন বা সঙ্গ নেই।” - মার্টিন লুথার
৩৮। একদিন কেউ আপনার জীবনে কীভাবে চলে যায় তা অবাক করা বিষয় এবং আপনি কীভাবে এগুলি ছাড়া বাঁচতেন তা আপনি মনে করতে পারবেন না।” - অজানা
৩৯। আমি মনে করি বিবাহের ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী, স্বাস্থ্যকর সম্পর্ক গুরুত্বপূর্ণ। প্রতিটি সফল বিবাহের মূলে রয়েছে দৃঢ় অংশীদারিত্ব। - কারসন ডেলি
৪০। একটি সুখী বিবাহ একটি দীর্ঘ কথোপকথন যা সর্বদা স্বল্প মনে হয়। - আন্দ্রে মুরোইস
ব্যর্থ জীবন নিয়ে উক্তি | জীবন নিয়ে উক্তি ছবি
- উচ্চাভিলাষ ব্যর্থতার শেষ আশ্রয়।— অস্কার ওয়াইল্ড
- আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন, তবে আপনি কখনই সফলতা নিয়ে আসতে পারবেন না।— কেন রবিনসন
- আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। যদি আপনি ধাপগুলো উপভোগ করেন তবে এটি ব্যর্থতা নয়।— অপরাহ উইনফ্রে
- কস্ট সাময়িক কিন্তু ছেড়ে দেয়া চিরকাল স্থায়ী হয়।— ল্যান্স আর্মস্ট্রং
- ব্যর্থতা তখন সাফল্য, যখন আমরা তা থেকে কিছু শিখি।– ম্যালকম ফোরবেস
- আমি ব্যর্থ নয় । আমি সবেমাত্র ১০,০০০ টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না।— টমাস এডিসন
- মানুষ কখনোই ব্যর্থ হয় না, হয়তো সে সফল হয় নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে ।— সংগৃহীত
- আপনি যখন ঝুঁকি নিবেন তখন আপনি এটা শিখতে পারবেন যে কখন জিততে হয় আর কখন হারতে হয় । কারন দুইটাই সমান গুরুত্বপূর্ণ ।— এলেন ডিজনেস
- আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। – মাইকেল জর্ডান
- আমার আগের ব্যর্থতা থেকে একটা জিনিষই শিখতে পেরেছি, সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা জীবনেরই অংশ। – বিদিয়া বালান
- একটি ব্যর্থতা যা আপনাকে সাফল্যের জন্য সঠিক পথ দেখায়।— এলেন ডিজনেস
- যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে।— রবার্ট এফ কেনেডি
- ব্যর্থতা মানেই ভুল নয়, কোন পরিস্থিতিতে এমন কিছু না করলে হয় না, যা শেষমেশ ব্যর্থ হয়।- বি এফ স্কিনার
- কর্মক্ষেত্রে কখনোই ব্যর্থতা নিয়ে ভাবা ঠিক না, যা ঠিক তাই করে যাওয়া বুদ্ধিমানের কাজ।–ড্রিও হোস্টোন
- সফলতা উদযাপন করা খুবই ভালো, তবে ব্যর্থতার ধাপগুলোতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ ।— বিল গেটস
- উত্সাহ না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতায় হোঁচট খাওয়াই সফলতা ।— উইনস্টন চার্চিল
- ব্যর্থতা অসম্ভব।— সুসান বি অ্যান্টনি
- অনেক বেশী বিজয়, পরাজয়ের চেয়ে খারাপ।— জর্জ এলিয়ট
- প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ব্যথার সাথে এটি একটি সমান বা বড় কোন সফলতার বীজ বহন করে।— নেপোলিয়ন হিল
- আমি ব্যর্থতা গ্রহণ করতে পারি, প্রত্যেকেই কিছু না কিছু ব্যর্থ হয়। কিন্তু আমি চেষ্টা না করে গ্রহণ করতে পারি না।— মাইকেল জর্ডন
- হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার ।— এনএ শোএলটার
- আর চেস্টা না করাই হলো বড় ব্যর্থতা।— ক্রিস ব্র্যাডফোর্ড
প্রবাস জীবন নিয়ে উক্তি | জীবন নিয়ে উক্তি ছবি
প্রবাস জীবন কতটা কস্টের সেটা তারাই জানে যারা প্রবাসে থাকে। প্রবাসে থাকলে কস্টের সীমা থাকেনা। আপনি যতটা নিজের বাড়িতে আদর পান ততটা কিন্তু অন্যর বাড়িতে আদর পাবেন না, তেমনি প্রবাসে আপনি অন্য বাড়ির মতো আদর পাবেন না । আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক প্রবাসে থাকে তারা প্রবাস জীবন নিয়ে উক্তি খুজে থাকে। কিন্তু ভালো ভাল প্রবাস জীবন নিয়ে উক্তি খুজে পায়না। তাই আমরা তাদের জন্য কিছু সুন্দর সুন্দর প্রবাস জীবন নিয়ে উক্তি নিয়ে আসলাম।
- প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে, ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে
- যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত কর তখন তুমি সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি একটার জন্যেও তুমি যথেষ্ট নও।
- তোমার দেশকে জানার অনেক কার্যকর একটা উপায় হচ্ছে এটা ত্যাগ করে বিদেশে যাওয়া।
- তুমি যখন অনেকটা সময়ের জন্য প্রবাসজীবনে অভ্যস্ত হবে তখন আর কখনোই পুরোপুরি নিজ বাসায় ফিরতে পারবেনা। যেখানেই থাকো না কেন, তোমার একটা অংশ অন্য কোথাও থাকবেই। — মিরিয়ান এডিনি
- জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে তোমার স্বস্তির স্থান শেষ হয়ে যায়। — সংগৃহীত
- অধিক সংস্কৃতির ধারক হওয়ার একটা সুবিধা আছে। তা হলো তুমি যেভাবে বাস করছো তা একমাত্র উপায় নয় তোমার বাস করার। — আন ক্যাম্পানেলা
- দ্বিতীয় একটি ভাষা অর্জন করা হচ্ছে নিজের মধ্যে আরেকটা সত্ত্বাকে ধারণ করা। — সংগৃহীত
- ভাষা আর সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা ও ভাবনার অবকাঠামো যেভাবে মানুষ যোগাযোগ ও বাস্তবতা বুঝতে শেখে। — সংগৃহীত
- যখন তুমি অন্য দেশে যাও একটা কথা অবশ্যই মনে রেখো – অন্য একটা দেশ তোমার জন্য আরামপ্রদ করে তৈরি করা হয়না, সেটি তৈরি করা হয় সেখানের মানুষের জন্য আরামপ্রদ করে। — ক্লিফটন ফেডিম্যান
- প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ। কেননা সেখানে কেউ তোমাকে চেনে না, কেউই তোমার জীবনে হস্তক্ষেপ করেনা। তুমিই সেখানে সর্বেসর্বা। — হান্নাহ আহরেন্ড
- প্রবাস ভ্রমণের সবচেয়ে উন্নত উপায় হচ্ছে স্থানীয়দের সাথেই অবস্থান করা। — সংগৃহীত
- তোমার দেশকে জানার অনেক কার্যকর একটা উপায় হচ্ছে এটা ত্যাগ করে বিদেশে যাওয়া। — হ্যারি রোলিন্স
- আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয়না। এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে। — মেরিলিন গার্ডনার
- আমার কাছে আদর্শ জীবন বলতে প্রবাসে স্বাভাবিকভাবে জীবনযাপন করাকেই বোঝায়। — ইটালো ক্যালভিনো
- দুটো সংস্কৃতির স্বাদ গ্রহণ করা একটা তেতো-মিষ্টি অভিজ্ঞতার মত। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মত আর কিছুই পাবেনা। — সারাহ টার্নবুল
- প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার। — এডাম গপনিট
জীবন নিয়ে উক্তি ছবি
Jibon Niye Ukti Bangla | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
Jibon Niye Ukti Bangla | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
Jibon Niye Ukti Bangla | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
Jibon Niye Ukti Bangla | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
Jibon Niye Ukti Bangla | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
Jibon Niye Ukti Bangla | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি |
আর্টিকেলের শেষকথাঃ জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি
বন্ধুরা তোমরা যারা জীবন নিয়ে উক্তি হুমায়ুন আহমেদ | রঙ্গিন, ব্যর্থ প্রবাস জীবন নিয়ে উক্তি ছবি খুজে ছিলে তাদের জন্য আমাদের আজকের এই লেখাটি।
আশা করি তোমাদের অবশ্যই আমাদের আজকের এই লেখাটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন লেখা পেতে আমাদের আর কে রায়হান ওয়বেসাইট টি ভিজিট করুন।