ইন্টারনেট অনুচ্ছেদ রচনা class 6, 7, 8, 9, 10, SSC
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, আমার শিক্ষায় ইন্টারনেট অনুচ্ছেদ বা শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট অনুচ্ছেদ জেনে নিবো। তোমরা যদি ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, আমার শিক্ষায় ইন্টারনেট অনুচ্ছেদ বা শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট অনুচ্ছেদ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, আমার শিক্ষায় ইন্টারনেট অনুচ্ছেদ বা শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট অনুচ্ছেদ টি।
ইন্টারনেট অনুচ্ছেদ রচনা |
ইন্টারনেট অনুচ্ছেদ রচনা
‘ইন্টারনেট' হলাে ইন্টারনেটওয়ার্কের (Internetowrk) সংক্ষিপ্তরূপ। ইন্টারনেট এমন এক প্রযুক্তি সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে । সংযুক্ত অনেকগুলাে কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের। জন্য উন্মুক্ত। আইপি বা ইন্টারনেট প্রােটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা বা তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ সহায়ক। হলাে ইন্টারনেট। ইন্টারনেট হার্ডওয়্যার এবং সফটওয়্যার 1 পরিকাঠামাে কম্পিউটারসমূহের মধ্যে একটি আন্তর্জাতিক তথ্য যােগাযােগ ব্যবস্থা স্থাপন করে। ১৯৬০-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে এ যােগাযােগ ব্যবস্থা গড়ে তােলে। সেটিই সূচনা। বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট যােগাযােগ ব্যবস্থার প্রধান মাধ্যম। তথ্য আদান-প্রদান, সংবাদপত্র পড়া, সামাজিক যােগাযােগ, পড়াশােনা, গবেষণা, টেলিভিশন দেখা, রেডিও শােনা, তথ্য সংগ্রহ ইত্যাদি তথা মানুষের পুরাে জীবন ব্যবস্থাই হয়ে উঠেছে। | ইন্টারনেট নির্ভর । মানুষের কর্মকাণ্ড পরিচালনা হয়ে উঠেছে সহজ। | এবং সাশ্রয়ী। ইন্টারনেট পৃথিবীর দূরত্বকে কমিয়ে দিচ্ছে। পুরাে পৃথিবী ক্রমান্বয়ে গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। মানুষ ইন্টারনেটের। ওপর নির্ভরশীল হয়ে এর সুফল ভােগ করছে। আধুনিক জীবনযাত্রায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।
আর্টিকেলের শেষকথাঃ ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, আমার শিক্ষায় ইন্টারনেট অনুচ্ছেদ বা শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট অনুচ্ছেদ
আমরা এতক্ষন জেনে নিলাম ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, আমার শিক্ষায় ইন্টারনেট অনুচ্ছেদ বা শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট অনুচ্ছেদ টি। যদি তোমাদের আজকের এই ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, আমার শিক্ষায় ইন্টারনেট অনুচ্ছেদ বা শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট অনুচ্ছেদ টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।