সেরা ১০ টি জনপ্রিয় ব্রান্ডের ল্যাপটপ সম্পর্কে জানুন

বর্তমান বিশ্বে আমরা সবাই উন্নত প্রযুক্তির প্রতি আকর্ষিত হচ্ছি। আমাদের জীবন এখন প্রযুক্তি ছাড়া অচল হয়ে পড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক বিশাল অবদান হলো কম্পিউটার, যা আমাদের জীবনযাপনে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
দৈনন্দিন জীবনে আমরা কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কোনো দরকারি কাজ সম্পন্ন করতে পারি না। তাই ল্যাপটপ কেনার আগে জেনে নিতে হবে কোন ল্যাপটপের ফিচার সবচেয়ে ভালো ও উন্নতমানের। 
ভালো ল্যাপটপের জনপ্রিয়তা ও অবশ্যই বেশি। সেরা ল্যাপটপ চেনার উপায় হচ্ছে কোন ল্যাপটপ কম সময়ে বেশি সুবিধা দিতে পারে সেটা জেনে রাখা। ভালো ফিচার এর দিক থেকে বাংলাদেশের জনপ্রিয় ১০ টি ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে চলুন বিস্তারিত জেনে
নিই।
সেরা ১০ টি জনপ্রিয় ব্রান্ডের ল্যাপটপ সম্পর্কে জানুন
সেরা ১০ টি জনপ্রিয় ব্রান্ডের ল্যাপটপ সম্পর্কে জানুন

১.অ্যাপেল ম্যাকবুক (Apple MacBook)

ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদির ক্ষেত্রে অ্যাপেল নিঃসন্দেহে সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে একটি।
অ্যাপেলের বিল্ড কোয়ালিটি,গ্রাহক সহায়তা, ডিজাইন, পাওয়ার ও আকর্ষণীয় ডিসপ্লে এর কারণে এটি শীর্ষস্থানে রয়েছে। অ্যাপেল ম্যাকবুক তাদের গ্রাহকদের জন্য সেরা সহায়তা প্রদান করে থাকে।
● অ্যাপেল ম্যাকবুকের পেছনের আকর্ষণীয় অ্যাপেল লোগোর কারণে এটি আরো বেশি গ্রাহকদের দৃষ্টি
আকর্ষণ করে।
● এর মধ্যে থাকা উন্নতমানের পার্টসের কারণে এটি খুব দ্রুত ও প্রতিক্রিয়াশীল হয়ে থাকে।
● এর ব্যাটারি লাইফ অন্যান্য ল্যাপটপগুলোর তুলনায় বেশি ভালো।
● এটি তার ব্যবহারকারীদের জন্য ডুয়াল বুটের মাধ্যমে উইন্ডোজ ইনস্টল করার অনুমতি প্রদান করে
থাকে।
● এটি খুব সহজ ও বিশ্বাসযোগ্যভাবে ব্যবহার করা যায়।
● অ্যাপেল ম্যাকবুক তাদের উন্নতমানের স্টাইলিশ ডিজাইন ও উচ্চ মানের দক্ষতার কারণে পুরো
বিশ্বব্যাপি স্বীকৃতি পেয়েছে।
● অ্যাপেলের বার্ষিক আয় প্রায় ২৩০ বিলিয়ন ডলার ।

২.ডেল (Dell)

সেরা উইন্ডোজ ল্যাপটপের কথা উঠলে ডেল এর ল্যাপটপ সেরা। ডেল ব্র্যান্ডের ল্যাপটপগুলোর ফিচার আসলেই প্রশংসাযোগ্য। এটিও অ্যাপেল ম্যাকবুকের থেকে কোনো অংশে কম নয়।
● ডেল এর ল্যাপটপগুলো খুব ভালো অভ্যন্তরীণ হার্ডওয়্যার দ্বারা নির্মিত।
● এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি ও শক্তিশালী ব্যাটারী।

● ডেল এর ল্যাপটপগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি ও এর গ্রাহকসেবা ও খুব ভালো মানের।
● এটি খুব সহজে বহনযোগ্য ও হালকা।
● এর শক্তিশালী প্রসেসর থাকায় তা সহজেই গ্রাহকের মন জয় করতে সক্ষম।
● ডেল এর বার্ষিক আয় প্রায় ৫০ বিলিয়ন ডলার।

৩.এইচ পি (HP)

এইচ পি হলো প্রাচীনতম ইলেকট্রনিক্স ব্রান্ডগুলোর একটি। এর পূর্ণরূপ হলো– হিউলেট প্যাকার্ড। এটি বর্তমানে তেমন একটা জনপ্রিয় না হলেও এর মধ্যে থাকা কোয়ালিটিফুল মেশিনের কারণে অনেকে এটিকে পছন্দের তালিকায় রেখেছে।

● যারা গেমার ও পেশাদার রয়েছেন তাদের মধ্যে এই ব্র্যান্ডের ল্যাপটপ খুবই ব্যাপকভাবে ব্যবহৃত।
● লো বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ প্রোভাইড করে থাকে এইচ পি।
● এর দুর্দান্ত ব্যাটারী লাইফ ও প্রসেসর এর কারণে গেমারদের নিকট এটি খুবই জনপ্রিয়।
● এতে রয়েছে কনভার্টিবল, গেমিং ডিভাইস, ফ্যানলেস ল্যাপটপ ও হাই এন্ড ওয়ার্কস্টেশন ইত্যাদি
রয়েছে।
● এইচ পি এর বার্ষিক আয় প্রায় ৫৩ বিলিয়ন ডলার।

৪.লেনোভো (Lenovo)

এইচ পি এবং ডেল এর পরে লেনোভো হলো এমন একটি ল্যাপটপ ব্রান্ড যার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর তৈরিকৃত ল্যাপটপগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে ও অন্যান্য ল্যাপটপ কোম্পানিগুলোর তুলনায় এর দাম সামান্য বেশি হয়ে থাকে।

● সব ধরনের কাজের জন্য লেনোভো কোম্পানির ল্যাপটপ অনায়াসে ব্যবহার করা যায়।
● এটি পেশাদার , গেমার , বিজনেসম্যান, শিক্ষার্থীসহ সকলের জন্য আদর্শ ল্যাপটপ তৈরি করে থাকে।
● এতে আকর্ষণীয় ডিজাইন ও পাওয়া যায়।
● তারা তাদের ল্যাপটপে টেকসই ও উন্নতমানের হার্ডওয়্যার প্রোভাইড করে থাকে।
● এর গ্রাহক সহায়তা ও প্রশংসাযোগ্য।
● লেনোভো কোম্পানির বার্ষিক আয় প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

৫.এম এস আই (MSI)

গেমারদের জন্য খুবই ভালো ও জনপ্রিয় একটি ল্যাপটপ ব্রান্ড হলো "এম এস আই" । এই কোম্পানি সেরা হাই এন্ড গেমিং ল্যাপটপ সরবরাহ করার জন্য সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়।
● গেমারদের জন্য হাই ফিচার সমৃদ্ধ ল্যাপটপ প্রোভাইড করে থাকে এই ব্র্যান্ড।
● তবে এর ল্যাপটপসমূহ খুব একটা বাজেট ফ্রেন্ডলি নয়।
● এর গুনগত মানের কারণে এর ল্যাপটপসমূহ খুবই ব্যায়বহুল হয়ে থাকে।
● MSI প্রতিনিয়ত তাদের নতুন নতুন সব প্রিমিয়াম গেমিং ল্যাপটপের সিরিজ আনভেইল করে।
● এর নতুন ভার্সনের ল্যাপটপগুলো ডেস্কটপ গ্রেড গেমিং অভিজ্ঞতা দিতে পারে।
● এটি বিশ্বব্যাপি গেমস ও eSports এ একটি নেতৃত্বস্থানীয় ব্র্যান্ড হিসেবে ভূমিকা পালন করছে।
● MSI কোম্পানির বার্ষিক আয় প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

৬.আসুস (ASUS)

আসুস ব্র্যান্ডের ল্যাপটপগুলো খুব একটা ব্যায়বহুল না হওয়ায় অনেক মানুষের নিকট এটি জনপ্রিয়। তাদের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপগুলো খুব ভালো সার্ভিস প্রদান করে থাকে। কোম্পানিটি তাদের ভালো কোয়ালিটি ও বিশ্বাসযোগ্যতার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
● এর ল্যাপটপগুলোর চমৎকার স্ক্রিন ও ডিজাইনের কারণে এটি ব্যাপক সমাদৃত।
● ফুল এইচডি ডিসপ্লে ও খুব ভালো পারফরমেন্স করে বলে এর চাহিদা দিন দিন বাড়ছে।
● তারা তাদের ল্যাপটপে প্রিমিয়াম কোয়ালিটির উপাদান ব্যবহার করে থাকে।
● গেমিং এর জন্যও এরা সেরা ল্যাপটপ তৈরি করে থাকে।
● ASUS এর বার্ষিক আয় প্রায় ৩০ বিলিয়ন ডলার।

৭.এসার (Acer)

এসার হচ্ছে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত একটি তাইওয়ানিজ কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি। কম মুল্যে ভালো পারফরমেন্সের ল্যাপটপের জন্য এই ব্রান্ডের ল্যাপটপ খুবই ব্যাপকভাবে প্রচলিত।

● পেশাজীবী ও গেমারদের চাহিদা বিবেচনা করে এসার দিন দিন নতুন ফিচারের ল্যাপটপ বাজারে নিয়ে
আসছে।
● হাই কোয়ালিটি ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারী দ্বারা এসব ল্যাপটপগুলো নির্মিত হচ্ছে।
● দীর্ঘমেয়াদি ব্যাটারী লাইফ ও পাওয়া যাবে এসারের ল্যাপটপ গুলোতে।
● এসার তার গ্রাহকদের জন্য একটি ভালো গ্রাহক পরিষেবা ও অফার করে।

৮.তোশিবা (Toshiba)

বেসিক ল্যাপটপ থেকে শুরু করে গেমিং ল্যাপটপ পর্যন্ত সব ধরনের ল্যাপটপ তৈরি করে থাকে তোশিবা কোম্পানি।

● এটি উইন্ডোজ ১০ উপযোগী ল্যাপটপও বাজারে নিয়ে এসেছে।

● গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখেই এর সকল ফিচার সমূহ তৈরি করা হয়েছে।
● সব ধরনের গ্রাহকই তোশিবার ল্যাপটপ অনায়াসে ব্যবহার করতে পারবেন।
● এর দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফের কারণে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
● এর হালকা , দুর্দান্ত ও ভালো কোয়ালিটির মেশিনের কারণে এর ল্যাপটপ আসলেই সেরা।
● বর্তমানে এর পারফরমেন্স দিন দিন উন্নত হচ্ছে।

৯.স্যামসাং (Samsung)

স্যামসাং হচ্ছে বিশ্বের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্রান্ডগুলোর মধ্যে একটি। স্মার্টফোন , ট্যাবলেট থেকে শুরু করে টেলিভিশন ,এয়ার কন্ডিশনার পর্যন্ত এসব ইলেকট্রনিক ডিভাইসের জন্য স্যামসাং একটি জনপ্রিয় নাম। এটা একটি কোরিয়ান ব্র্যান্ড।
● স্যামসাং এর ল্যাপটপগুলো অতি পাতলা ডিজাইনের হয়ে থাকে।
● গেমিং লাইনআপও প্রত্যাশা অনুযায়ী ভালো পারফর্ম করে।
● সারা বিশ্বে এর বেশ কয়েকটি পরিষেবা কেন্দ্র রয়েছে।
● তবে এর ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে কম পাওয়ারফুল ।
● এছাড়াও এর ক্লাসিক ডিজাইনের কারণে অনেকে এটি পছন্দ করেন না।
● ২০১৭ সালে এর বার্ষিক আয় ছিল প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

১০.ফুজিতসু (Fujitsu)

মোটামুটি ভালো বাজেটের ল্যাপটপ কিনতে চাইলে নিতে পারেন ফুজিতসু ব্র্যান্ডের ল্যাপটপ। এর মধ্যে থাকা আকর্ষণীয় ফিচার আসলেই প্রশংসাযোগ্য।

● এই কোম্পানির ল্যাপটপগুলো নির্মিত হয় খুবই ভালো কোয়ালিটির উপাদান দিয়ে।
● ব্যবসায়ীদের জন্য এই ব্রান্ডের ল্যাপটপ আদর্শ।
● এর মধ্যে থাকা প্রসেসর ও ভালো কোয়ালিটির দেয়া হয়েছে।
● এর ব্যাটারি লাইফ ও দীর্ঘমেয়াদি।
● বর্তমানে এটি আরো উন্নত ডিভাইস বাজারে নিয়ে আসছে।

সবশেষে বলা যায়,

ল্যাপটপ কেনার আগে কোন ল্যাপটপ আপনার জন্য ভালো ও মানানসই হবে তা বোঝা অনেক জরুরী। তাই ওপরের তালিকায় বাংলাদেশের জনপ্রিয় ১০ টি ল্যাপটপ ব্র্যান্ডের নাম উল্লেখ করা হলো। যার মাধ্যমে আপনি সহজেই আপনার পছন্দের ল্যাপটপটি কিনতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ