২০২৩ অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম | ট্রেনের অগ্রিম টিকিট
হ্যালো বন্ধুরা অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম জানতে চান? ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন থেকে অনেকে কিনতে চায়। অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় ও বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম জানুন।
অনেকেই জানেন না বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম বা অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম। যদি আপনিও তার মধ্যে একজন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনি অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম টি জেনে নিন।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
আপনি কি কখনো ট্রেনের টিকিট লাইনে গিয়ে কেটেছেন? যদি লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে বুঝতে পেরেছেন কতট বিরক্তকর লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটা।
তাছাড়াও সময় হয়না ট্রেনের টিকিট কাটার এমন লোকের অভাব নেই। তাই এসব ব্যক্তিদের জামেলা মুক্ত করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে অনলাইনে ট্রেনের টিকেট কাটার সিস্টেম।
যদি আপনি ঘরে বসে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে চান তাহলে অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম বা এখনি জেনে নিন ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম।
আমরা আজকে পোস্ট থেকে অনেক গুলো জিনিস জেনে নিবো যেমন ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায় বা অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম এসব । তো চল বন্ধুরা প্রথমে দেখে নেই সুচিপত্রে কি কি থাক্তেছে আজকের পোস্টে।
সুচিপত্রঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম | online train ticket bd | অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় সকাল ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ে ২০২১ সালের ৯ই মার্চ অনুযায়ী একজন যাত্রী ৫ দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
তবে এর সময়টা ১০ দিন ছিল বর্তমানে তা কমিয়ে ৫ দিন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ২০২১ সালের ৫ই এপ্রিল থেকে এই কার্যক্রম টি চালু করেন।
ট্রেনের টিকেট বাতিল করার নিয়ম
ট্রেনের টিকিট বুকিং করার পর অনেকেই আছে ট্রেনের টিকিট বাতিল করতে চায়। অসুস্থতা, আর্জেন্ট কোনো কাজ বা আজকে যাবনা এরকম কোনো মনোভাবের কারনে ট্রেনের টিকেট ক্যান্সেল করতে চায়।
তাই যারা জানো না কেমনে ট্রেনের টিকেট বাতিল করতে হয় তাদের জন্য এই ট্রেনের টিকেট বাতিল করার নিয়ম। তো কথা না বলে দেখে নেই ট্রেনের টিকেট বাতিল করার নিয়ম গুলোর শর্তগুলোঃ
- ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টার পূর্বে ট্রেনের টিকেট ফেরত দিতে চাইলে ট্রেনের সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দিয়ে দিবে। এক্ষেত্রে এসি টিকেটে ৪০ টাকা সার্ভিস চার্জ, ১ম শ্রেণিতে ৩০ টাকা সার্ভিস চার্জ ও অন্যান্য টিকিটে ২৫ টাকা সার্ভিস চার্জ কাটা হবে।
- ট্রেন ছাড়ার পূর্বের ৪৮ ঘন্টার কম সময় পর ট্রেনের টিকিট বাতিল করতে চান সেক্ষেত্রে আপনার টিকিটের মুল্যের ২৫ শতাংশ কেটে নিবে।
- ২৪ ঘন্টার কম সময় কিন্তু ১২ ঘন্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় ট্রেনের টিকিট বাতিল করতে চাইলে আপনার টিকিটের মুল্যের ৫০ শতাংশ কেটে নিবে।
- ১২ ঘন্টার কম সময় কিন্তু ০৬ ঘন্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় ট্রেনের টিকিট বাতিল করতে চাইলে আপনার টিকিটের মুল্যের ৭৫ শতাংশ কেটে নিবে।
- ট্রেন ছাড়ার পূর্বের ০৬ ঘন্টার কম সময় থাকলে ট্রেনের টিকেট বাতিল বা ক্যান্সেল করতে পারবেন না।
আমার মনে হয় আপনাদের ট্রেনের টিকেট বাতিল করার নিয়ম নিয়ে আর কোনো কিছু জানার বাকি রইল না।
যাইহোক তবুও যদি জানার কোনো কিছু বাকি থাকে তাহলে কমেন্ট জানাবেন। চল এখন দেখি অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম বা ট্রেনের টিকেট বুকিং করার আগে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে।
তার জন্য হাতের মোবাইল বা কম্পিউটার এর প্রয়োজন হবে। অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করার জন্য আমাদের আগে একটি অক্যাউন্টের দরকার তাই প্রথমে দেখে নিব অ্যাকাউন্ট করার জন্য কি কি দরকার হবে।
- ইমেইল এড্রেস (Email Address)
- মোবাইল নাম্বার
- ভোটার আইডি কার্ড বা জন্ম সনদ
আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ জানব সেজন্য আপনাকে পুরো পোস্ট টি পড়তে হবে। ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম জানতে হলে সবার আগে অ্যাকাউন্ট করা প্রয়োজন। নোট বাংলাদেশে দুটি ওয়েবসাইট আছে এর একটি হলোঃ
আর একটি হলো ট্রেনের ই-টিকিটিং ওয়েবসাইট।
রেল মন্ত্রালয়ের সাইটে গেলে আপনি সরকারি ভিবিন্ন কার্যক্রম গুলো দেখতে পাবেন যে গুলো আমাদের কোনো কাজে দিবেনা। তাই আমাদের অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম বা ট্রেনের টিকেট বুকিং করার জন্য ট্রেনের ই-টিকিটিং ওয়েবসাইট যেতে হবে।
#স্টেপ ০১ঃ
ট্রেনের অগ্রিম টিকিট জন্য একটি অ্যাকাউন্ট করার প্রয়োজন তাই https://eticket.railway.gov.bd/ এই ওয়াবসাইটে যান । এর পর Register ক্লিক করুন। অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
এর পর রেজিস্ট্রেশন করার জন্য যে পেজটি আসবে সেটি খুব ভালো ভাবে নির্ভুল ভাবে পুরন করুন ও SIGN UP বাটনে ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
সবকিছু ঠিক থাকলে এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড যাবে। ৬ ডিজিটের কোড বসিয়ে ভেরিফিকেশন করা কমপ্লিট করতে হবে।
আমরা এতক্ষান অ্যাকাউন্ট বানানো সম্পূর্ণ করলাম। এখন আমরা এই অ্যাকাউন্টিতে বিভিন্ন ইনফরমেশন আপডেট করব।
#স্টেপ ০৪ঃ
যে অ্যাকাউন্ট টি আমরা বানালাম সেই অ্যাকাউন্ট টিতে লগিন করুন বা আগে থেকেই লগিন করা থাকবে। লগিন করার পর আপনাকে আপডেট ইউর প্রোফাইলে যেতে হবে।
এখানে আপনাকে সার্টিফিকেটের জন্ম তারিখ ব্যবহার করতে হবে এবং আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার পোস্ট কোড দিতে হবে। বাংলাদেশের যেকোন এলাকার পোস্ট কোড পেতে এখানে যান। সব কিছু দিয়ে ফর্ম টি পুরন করার পর আপডেট প্রোফাইলে বাটনে ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
সব কিছু যদি ঠিকভাবে দেওয়া থাকে তাহলে নিচের ফটোর মতো নীল Dashboard দেখাবে।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
আমি যেভাবে দেখালাম সেই ভাবে যদি অ্যাকাউন্ট আপডেট করে থাকেন তাহলে আপনি এখন অনলাইনে ট্রেনের টিকেট কিনতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় | অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম
আমরা উপরের ধাপগুলোতে দেখলাম কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করার জন্য অ্যাকাউন্ট করতে হয় ও কিভাবে অ্যাকাউন্টিতে নিজের তথ্য ইনপুট করতে হয়। এবার আমরা দেখবো কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করতে হয়।
অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করার জন্য আমাদের যা যা লাগবেঃ
- অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করার জন্য আমাদের একটি পেমেন্ট মেথড লাগবে যেমনঃ বিকাশ, রকেট, ব্রাক ব্যাংক অথবা সিটি ব্যাংক, একটি মাস্টার কার্ড হলেও হবে।
- একটি পরিপূর্ণ আপডেট করা অ্যাকাউন্ট যা আমরা উপরে বানিয়েছি।
#স্টেপ ০১ঃ
আমরা উপরে যে অ্যাকাউন্ট টি বানালাম সেটিতে লগিন করুন অথবা এই লিঙ্কে গিয়ে লগিন করুন।
#স্টেপ ০২ঃ
এরপর দেখুন আপনি কোথা থেকে কোথায় যাবেন সেই গন্তব্য স্থান নির্ধারণ করুন। কতজন প্যাসেঞ্জার ও কোন শ্রেনীতে যাবেন সে সব কিছু সঠিকভাবে ফর্ম পুরন করুন এবং Find বাটনে ক্লিক করুন। মনে রাখবেন ট্রেনে ৪ ধরনের শ্রেনী আছে । যে শ্রেনীতে সুবিধা বেশি সেই শ্রেনীর ভাড়াও বেশি।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
Find এ ক্লিক করার পর আপনার যাত্রা স্থান থেকে গন্তব্য স্থান পর্যন্ত যত গুলো ট্রেন চলাচল করবে সেসব ট্রেনের নাম, সময়, যেতে কতক্ষন লাগবে, ভাড়া কত সবকিছু আপনার সামনে তুলে ধরবে। নিচে পিকচার টি দেখুন বুঝতে পারবেন। সবকিছু দেখার পর এবার Details এ ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
#স্টেপ ০৪ঃ
Details এ ক্লিক করার পর দেখতে পারবেন ট্রেন কয়টার সময় ছাড়বে আর এক স্টেশন থেকে অন্য স্টেশন যেতে কত সময় লাগবে সেসব আপনার সামনে চলে আসবে। এর সবকিছু দেখার পর আপনি যদি টিকেট কিনতে চান তাহলে Purchase বাটনে ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
এরপর আপনার টিকিটের সমস্ত তথ্য চলে আসবে। যদি আপনি টিকিট টি কিনতে আগ্রহি তাহলে Buy Ticket এ ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
এর পর আপনাকে টিকিটের মূল্য পরিশোধ করতে বলবে। আপনার সামনে অনেক গুলো পেমেন্ট মেথড আসবে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে আগ্রহি তা সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন। এখানে আপনি বিকাশ, রকেট ও ডাচ বাংলা ছাড়াও আরো কিছু পেমেন্ট মেথড আছে। বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম।
অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম ট্রেনের অগ্রিম টিকিট |
#স্টেপ ০৭ঃ টিকেট ভেরিফাই করা
আপ্নি যে টিকেট টি কাটলেন সেই ভেরিফাই করতে পারবে। সেটি আপনি কাউন্টার থেকেই কাটেন বা অনলাইন ট্রেনের টিকেট কাটেন সেটি ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে ই-টিকিটিং পরিসেবা ওয়েবসাইটে টপ বারে থাকা Verify Ticket অপশনে।
#স্টেপ ০৮ঃ অনলাইনে কাটা টিকেট কোথায় পাবেন
আপনি যে ইমেল দিছিলেন সেই ইমেইলে টিকেট টি চলে আসবে। সেটি কোনো দোকান থেকে প্রিন্ট করে নিবেন তাহলে হয়ে যাবে আপনার অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম।
ট্রেনের টিকেট মূল্য | অনলাইনে ট্রেনের টিকেট ক্রয়
ট্রেনের টিকেট মূল্য নির্ধারিত হবে আপনার যাত্রা থেকে গন্তব্য স্থানের উপর ভিত্তি করে। আপনি যদি বেশি দূর যান তাহলে অবশ্যই ট্রেনের টিকেট মূল্য অনেক বেশি হবে। ট্রেনের টিকেট মূল্য শুধু বেশি দূর স্থানের উপরি নির্ভর করে না।
আপনি যদি ভালো কোন সিট বা ভালো কোনো শ্রেনীতে যান তাহলে অবশ্যই ট্রেনের টিকেট মূল্য বেশি হয়ে থাকবে। আশা করি বুজতে পেরেছেন ট্রেনের টিকেট মূল্য।
ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়
ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায় এই প্রশ্ন টি অনেক করে থাকেন? আসলে ট্রেনের অগ্রিম টিকিট ৫ দিন আগে পাওয়া যায়।
বিভিন্ন কারনে বা পরিস্থিতির উপর ভিত্তি করে ট্রেনের টিকিট আগে পরে পাওয়া যায়। তবে সাধারণত ট্রেনের অগ্রিম টিকিট ৫ থেকে ১০ দিন আগে পাওয়া যায়। আশা করি আপানারা বুঝতে পেরেছেন ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়?
1. বাংলাদেশে অনলাইন রেল টিকিটের সময় কত?
উত্তরঃ সার্ভারের সময় সকাল ৮টা থেকে রাত ১০টা।
2. আমি কিভাবে ট্রেন থেকে ই-টিকিট পেতে পারি?
উত্তর: আপনি এটি আপনার ইমেল বা আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড থেকে পেতে পারেন।
3. আমি কিভাবে বাংলাদেশে একটি রেলওয়ে অ্যাকাউন্ট খুলতে পারি?
উত্তর: যাত্রীরা www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে একটি রেলওয়ে অ্যাকাউন্ট খুলবেন।
বন্ধুরা আজকে জানলাম অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম বা অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ও অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়। আমরা আরো জানলাম ট্রেনের টিকেট মূল্য বা ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়।
যাইহোক বন্ধুরা যদি তোমাদের আজকের এই ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায় পোস্ট টি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আর কে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন নিয়মিত।
আর হা আপনি ট্রেন ভ্রমন করুন বা বাস ভ্রমন করুন ভালো ভাবে এবং নিরাপদ ভাবে ভ্রমন করুন। আপনার ট্রেন ভ্রমন হোক সুন্দর শুভকামনা রইল।