এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর | এক্সপার্ট সিস্টেম বলতে কি বুঝায়
হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পড়াশোনার পোস্ট হলো এক্সপার্ট সিস্টেম কি ও এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর এবং এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য, এক্সপার্ট সিস্টেমের সুবিধাসমূহ ও অসুবিধা সম্পর্কে জানবো।
এক্সপার্ট সিস্টেম কি এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর |
যদি তোমরা এক্সপার্ট সিস্টেম কি ও এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও তাহলে পোস্ট খুব মনোযোগ সহকারে পড়ে নাও কারন আমরা এক্সপার্ট সিস্টেম কি ও এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর খুব ভালো ভাবে তুলে ধরেছি।
এক্সপার্ট সিস্টেম কি (Expert System) | এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলাের মধ্যে বর্তমানে সবচাইতে জনপ্রিয় হলাে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হলাে একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনাে বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ। করে তােলে। এক্সপার্ট সিস্টেম হলাে একধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি। উচ্চ ক্ষমতাসম্পন্ন অনেকগুলাে মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রােগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করা। হয়। ব্যবহারকারীরা এ সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারেন। যেমন- ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যার কথা। ক্যাড়লাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেম থেকে প্রশ্ন করে জেনে নিতে পারে। কম্পিউটার ডিজাইনাররা R। নামক এ সিস্টেমকে প্রশ্ন করে সাহায্য নিতে পারে, এক্সপার্ট সিস্টেমে কারিগরকে সাহায্য করতে পারে জটিল যন্ত্র সারিয়ে তুলতে কৌশল শিক্ষা দিতে পারে সামরিক অফিসারকে। কম্পিউটার যতই দ্রুত হবে এক্সপার্ট সিস্টেমও তত বেশি এক্সপার্ট হতে পারবে এক্সপার্ট সিস্টেম গঠনে সহায়তাকারী উপাদানগুলাে হলাে- নলেজ বেজ (Knowledge Base) এবং সফটওয়্যার রিসাের্স।
এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য
১. এক্সপার্ট সিস্টেম একটি সফটওয়্যার যা কোনাে সমস্যার সমাধান প্রদান করার উদ্যোগ গ্রহণ করে থাকে।।
২. এটি এক বা একাধিক মানুষের দক্ষতার সমতুল্য হলেও মানুষের সমগ্র বৃদ্ধিবৃত্তি বা জ্ঞানের বিকল্প হতে পারে না।।
৩. এক্সপার্ট সিস্টেমগুলাে সাধারণত নির্দিষ্ট সমস্যার সমাধানভিত্তিক হয়ে থাকে।
৪. প্রথাগত এপ্লিকেশন হলেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অংশ।
৫. এক্সপার্ট সিস্টেম দক্ষ হলেও তা মানুষের নিয়ন্ত্রণাধীন।
এক্সপার্ট সিস্টেমের সুবিধাসমূহ
১. একজন এক্সপার্টের ওপর নির্ভরশীলতাকে হ্রাস করে।
২. হারিয়ে যাবার আগেই বিশেষজ্ঞের জ্ঞান ও দক্ষতাকে করায়ত্ত করে।
৩. পুনঃপুন ঘটে এরূপ সিদ্ধান্ত, প্রক্রিয়া ও কাজগুলাের জন্য সঙ্গতিপূর্ণ উত্তর সরবরাহ করে।
৪. অনভিজ্ঞদেরকে বৈজ্ঞানিকভাবে সমর্থনযােগ্য সমাপ্তিতে পৌছার সুযােগ দেয়।
৫. অর্গানাইজেশনগুলােকে তাদের সিদ্ধান্ত গ্রহণের যুক্তিকে সুস্পষ্ট করতে উৎসাহিত করে।
৬. মানুষের মতাে কখনই প্রশ্ন জিজ্ঞেস করতে ভুলে যায় না।
৭. ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারে।
৮. একটি মাল্টি-ইউজার এক্সপার্ট সিস্টেম একই সময়ে বহুসংখ্যক ব্যবহারকারীর কাজগুলাে করতে পারে।
এক্সপার্ট সিস্টেমের অসুবিধাসমূহ
১. কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ধরনের সাধারণ জ্ঞানের প্রয়ােজন পড়ে অনেক সময়েই তার ঘাটতি থাকে।
২. অস্বাভাবিক পরিস্থিতিতে মানব বিশেষজ্ঞদের মতাে সৃষ্টিশীল সাড়া প্রদান করতে পারে না!
৩. ডােমেইন এক্সপার্টগণ সবসময় তাদের যুক্তি ও কারণগুলােকে ব্যাখ্যা করতে পারে না।
৪. নলেজ বেজে ক্রটির উদ্ভব ঘটতে পারে এবং তা ভুল সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিতে পারে।
৫. নলেজ বেজকে পরিবর্তন না করা পর্যন্ত পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না।
সৃজনশীল প্রশ্নের টিপস্
‘বিদেশি বন্ধুদের সাথে গেমস খেলার কৌশল দ্বারা - কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়ােগ ঘটিয়ে তৈরি বিভিন্ন কম্পিউটার গেমসকে তথা ভিডিও গেমসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের বিষয়টি নির্দেশ করা হয়।
কম্পিউটার প্রােগ্রাম নির্ভর যত্ন - বলতে কম্পিউটারের যে নিজস্ব কোনাে বুদ্ধি নেই এবং এ কারণে এটি মানুষের প্রদত্ত প্রােগ্রাম অনুসারে কাজ করে, সেই বিষয়টিকে নির্দেশ করা হয়ে থাকে।
‘বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতাে চিন্তাভাবনা করতে পারে', বলতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটারকে নির্দেশ করা হয়।
‘চিকিৎসায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম প্রয়ােগ’- কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। সার্জারি রােবােট, যা মানবদেহে বিভিন্ন জটিল অপারেশন পরিচালনা করতে সক্ষম।
‘কৃত্রিম বৃদ্ধিমত্তায় মৌলিক কোনাে গবেষণা সম্ভব নয়,কারণ - কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত সকল জ্ঞানই মূলত মানুষ প্রদত্ত জ্ঞান এবং যন্ত্রকে যখন কোনাে সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা দেওয়া হয় তখন সেটিও মনুষ্য বুদ্ধিপ্রসূত হয়ে থাকে।
আর্টিকেলের শেষকথাঃ এক্সপার্ট সিস্টেম কি | এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জানলাম এক্সপার্ট সিস্টেম কি ও এক্সপার্ট সিস্টেম কি ব্যাখ্যা কর। যদি তোমাদের আজকের পোস্ট এক্সপার্ট সিস্টেম বলতে কি বুঝায় ভালো লাগে তাহলে কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন।