Anandadhara Bohiche Bhubone Lyrics | আনন্দধারা বহিছে ভুবনে
প্রশমিতা পাল গেয়েছেন আনন্দধারা বহিছে ভুবনে রবীন্দ্রসঙ্গীত। আনন্দধারা বহিছে ভুবনে এই গানটি আগে গেয়েছেন কনিকা ব্যানার্জী, ইন্দ্রাণী সেন, জয়তি চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, ইমান চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে। আনন্দধারা বহিছে ভুবনে গানের কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
Anandadhara Bohiche Bhubone Lyrics আনন্দধারা বহিছে ভুবনে |
- Song : Anandadhara Bohiche Bhubone
- Lyrics & Music : Rabindranath Tagore
- Parjaay : Puja-326
- Upa-parjaay : Aanondo
- Raag : Mishra Malkosh
- Taal : Tritaal
- Singer : Prashmita Paul
- Arrangement and Music Production : Rahul Sarkar
- Mix and Master : Suvam Moitra
- Label : SVF Devotional
Anandadhara Bohiche Bhubone Lyrics | আনন্দধারা বহিছে ভুবনে lyrics
আনন্দধারা বহিছে ভুবনে,
আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস
উথলি যায়, অনন্ত গগনে,
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
পান করে রবি শশী, অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি,
পান করে রবি শশী, অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি,
নিত্য পূর্ণ ধরা, জীবনে কিরণে,
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব, তুচ্ছ মানি,
চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব, তুচ্ছ মানি,
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস
উথলি যায়, অনন্ত গগনে,
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
Anandadhara Bohiche Bhubone Lyrics | আনন্দধারা বহিছে ভুবনে
Anondodhara bohiche bhubone
Dinrojoni koto amritros
Utholi jaay anantagogone
Paan kore robi soshi anjali bhoriya
Soda dipto rohe akkhay jyoti
Nittyo purno dhora jibone kirone
Anandadhara bohichhe bhubone
Boshiya acho keno apon mone
Swarthonimogon ki karone
Charidike dekho chahi hridoy proshari
Khudro dukkho shob tuccho mani
Prem bhoriya loho shunno jibone
Anondodhara bohiche vubone