বিরাম চিহ্ন বলতে কী বােঝ - বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তা
হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা। আজকে আমরা বিরাম চিহ্ন বলতে কী বােঝ - বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তা কি সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা জানো বাংলা ব্যাকরণ কতটা গুরুত্বপূর্ণ একটা সাব্জেক্ট। এই বাংলা ব্যাকরণের বিরাম চিহ্ন একটা অধ্যায়। আপনি যদি ভালো বিরাম চিহ্ন না জানেন তাহলে বাংলা ভাষার অনেক কিছুই আপনি মিস করেছেন। তো চলুন আমরা বিরাম চিহ্ন বলতে কী বােঝ - বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তা আলোচনা করি।
বিরাম চিহ্ন বলতে কী বােঝ - বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তা |
প্রশ্ন-০১ বিরাম চিহ্ন বলতে কী বােঝ? বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তাসমূহ আলােচনা কর।
উত্তর বিরাম চিহ্ন: একটি সার্থকবাক্যের বক্তব্য, ভাব, অর্থ ও উপস্থাপনাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন বাক্য নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদেরকে বিরাম চিহ্ন বলে। যেমন: দাঁড়ি, কমা, ড্যাস ইত্যাদি। আরো পড়ুনঃ
বিরাম চিহ্নের প্রয়ােজনীয়তা:
১. বিরাম চিহ্ন বাক্যের অর্থ নির্দিষ্ট করে।
২. বিরাম চিহ্ন বাক্যের বক্তব্য সুস্পষ্ট করে।
৩. বিরাম চিহ্ন বাক্যের শৃঙ্খলা রক্ষা করে।
৪. বিরাম চিহ্ন বাক্যের সীমা নির্দিষ্ট
৫. বিরাম চিহ্ন বাক্য উচ্চারণে সহায়তা করে।
আর্টিকেলের শেষকথাঃ বিরাম চিহ্ন বলতে কী বােঝ - বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তা
এতক্ষন জেনে নিলাম বিরাম চিহ্ন বলতে কী বােঝ - বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়ােজনীয়তা সম্পর্কে । তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।