Our National Flag Paragraph For Class 6, 7, 8, 9, 10 Bangladesh
Our National Flag Paragraph For Class 6, 7, 8, 9, 10 Bangladesh - শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা our national flag paragraph নিয়ে আসছি। আমাদের দেওয়া our national flag paragraph টি তোমরা যেকোন পরিক্ষায় লিখতে পারবে তাছাড়াও যেকোনো ক্লাসের জন্যও এই our national flag paragraph টি পড়তে পারবে। তাহলে চলুন আমরা our national flag paragraph টি দেখে নেই।
Write a paragraph about "A Rainy day." Your paragraph should include the answers to the following questions.
- What is the symbol of our free of our freedom?
- How is it in size?
- What is it made of?
- What is the background of the blood red color bears?
- What to med red color bear?
- How do we look upon our national flag?
- How can we uphold its honour?
Our National Flag Paragraph
The national flag is a symbol of freedom and sovereignty. It size is . . The flag is made of clothes. Our national flag is rectangular in shape. The back ground of the flag is bottle green with a sun-globe in the center. The bottle green color stands for freshness (সজীবতা), vigor and vitality (তেজ ও বীর্য) and the sun- globe signifies that our newborn nation is continuous and everlasting. Last of blood-red color of the sun -globe is a fighting memorial of the endless sacrifice of our national flag in the bloody struggle for freedom . It is, as it were, the sprit of revolution itself. National flag is looked upon with great respect and honour. We must uphold the honour of our national flag even at the cost of our lives.
অর্থঃ জাতীয় পতাকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এর আকার হল। . পতাকা কাপড় দিয়ে তৈরি। আমাদের জাতীয় পতাকা আয়তাকার। পতাকার পিছনের মাঝখানে একটি সূর্য-গ্লোব সহ বোতল সবুজ। বোতলের সবুজ রঙ সতেজতা (সজীবতা), প্রাণশক্তি এবং প্রাণশক্তি (তেজ ও বীর্য) এবং সূর্যের গ্লোব বোঝায় যে আমাদের নবজাতক জাতি অবিচ্ছিন্ন এবং চিরন্তন। রক্তের শেষ লাল রঙের সূর্য-পৃথিবী স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের জাতীয় পতাকার অন্তহীন আত্মত্যাগের সংগ্রামী স্মারক। এটি যেমন ছিল, বিপ্লবের স্পিরিট। জাতীয় পতাকাকে অত্যন্ত সম্মান ও সম্মানের সাথে দেখা হয়। জীবনের মূল্য দিয়েও আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে।
Our National Flag Paragraph
(a) what does it symbolize?
(b) Where is it hoisted? When is the national flag kept half mast?
(c) which memory does the blood red colour bear?
(d) How do you feel for your national flag?
(e) How can you uphold its honour?
Every free nation has a flag of its own. It is the symbol of independence and sovereignty of a free country. Bangladesh is also a free country. So she has got a flag of her own. Her people feel proud of her flag because it means that Bangladesh is a free and sovereign country. It reminds us of the valiant struggle of our freedom fighters to set the country free. Its shape is rectangular having a proportion of 10:6. It is of different sizes according to its use. The flag is hoisted everyday on top of our important government buildings and educational institutions. It is hoisted everywhere on the occasions of the independence day and the victory day. The national flag is kept half mast on the occasions of national mourning days. There are two colours. They are green and red. The green is the symbol of the youth and the red is the symbol of the sacrifices of the freedom fighters who laid down their lives. We salute the national flag and remember the supreme sacrifice of our freedom fighters. I feel very proud of my national flag because whenever and wherever I see national flag it reminds me that I am a citizen of a free country. I can uphold its honour by doing our national duties properly.
অর্থঃ প্রতিটি স্বাধীন জাতির নিজস্ব পতাকা আছে। এটি একটি স্বাধীন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশও স্বাধীন দেশ। তাই সে তার নিজের একটি পতাকা পেয়েছে। তার জনগণ তার পতাকা নিয়ে গর্ববোধ করে কারণ এর অর্থ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। দেশ স্বাধীন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। এর আকৃতি আয়তক্ষেত্রাকার যার অনুপাত 10:6। এটি ব্যবহার অনুযায়ী বিভিন্ন আকারের হয়। আমাদের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের উপরে প্রতিদিন পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে এটি সর্বত্র উত্তোলন করা হয়। জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুটি রং আছে। তারা সবুজ এবং লাল। সবুজ হলো তারুণ্যের প্রতীক আর লাল হলো জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতীক। আমরা জাতীয় পতাকাকে স্যালুট করি এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করি। আমি আমার জাতীয় পতাকা নিয়ে খুব গর্বিত বোধ করি কারণ আমি যখনই এবং যেখানেই জাতীয় পতাকা দেখি তা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একটি স্বাধীন দেশের নাগরিক। জাতীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে এর সম্মান রক্ষা করতে পারি।
Our National Flag Paragraph
National flag is a piece of fabric with a special coloured design used as the token of a particular country. It is the symbol of independence of a nation. Every nation of the world has a national flag of its own. Bangladesh has also a national flag. We achieved it in 1971. The proportion of its length and breadth is 10:6. It is a piece of rectangular green cloth with a round disclike red patch in the middle. The radius of the red circle is one-fifth of the length of the flag. The green colour represents the admiration of youthful vigour. It also stands for the green fields and the ever green forest of Bangladesh. The red circle symbolizes the rising sun with new hopes and aspiration of a new nation. The red colour also symbolizes blood. It reminds us the history of our independence. Many heroic sons of this soil sacrificed their lives for the cause of independence. After a bloody war Bangladesh finally became independent on 16th December 1971. The green and red colour of our national flag represent the spirit of our independence. The national flag is hoisted in the premises of all govt. offices in Bangladesh. It is kept half mast on national mourning days. Our national flag always inspires us to dedicate our lives for the greater interest of the country. We can uphold its honour by doing our duties to the nation properly.
অর্থঃ জাতীয় পতাকা হল কাপড়ের একটি টুকরো যার একটি বিশেষ রঙিন নকশা একটি নির্দিষ্ট দেশের টোকেন হিসাবে ব্যবহৃত হয়। এটি একটি জাতির স্বাধীনতার প্রতীক। বিশ্বের প্রতিটি জাতির নিজস্ব একটি জাতীয় পতাকা রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকাও রয়েছে। আমরা 1971 সালে এটি অর্জন করেছি। এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 10:6। এটি একটি আয়তক্ষেত্রাকার সবুজ কাপড়ের টুকরো যার মাঝখানে একটি বৃত্তাকার ডিসলাইক লাল প্যাচ রয়েছে। লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। সবুজ রঙ তারুণ্যের প্রাণশক্তির প্রশংসা করে। এটি বাংলাদেশের সবুজ মাঠ এবং চির সবুজ বনের জন্যও দাঁড়িয়েছে। লাল বৃত্ত একটি নতুন জাতির নতুন আশা এবং আকাঙ্ক্ষা সহ উদীয়মান সূর্যের প্রতীক। লাল রং রক্তেরও প্রতীক। এটা আমাদের স্বাধীনতার ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এই মাটির অনেক বীর সন্তান স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আমাদের জাতীয় পতাকার সবুজ ও লাল রং আমাদের স্বাধীনতার চেতনার প্রতিনিধিত্ব করে। সকল সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশে অফিস। জাতীয় শোক দিবসে এটি অর্ধেক মাস্তুল রাখা হয়। দেশের বৃহত্তর স্বার্থে আমাদের জীবন উৎসর্গ করতে আমাদের জাতীয় পতাকা সবসময় অনুপ্রাণিত করে। জাতির প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে আমরা এর সম্মান সমুন্নত রাখতে পারি।
Our National Flag Paragraph
A national flag is the symbol of a nation's sovereignty and independent identity. It introduces the country to the whole world. Every independent country has a national flag of its own. We have our own national flag. Our national flag is the greatest achievement in our national life. It is our pride and glory. In 1971, we achieved a new independent country named Bangladesh and her flag. Our flag is green with a red circle at the centre. The green colour symbolizes the peaceful youthfulness of this green country, and the red circle symbolizes the sun of freedom. The proportion of the length and breadth of our flag is 10:6 and the radius of the red sun is one fifth of its length. The designer of our national flag is Quamrul Hassan. On our government office buildings, the national flag is hoisted. Bangladesh High Commissions in other countries also hoist the national flag. Our country's flag is also hoisted in the UN. Our army personnel, on duty in peace-keeping missions in foreign countries bear the flag. Our President, Prime Minister and other Ministers move in flagged cars. We are determined to keep its honour high at any cost.
অর্থঃ একটি জাতীয় পতাকা একটি জাতির সার্বভৌমত্ব এবং স্বাধীন পরিচয়ের প্রতীক। এটি সারা বিশ্বের কাছে দেশটিকে পরিচিত করে। প্রতিটি স্বাধীন দেশের নিজস্ব একটি জাতীয় পতাকা রয়েছে। আমাদের নিজস্ব জাতীয় পতাকা আছে। আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আমাদের গৌরব ও গৌরব। 1971 সালে আমরা বাংলাদেশ এবং তার পতাকা নামে একটি নতুন স্বাধীন দেশ অর্জন করি। আমাদের পতাকাটি কেন্দ্রে একটি লাল বৃত্ত সহ সবুজ। সবুজ রঙ এই সবুজ দেশের শান্তিপূর্ণ তারুণ্যের প্রতীক, এবং লাল বৃত্ত স্বাধীনতার সূর্যের প্রতীক। আমাদের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 এবং লাল সূর্যের ব্যাসার্ধ তার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ। আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। আমাদের সরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অন্যান্য দেশের বাংলাদেশ হাইকমিশনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতিসংঘেও আমাদের দেশের পতাকা উত্তোলন করা হয়। বিদেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত আমাদের সেনা সদস্যরা পতাকা বহন করে। আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পতাকাবাহী গাড়িতে চলাচল করেন। আমরা যেকোনো মূল্যে এর সম্মান অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।
Our National Flag Paragraph For Class 6, 7, 8, 9, 10 Bangladesh |
The End Of The Article: our national flag paragraph for class 8
We Have Learned So Far our national flag paragraph 300 words. If You Like Today's our national flag paragraph 150 words, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.
Our National Flag Paragraph For Class 6, 7, 8, 9, 10 Bangladesh, our national flag paragraph for class 6, our national flag paragraph for class 8, our national flag paragraph for class 9, our national flag paragraph class 7 our national flag paragraph for class 8, our national flag paragraph 150 words, our national flag paragraph 300 words, our national flag paragraph for class 8 bangladesh, our national flag paragraph for class 9 bangladesh, our national flag paragraph for class 9, our national flag paragraph 500 words, our national flag paragraph class 9, our national flag paragraph 200 words, our national flag paragraph 100 words, our national flag paragraph class 8, our national flag paragraph class 7, our national flag paragraph for class 6 bangladesh, our national flag paragraph for class 12, our national flag paragraph class 10, our national flag paragraph for hsc, our national flag paragraph for class 6, our national flag paragraph for class 7 bangladesh, our national flag paragraph for class 10, our national flag paragraph for class 10 bangladesh