বেতন মওকুফের জন্য আবেদন | দরখাস্ত বিনা বেতনে
বেতন মওকুফের জন্য আবেদন - আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত। আবেদন দরখাস্ত টি আমরা প্রশ্ন সহ জানবো। চলুন জেনে নেওয়া যাক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত।
বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত বিনা বেতনে |
প্রশ্নঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন প্রধান শিক্ষকের কাছে।
জানুয়ারি ১৯, ২০২২
প্রধান শিক্ষক
বিএইচপি একাডেমি
বরিশাল।
বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন।
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আমার বাবা একটি বেসরকারি অফিসের স্বল্প বেতনের কর্মচারী । আমরা চার ভাইবােন । আমার বড় দুই ভাই কলেজে ও ছােট বােন স্কুলে লেখাপড়া করে। পরিবারের ভরণপােষণের পর আমাদের লেখাপড়ার খরচ চালানাে আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উল্লেখ্য যে, আমি কৃতিত্বের সঙ্গে নভম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমি নিয়মিত ক্লাস করি।।
অতএব, আমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে বিনা বেতনে পড়ার সুযােগ দিলে আমার পড়াশােনা নির্বিঘ্ন হবে এবং তাতে আমার পরিবারও বিশেষভাবে উপকৃত হবে।
মােঃ আশরাফুল ইসলাম।
শ্রেণি: দশম, ক শাখা
রােল নম্বর: ৩
বেতন মওকুফের জন্য আবেদন, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র, বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত, স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত, দরখাস্ত বেতন মওকুফের জন্য আবেদন, কলেজের বেতন মওকুফের জন্য আবেদন