আরিফিন শুভ সকল নতুন ছবির তালিকা | Arifin Shuvo All Movie List
বন্ধুরা কেমন আছেন আপনারা। আজকে আমরা একজন তারকার সাথে পরিচয় করিয়ে দিব। আপনি হয়তো এতক্ষন বুজে গেছেন টাইটেল দেখে। নিশ্চয় আমরা আজকে আরিফিন শুভ সকল নতুন ছবির তালিকা | Arifin Shuvo All Movie List এবং আরিফিন শুভ এর জীবনি সম্পর্কে জানবো।
আরিফিন শুভ সকল নতুন ছবির তালিকা Arifin Shuvo All Movie List |
আরিফিন শুভ বাংলাদেশের নায়ক। তিনি অনেক গুলো মুভি বা ছবি করেছেন। আপনি যদি এই নায়কের ভক্ত হয়ে থাকেন তাহলে আরিফিন শুভ নতুন ছবি কি আসবে তা জানার আগ্রহ আছে আপনার। আরিফিন শুভ সম্পর্কে সব বিস্তারিত জানবো আমরা আজকের এই Arifin Shuvo All Movie List পোস্ট থেকে।
আরিফিন শুভ জীবনি
আরিফিন শুভ বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে ১৯৮২সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
২০০৫ সালে আরিফিন শুভ মডেলিং শুরু করেন। এরপর প্রথম হ্যাঁ না নাটকে অভিনয় করেন। খিজির হায়াত খান পরিচালিত ২০১০ সালে জাগো ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।
কিছু বছর বিরতির পর পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২০১৩ সালে চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। এরপর আরিফিন শুভ কে পিছনে ফিরে তাকাতে হয়নি।
আরিফিন শুভ সকল নতুন ছবির তালিকা | Arifin Shuvo All Movie List | আরিফিন শুভ নতুন ছবি | আরিফিন শুভর নতুন মুভি
২০১০
- জাগো
২০১২
- মন বোঝেনা
- ছায়া ছবি
২০১৩
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
- ভালোবাসা জিন্দাবাদ
২০১৪
- অগ্নি
- তারকাঁটা
- কিস্তিমাত
২০১৫
- ছুঁয়ে দিলে মন
- ওয়ার্নিং
- অগ্নি ২
২০১৬
- মুসাফির
- অস্তিত্ব
- আয়নাবাজি
- নিয়তি
২০১৭
- প্রেমী ও প্রেমী
- ধ্যাততেরিকি
- ঢাকা অ্যাটাক
২০১৮
- ভালো থেকো
- একটি সিনেমার গল্প
২০১৯
- আহা রে
- সাপলুডু
২০২১
- মিশন এক্সট্রিম
২০২২ | আরিফিন শুভ নতুন ছবি
- জ্যাম
- মৃত্যুপুরী
- মিশন এক্সট্রিম ২
- বঙ্গবন্ধু
- নূরছুরি
- দরদিয়া
- ডিটেকটিভ
- জেদী
- বালিঘর
- মন ফড়িং
আর্টিকেলের শেষকথাঃ আরিফিন শুভ সকল নতুন ছবির তালিকা | Arifin Shuvo All Movie List | আরিফিন শুভর নতুন মুভি
বন্ধুরা আজকে আমরা জানলাম আরিফিন শুভ নতুন ছবি | Arifin Shuvo All Movie List গুলো সম্পর্কে। যদি এই আরিফিন শুভ নতুন ছবি টি তোমাদের ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এই রকমই নিত্য নতুন পোস্ট পেতে আমাদের সাইট টি প্রতিদিন ভিজিট করুন।