আমাদের গ্রাম রচনা For Class 6, 7, 8 | আমাদের গ্রাম নিয়ে রচনা

প্রশ্নঃ আমাদের গ্রাম রচনা For Class 6, 7, 8 | আমাদের গ্রাম নিয়ে রচনা 

আমাদের গ্রাম রচনা - প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জন্য আমরা আমাদের গ্রাম রচনা নিয়ে আসছি। তোমরা যাতে খুব সহজে এখান থেকে পড়তে পারো আমাদের গ্রাম রচনা। এখন প্রায় সব পরিক্ষায় আমাদের গ্রাম রচনা আসে।

আমাদের গ্রাম রচনা For Class 6, 7, 8  আমাদের গ্রাম নিয়ে রচনা
আমাদের গ্রাম রচনা For Class 6, 7, 8  আমাদের গ্রাম নিয়ে রচনা

তোমাদের যদি কারো জানা না থাকে তাহলে নিচের আমাদের গ্রাম রচনা পড়লেই তোমরা ভালো ভাবে জেনে যাবে। ক্লাস ৬ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত সবাই এই আমাদের গ্রাম রচনা পড়তে পারবে। কোনো রকম সমস্যা হবে না আমাদের গ্রাম রচনা টি পড়তে ও লিখতে। তোমরা যেকোন পরিক্ষায় এই আমাদের গ্রাম রচনা টি লিখতে পারবে। রচনাটি পড়ার আগে জেনে নাও প্রবন্ধ রচনা লেখার নিয়ম। আমাদের গ্রাম রচনা টিতে কি কি থাকতেছে তা সুচিপত্রে দেখে নেই।

সুচিপত্রঃ আমাদের গ্রাম রচনা For Class 6, 7, 8 | আমাদের গ্রাম নিয়ে রচনা

  • ভূমিকা
  • নাম ও অবস্থান
  • লােকসংখ্যা
  • পােশাক পরিচ্ছদ 
  • পেশা
  • ঘরবাড়ি 
  • উৎপন্ন দ্রব্য 
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • বিভিন্ন প্রতিষ্ঠান 
  • হাটবাজার ও দোকানপাট 
  • যােগাযােগ ব্যবস্থা
  • প্রাকৃতিক সৌন্দর্য 
  • সামাজিক অবস্থা
  • উপসংহার
আমাদের গ্রাম রচনা

ভূমিকা
মাতৃভূমি মানুষের কাছে স্বর্গবিশেষ। আমার গ্রাম আমার কাছে স্বগ। আমার গ্রামের। চেয়ে পবিত্র আর কিছু নেই। যেখানে আমার জন্ম, সেই গ্রামের জল আমার তৃষ্ণা মিটিয়েছে, খেতের ফসল ক্ষুধা দূর করেছে, পাখির কলকাকলি আমার ঘুম ভাঙিয়েছে, মুক্ত বাতাস আমার প্রাণ সজীব রেখেছে। ছায়ায় ঘেরা মায়ায় জড়ানাে আমার গ্রাম। কবির ভাষায় :
আমাদের গ্রামখানি ছবির মতন, 
মাটির তলায় এর ছড়ানাে রতন।

নাম ও অবস্থান
আমার গ্রামের নাম রূপনগর। গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে ছােট খাল। পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে নদী; যদিও নদীটি গাঁয়ের মানুষের কাছে বড় খাল নামে পরিচিত। গােপালগঞ্জ জেলায় ছায়াময় মায়াময় এ-গ্রাম। নদীর পূর্ব পাড়ে বরিশাল জেলা শুরু। পূর্ব-পশ্চিমে দু-মাইল লম্বা ও উত্তর-দক্ষিণে দেড় মাইল প্রশস্ত।

লােকসংখ্যা
আমাদের গ্রামে প্রায় তিন হাজার লােক বাস করে। এ-গ্রামে সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। সবার মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট।

পােশাক-পরিচ্ছদ 
আমাদের গ্রামের মানুষ ভালাে কাপড়চোপড় পরে। পুরুষেরা লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি, শার্ট এবং মেয়েরা। সালােয়ার, কামিজ, শাড়ি পরে ।

পেশা
আমাদের গ্রামের প্রায় প্রতি বাড়িতে উচ্চশিক্ষিত লােক রয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চপদে কর্মরত আছেন। বাংলাদেশের বাইরেও অনেকে কর্মরত। যারা গ্রামে বসবাস করেন, তাঁদের কেউ কৃষক, কেউ-বা ব্যবসায়ী। এ ছাড়া নানান পেশার লােক রয়েছেন আমাদের গ্রামে। তাঁদের মধ্যে রয়েছেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উকিল, তাঁতি, জেলে, কামার, কুমার, সুতাের।।

ঘরবাড়ি 
আমাদের গ্রামের বেশির ভাগ ঘরবাড়ি টিনের তৈরি। বারােটি দালান রয়েছে। কোনাে কোনাে বাড়ি 'ছনের বা খড়ের  তৈরি।

উৎপন্ন দ্রব্য 
গ্রামের প্রধান ফসল ধান। আমাদের গ্রামে প্রচুর ধান হয়। এ ছাড়াও উৎপন্ন হয় পাট, গম, ডাল, সরিষা, তিল, আখ এবং নানারকম শাকসবজি। প্রচুর পরিমাণে গাভীর দুধ পাওয়া যায়। পুকুর, খাল ও নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। সব বাড়িতেই হাঁস-মুরগি পালন করে। বাগানে আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, নারকেল, জাম, সুপারি, তাল, বেল, হরীতকী, আমলকী ইত্যাদি পাওয়া যায়। গ্রামের মানুষের নিজেদের খাবারের জন্য যা প্রয়ােজন তার প্রায় সবই গ্রামে উৎপন্ন হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান
আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। গ্রামের ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে জীবনের প্রথম পাঠ শুরু করে। প্রাথমিক পাঠ শেষ করে ভর্তি হয় মাধ্যমিক বিদ্যালয়ে। আমাদের। গ্রামে একটি স্বেচ্ছাসেবক নৈশ বিদ্যালয় আছে। যারা লেখাপড়া জানেন না, গ্রামের শিক্ষিত যুবকেরা তাদের সন্ধ্যার পর লেখাপড়া শেখান। আমাদের গ্রামে কোনাে নিরক্ষর লােক নেই।

বিভিন্ন প্রতিষ্ঠান 
আমাদের গ্রামে যেমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও। যেমন- পােস্ট অফিস, দাতব্য চিকিৎসালয়, কৃষি অফিস।

হাটবাজার ও দোকানপাট 
আমাদের গ্রামে একটি বড় হাট আছে। সপ্তায় দুইদিন হাট বসে। হাটবার হলাে : শনিবার ও বুধবার। হাটের দিন অনেক দূর থেকে বহু ক্রেতা-বিক্রেতা আসে। হাটে ধান, চাল, আলু, বেগুন, পটল, পাট, হাঁস, মুরগি ইত্যাদি প্রায় সবধরনের জিনিসপত্র বেচাকেনা হয়। গ্রামে প্রতিদিন সকালে বাজার বসে। মাছ, দুধ, শাকসবজিসহ দৈনন্দিন প্রয়ােজনীয় প্রায় সব জিনিস এখানে পাওয়া যায় ।

যােগাযােগ ব্যবস্থা
গ্রামের পূর্ব পাশ দিয়ে নদী বয়ে চলেছে । গ্রামের তিন পাশে রাস্তা রয়েছে। দক্ষিণের রাস্তায় গাড়ি চলে। এগাড়ি কোটালীপাড়া হয়ে চলে যায় গােপালগঞ্জ। উঁচু বাঁধের উপর দিয়ে রিকশা, ভ্যান চলে। যখন গ্রামে। পানি ওঠে, তখন রাস্তা থাকার কারণে লােকজনের চলাচলে কোনাে সমস্যা হয় না। সব রাস্তায় রিকশা-ভ্যান চললেও গ্রামের বেশিরভাগ মানুষ হেঁটে চলাচল করে।

প্রাকৃতিক সৌন্দর্য 
প্রকৃতি যেন তার খেয়ালে আমাদের গ্রামটি সাজিয়েছে। যেদিকেই তাকানাে হােক না কেন, সেদিকেই সতত আর সবুজ। আম, জাম, কাঁঠাল, জামরুল, বাতাবি, বেল, কুল, পেয়ারা, কদম, শিরিশ কড়ই, চাম্বল। মেহগনি, শিশুকাঠসহ নানারকমের গাছ গ্রামকে ছায়াময় করে তুলেছে। মাঠভরা শস্যখেতের উপর দিয়ে। 'শ বাতাস বয়, তখন মনে হয় যেন সবুজ সমুদ্রে ঢেউ উঠেছে।

সামাজিক অবস্থা
অর্থনৈতিক দিক থেকে আমাদের গ্রাম সচ্ছল। গ্রামের সবাই স্বনিভর বলে চুরি-ডাকাতি নেই। গ্রামের শতভাগ লােকের অক্ষরজ্ঞান থাকায় কোনাে রকমের কুসংস্কার নেই।

উপসংহার
সুজলা সুফলা শস্য-শ্যামলা আমাদের গ্রাম। এমন গ্রামে জনা নিয়ে ধন্য আমি। আমাদের গ্রামের সকল উন্নয়ন কর্মকাণ্ডে আমি এগিয়ে যাব। কুপ্রভাব থেকে গ্রামকে মুক্ত রাখব। আমরা সবাই মিলে গ্রামের ঐতিহ্য বজায় রাখল- এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।

আর্টিকেলের শেষকথাঃ আমাদের গ্রাম রচনা For Class 6, 7, 8 | আমাদের গ্রাম নিয়ে রচনা

বন্ধুরা আজকে তাহলে জানলাম আমাদের গ্রাম রচনা SSC | আমাদের গ্রাম রচনা HSC যদি আমাদের আজকের এই আমাদের গ্রাম রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকমই নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান এর সাথে থাকুন।
Next Post Previous Post
2 Comments
  • dagnabaccus
    dagnabaccus 01 March

    Play Casino Web App for Android & iOS - ChoGiocasino
    Play Casino Web 코인 카지노 App for Android & iOS - Free Download and Install on PC 온라인 카지노 판다 카지노 or Mac. choegocasino.com twitter Check the download page 메리트 카지노 가입 쿠폰 to check if 온라인 카지노 the file is safe for Android and

  • Anonymous
    Anonymous 29 November

    খুবই ভালো খুবই সুন্দর কিন্তু আর একটু বড়ো হলে ভালো হত

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ