Puja Cherry All Movie List - পূজা চেরি নতুন মুভি এর তালিকা

Puja Cherry All Movie List - পূজা চেরি নতুন মুভি এর তালিকা - বর্তমানে তুমুল আলোচিত নায়িকা পুজা চেরি। সবাই জানতে চায় পূজা চেরি উচ্চতা কত, পূজা চেরি ধর্ম কি, পূজা চেরি ফেসবুক আইডি এসব বিষয়। তো আমরা আজকে পুজা চেরির সব কিছু ফাস করতে চলেছি। আরও পড়ুন পূজা চেরির জীবন কাহিনী । 

Puja Cherry All Movie List - পূজা চেরি নতুন মুভি এর তালিকা
Puja Cherry All Movie List - পূজা চেরি নতুন মুভি এর তালিকা

পুজা চেরি রায় বাংলাদেশের চলচিত্র অংগনের বর্তমান সময়ের একজন নবাগত তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল । মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 

২০১২ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথম শিশু শিল্পি হিসাবে অভিনয় জগতে প্রবেশ করেন ভালবাসার রং চলচিত্রের মাধ্যমে । 

শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে পোড়ামন টু চলচিত্রের মধ্যদিয়ে নিজেকে জাহির করেন পুজা । 

খুব অল্প সময়ের মধ্যে তিনি এদেশের সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন তার আর্কষণীয় কিউট চেহারা এবং প্রানবন্ত নিখুঁত অভিনয়মানের জন্য।

Puja Cherry All Movie List - পূজা চেরি নতুন মুভি এর তালিকা

২০১২

  • ভালোবাসার রঙ

২০১৩

  • তবুও ভালোবাসি

২০১৪

  • অগ্নি

২০১৫

  • ভালোবাসতে মন লাগে
  • ব্ল্যাকমেইল

২০১৬

  • কৃষ্ণপক্ষ
  • বাদশা-দ্যা ডন

২০১৮

  • নূর জাহান
  • পোড়ামন ২
  • দহন

২০১৯

  • প্রেম আমার টু

২০২১

  • জ্বীন
  • শান
  • সাইকো
  • হৃদিতা
  • ক্যাশ
  • মাসুদ রানা

যদি ভালো পোস্ট টি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন। আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ