২০টি ঘরে বসে পার্ট টাইম জব | ঘরে বসে অনলাইনে চাকরি ২০২৩
আপনি কি ঘরে বসে পার্ট টাইম জব ( part time job ) বা ঘরে বসে অনলাইনে চাকরি ( part time work from home jobs ) করতে চান? যদি ঘরে বসে পার্ট টাইম জব করতে চান তাহলে আজকের পোস্ট টি আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ।
যেকোনো কাজের পাশাপাশি আপনি এই ঘরে বসে অনলাইনে চাকরি বা ঘরে বসে পার্ট টাইম জব ( part time work from home jobs ) গুলো করতে পারবেন।
২০টি ঘরে বসে পার্ট টাইম জব | ঘরে বসে অনলাইনে চাকরি ২০২২ - Ghore bose part time job |
যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়াশোনার পাশাপাশি আপনি এই ঘরে বসে অনলাইনে চাকরি বা ঘরে বসে পার্ট টাইম জব ( part time jobs for students ) গুলো করতে পারেন।
ঘরে বসে এই পার্ট টাইম জব গুলো করতে আপনার অন্য কোনো কাজের ব্যঘাত ঘটবে না। আপনি অনায়াসে এই ঘরে বসে অনলাইনে চাকরি বা ঘরে বসে পার্ট টাইম জব গুলো করতে পারেন।
ঘরে বসে অনলাইনে চাকরি বা ঘরে বসে পার্ট টাইম জব ( part time work from home jobs ) গুলো বিস্তারিত জানার আগে আমরা আগে জানবো সুচিপত্রে কি কি থাকতেছে।
সুচিপত্রঃ ঘরে বসে পার্ট টাইম জব | ঘরে বসে অনলাইনে চাকরি | ঘরে বসে অনলাইন জব ( part time work from home jobs )
- ড্রেস বিক্রি করে করে আয়
- টিউটর বা টিউশনি করে আয়
- ফেসবুক মার্কেটিং করে আয়
- ব্লগিং করে করে আয়
- কন্টেন্ট রাইটার বা লেখক
- সিপিএ মার্কেটিং করে আয়
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- ছবি বিক্রি করে
- ইউটিউব ভিডিও এসইও
- মিউজিক প্রমোশন করে
- গ্রাফিক ডিজাইনার
- ওয়েব ডিজাইনার
- ডেটা এন্ট্রি জব
- মাইক্রো জব
- ভিডিও বানিয়ে
- ইমেইল মার্কেটিং করে আয়
- সার্ভে করে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- ইন্সট্রাগ্রাম ইনফ্লুয়েন্সার
- (এসইও) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এসব কাজের মধ্যে কিছু কাজ আছে যেগুলোতে আপনি পারদর্শী ছাড়াই খুব সহজে করতে পারবেন তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই ঘরে বসে অনলাইনে চাকরি বা ঘরে বসে পার্ট টাইম জব গুলো সম্পর্কে।
⮆ ড্রেস বিক্রি | ঘরে বসে পার্ট টাইম জব ( part time jobs from home )
⮆ টিউটর বা টিউশনি | ঘরে বসে অনলাইনে চাকরি ( part time jobs from home )
আপনি যদি ভালো গনিত, ইংরেজি এবং সাইন্সের বিষয় গুলো রসায়ন, পদার্থ উচ্চতর গনিত পারেন তাহলে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে পড়িয়ে টাকা ইঙ্কাম করতে পারেন। ভালো পড়াশোনা জানা থাকলে এই কাজটি আপনার জন্য খুবই উপযোগি। এখন বিসয় হলো আপনি বাসায় বসে এই টিউশনি ধরবেন কিভাবে তাইতো। আমি আপনাদের একটা লিঙ্ক দিবো সেই লিঙ্কে গেলেই অনেক টিউশনি ধরতে পারবেন।
⮆ ফেসবুক মার্কেটিং | ঘরে বসে অনলাইনে চাকরি ( part time jobs from home )
আপনি কি জানেন ফেসবুক মার্কেটিং কি? সবচেয়ে সহজ কাজ গুলোর মধ্যে ফেসবুক মার্কেটিং ইজি। ফেসবুক মার্কেটিং করে পণ্য বেশি বিক্রি করা যায় আবার মানুষের কাছে পরিচিত করে তোলা যায়। আপনি যদি এই ফেসবুক মার্কেটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফাইভার অথবা আপওয়ার্ক এ অ্যাকাউন্ট থাকতে হবে।
খুব সহজ কাজ। ক্লাইন্ট আপনাকে বলবে তার পন্যের মার্কেটিং করতে আপনি পেইড অথবা ফ্রি মার্কেটিং করে দিলেন এতে আপনাকে ২০ থেকে ৫০ ডলার দিবে। নিচের লিঙ্ক থেকে দেখে নিন ফাইভারে কি পরিমান ফেসবুক মার্কেটিং এর কাজ রয়েছে।
⮆ ব্লগিং করে | ঘরে বসে পার্ট টাইম জব ( part time jobs from home ).3
যদি আপনি লেখা লেখি করতে ভালোবাসেন তাহলে নিজে একটি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে টাকা আয় করতে পারবেন। ব্লগিং করে টাকা আয় করা একটু ধৈয্যের বিষয়। কারন একটা ব্লগকে জনপ্রিয় করতে অনেক পরিশ্রম করতে হয়।
ব্লগিং করে কত টাকা আয় করা যায়
যখন আপনার ব্লগ জনপ্রিয় হবে তখন আপনি বসে থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। জনপ্রিয় ব্লগে ৭ দিনে একদিন সময় দিলেই মাসে ২০-৩০ হাজার টাকা ইনাকাম করা সম্ভব।
উদাহরনস্বরূপ আমাদের ওয়েবসাইট থেকে প্রতিমাসে মোটামুটি ভালো আরনিং হয়ে থাকে। আপনিও চাইলে ব্লগিং করতে পারেন যদি আপনার ধৈয্য থাকে। নিচের ব্লগ সাইট টি দেখুনঃ
⮆ কন্টেন্ট রাইটার বা লেখক | ঘরে বসে পার্ট টাইম জব
আপনি যদি একজন ভালো কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে আপনার মূল্য অনেক। কারন বর্তমানে কন্টেন্ট রাইটার এর চাইদা এত পরিমান যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কন্টেন্ট রাইটার হয়ে বেশি পরিমান টাকা ইনকাম করতে চাইলে আপনাকে একটু ইংরেজি জানতে হবে। কারন বাংলাদেশে কন্টেন্ট রাইটার এর চাহিদা আছে কিন্তু টাকা দেওয়ার অ্যাবিলিটি কম।
আপনি যদি ভালো পরিমান ইনকাম এর আশা করে তাহলে ভালো দক্ষতা হয়ে ফাইভার নেমে পড়েন। মাস শেষে দেখবেন পকেটে টাকা রাখার জায়গা পাবেন না। নিচের লিঙ্ক থেকে দেখুন কন্টেন্ট রাইটার এর চাহিদা কেমন।
⮆ সিপিএ মার্কেটিং | ঘরে বসে অনলাইনে চাকরি ( best part time jobs )
CPA মানে হলো - Cost Per Action. আপনাকে একটি কাজ ধরে দেওয়া হলো আপনি যদি সঠিক ভাবে কাজটি সম্পুরন করতে পারেন তাহলে কোম্পানির তরফ থেকে আপনাকে কিছু কমিশন দেওয়া হলো। আপনি বিশ্বাস করবেন না আমার এক ফ্রেন্ড এই সিপিএ মার্কেটিং করে প্রতিমাসে ৫০+ হাজার টাকা ইনকাম করে থাকে।
ইনকাম করা সহজ যদি আপনি টেকনিক জানেন। সিপিএ মার্কেটিং করতে হবে আপনাকে রাত জাগতে হবে। কারন সিপিএ এর কাজ সব রাতে হয়। দিনেও হয় তবে রাতে ভালো ট্রাফিক পাওয়া যায়। আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান তাহলে নিচের গ্রুপে জয়েন করুন।
⮆ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট | ঘরে বসে পার্ট টাইম জব
আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব অভিজ্ঞতা আছে। যদি আপনি ফেসবুক লিঙ্কেডিন ও পিন্টারেস্ট সম্পর্কে ভালো জানেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ সাধারণত ফাইভারে বেশি পাওয়া যায়।
ক্লাইন্ট এর ফেসবুক পেজ দেখাশনা করাই আপনার কাজ। যদি কেউ ক্লাইন্টের পেজে মেসেজ করে তাহলে আপনার কাজ হলো সেই মেসেজের উত্তর দেওয়া। সেক্ষত্রে আপনাকে ভালো ইংরেজিতে দক্ষ হতে। তাছাড়াও আপনাকে ভাল মারকেটিং করতে হবে ক্লাইন্টের ফেসবুক পেজকে। নিচের লিঙ্ক থেকে দেখে নিন সোশ্যাল মিডিয়া মেনেজমেন্টের কাজ গুলো।
⮆ ছবি বিক্রি | ঘরে বসে পার্ট টাইম জব ( best part time jobs )
ঘরের বাহিরে চাকরি করার চেয়ে ঘরে বসে পার্ট টাইম জব করা সব চাইতে ভালো। কারন ঘরের কাজের পাশাপাশি আপনি ঘরে বসে অনলাইনে চাকরি করতে পারছেন।
আপনি যদি ভালো ফটোগ্রাফার হোন বা ভালো ছবি আঁকতে পারেন তাহলে আপনি ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। সুন্দর সুন্দর ছবি এঁকে আপনারা সেগুলো বিক্রি করতে পারেন।
Adobe Stock এই ওয়েবসাইটে আপনি আপনার ছবি গুলো বিক্রি করতে পারেন। এই ওয়েবসাইটে লক্ষাধিক বিভিন্ন দেশের মানুষ ছবি কেনার জন্য আসে। আপনি যদি একবার ছবি আপলোড করে রাখেন তাহলে সারাজিবন বসে থেকেই টাকা পাবেন। বিষয়টা মজার তাইনা।
⮆ ইউটিউব ভিডিও এসইও | ঘরে বসে পার্ট টাইম জব
ঘরে বসে পার্ট টাইম জব করার মজাই আলাদা। আপনি যদি অনলাইনে চাকরি করতে চান তাহলে আপনি কিছুদিন ইউটিউবে ভিডিও দেখলেই ইউটিউব ভিডিও এসইও করা শিখে যাবে। কারন খুব সহজ কাজ।
ফাইভারে ইউটিউব ভিডিও এসইও এর কাজ হালি হালি। আপনি যদি একটু চেস্টা করে তাহলে সব কিছু বুজে যাবে। একটা ইউটিঊব ভিডিও এসইও করে দিলেই আপনি ৫ থেকে ১০ ডলার পাবেন। নিচে থেকে দেখুন ইউটিউব ভিডিও এস ই ও এর কত কাজ।
⮆ মিউজিক প্রমোশন | ঘরে বসে অনলাইনে চাকরি
আপনি যদি ভালো মার্কেটিং জানেন তাহলে মিউজিক প্রমোশন করে ভালো পরিমান ইনকাম করতে পারেন। ফাইভারে অনেক প্রমোশনের গিগ রয়েছে। তারা ঘরে বসে অনলাইনে চাকরি এই মিউজিক প্রমোশনের কাজ করে মাসে বহু টাকা ইনকাম করে।
আপনাকে একটা অডিও বা ভিডিও গানের লিঙ্ক দিবে আপনি সেই লিঙ্কটাকে প্রমোশন করবেন এতে আপনাকে তারা ডলার দিবে। এতোটুকুই কাজ।
⮆ গ্রাফিক ডিজাইনার | ঘরে বসে অনলাইনে চাকরি
ঘরে বসে পার্ট টাইম জব বা ঘরে বসে অনলাইনে চাকরি করার মজা তারাই বুজে যারা করে। কারন এর মতো সুবিধা কোথাও নাই।
ঘরে বসে অনলাইনে পার্ট টাইম জব গুলোর মধ্যে গ্রাফিক ডিজাইন হলো অন্যতম। গ্রাফিক ডিজাইন হলো মননশীল প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়্যাল এলিমেন্ট(লাইন, কালার, টেক্সচার ইত্যাদি) দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিপ্রকাশ ঘটায়।
এই গ্রাফিক ডিজাইন করে টাকা আয় করতে হলে আপনাকে আগে কাজ শেখা দরকার হবে। তাছাড়া আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না। কারন গ্রাফিক ডিজাইনের অনেক টুল আছে যে গুলো মনে রাখা খুব কঠিন।
⮆ ওয়েব ডিজাইনার | ঘরে বসে পার্ট টাইম জব
ঘরে বসে পার্ট টাইম জব গুলোর মধ্যে ওয়েব ডিজাইন ও অন্যতম। একজন ওয়েব ডিজাইনার মাসে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত ইনকাম করে থাকে।
ওয়েব ডিজাইনার একটি কাজ করতে পারলেই ২ থেকে ৩ হাজার ডলার পায়। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হোন তাহলে আপনাকে ৬ - ১ বছর কোর্স করতে হবে। একবার শিখে ফেললে আপনি অনেক টাকার মালিক।
ওয়েব ডিজাইনার হতে ওধিক পরিমান ধৈয্য লাগবে। যদি আপনার ধৈয্য থাকে তাহলে আপনি সহজেই সফলাতা পাবেন।
⮆ ডেটা এন্ট্রি জব | ঘরে বসে পার্ট টাইম জব
⮆ মাইক্রো জব | ঘরে বসে অনলাইনে চাকরি
মাইক্রো জব কি? আপনারা জানেন মাইক্রো মানে ছোট আর জব মানে চাকরি। অর্থাৎ ঘরে বসে অনলাইনে চাকরি করে টাকা ইনকাম।
মাইক্রো জব গুলো একটু ছোট আকারের হয়ে থাকে। আপনি যদি এই ছোট ছোট কাজ গুলো করেন তাহলে দেখবেন মাস শেষে আপনি অনেক টাকা রোজগার করে ফেলেছেন।
মাইক্রো জব এর কাজ গুলো কি কিঃ
- ভিডিও দেখা
- ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি
- জিমেইল অ্যাকাউন্ট