শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

শাড়ি নিয়ে উক্তি ((Saree Quotes)) , কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি - বন্ধুরা আজকে আমরা জানব শাড়ি নিয়ে রোমান্টিক ক্যাপশন (Romantic Caption) ও শাড়ি নিয়ে উক্তি, শাড়ি কবিতা (Saree Poem) ও শাড়ি নিয়ে ছন্দ।

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

অনেকে এখন ফেসবুকে ( Facebook) ছবির সাথে পোস্ট করতে চায় কিন্তু ভালো কোনো লেখা খুজে পায় না। শাড়ি নিয়ে উক্তি  ফেসবুকে পোস্ট করতে চায় বাট পায়না। 

আবার কেউ শাড়ি কবিতা স্ট্যাটাস দিতে চায় কিন্তু পায়না আবার কেউ শাড়ি ছন্দ দিতে চায় তাই আপ্নদের কথা বিবেচনা করে আজকে আমরা নিয়ে আসলাম শাড়ি নিয়ে (Saree Quotes) উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি (Humayun Ahmed Quotes)। নিচ থেকে পুরো পোস্ট পড়তে থাকুন।

শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি (Humayun Ahmed Quotes)

০১। নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের ঠিক আকাশের মতো মতো লাগে। - হুমায়ূন আহমেদ।

০২। মাঝে মাঝে শাড়ি পরা ভালো। শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে। - হুমায়ূন আহমেদ।

০৩। বাঙালি মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে সাদা শাড়িতে, অথচ এরা সাদা শাড়ি সচরাচর পড়ে না, কারণ সাদা বিধবাদের রং। - হুমায়ূন আহমেদ।

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

০৪। সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে। - হুমায়ূন আহমেদ।

০৫। মেয়েরা যখন মায়ের শাড়ি পড়তে শুরু করে, ঠিক তখন থেকেই মেয়েরা বড় হতে শুরু করে।  - হুমায়ূন আহমেদ।

শাড়ি নিয়ে বিখ্যাত উক্তি (Saree Famous Quotes)

০১। অনুগ্রহ আর সংস্কৃতি যখন হাত মিলিয়েছিলো, তখন শাড়ি জন্ম নিয়েছিলো। - সমরেশ বসু

০২। ঈশ্বর ভারতীয়দের উপহার দেয়ার জন্য একটা তালিকা তৈরি করেছিলো। আর শাড়ি ছিলো সেই তালিকার শীর্ষে। - সুনীল গঙ্গোপাধ্যায়।

০৩। শাড়িই একমাত্র পোশাক যা কয়েক শতাব্দী ধরে ফ্যাশনের শীর্ষে রয়েছে। - বৈশালী শধঙ্গুলে।

০৪। কোনো নারী যখন শাড়ি পরে তখন পুরো বিশ্ব তার অনুগ্রহের প্রশংসা করতে থাকে। - সংগৃহীত।

০৫। শাড়িটি বহু মহিলা-দেবী দুর্গাকে আঁকিয়েছে যারা রাক্ষসকে পরাজিত করেছিল, যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বদানকারী রানী লক্ষ্মীবাই। একটি শাড়ি আমাকে এত কৃপণ তবুও এত শক্তিশালী মনে করে । - মহাশ্বেতা দেবী৷

০৬। যখন কোনো মেয়ে শাড়ি পড়ে , তখন তার ধর্ষণের আশঙ্কা একটু হলেও কমে। - সংগৃহীত।

 ০৭। যুবতী, ক্যানবা করো মন ভারী, পাবনা থ্যাহ্যা আন্যে দেব টাকা দামের মটরি (পাবনা অঞ্চলের বিখ্যাত শাড়ি) - লোকসংগীত

০৮। যেইখানে কল্কাপেড়ে শাড়ি প’রে কোনো এক সুন্দরীর শব চন্দন চিতায় চড়ে—আমের শাখায় শুক ভুলে যায় কথা, সেইখানে সবচেয়ে বেশি রূপ সবচেয়ে গাঢ় বিষণ্নতা। - জীবনানন্দ দাশ

০৯। যদি আমি রেগে থাকি, পড়ে এসো শাড়ি খুব করে বকে দিলেও, নিবোনা আর আড়ি। - ফয়সাল আহমেদ।

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

১০। প্রেমিকা মানে এক চোখ কালো কাজল, নীল শাড়ি আর হাতভর্তি কাঁচের চুড়ি। শাড়ি ছাড়া প্রেমিকা মানায় না। - সংগৃহীত।

১১। অগ্নি পাটের শাড়ি কন্যা, যখন নাকি পড়ে স্বর্গের তারা লজ্জা পায়, দেখিয়া কন্যারে। - দ্বিজ ঈশান।

 ১২। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। - রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩। শাড়ির জিতে যাওয়াটা ফিকেই হতো যদি না পাঞ্জাবি থাকতো। - চিরকুট।

১৪। খুব যত্নে পড়া টিপ, আর কাজল কালো চোখ অগোছালো শাড়ি, সব তোমার নামেই হোক। - ইন্দু।

১৫। কে যেন আমায় একদিন জিজ্ঞেস করেছিলো, দুনিয়ায় সেরা গন্ধ কিসের? আমি আচমকাই বলেছিলাম মায়ের শাড়ির আঁচলের।

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

১৬। যে নারী শাড়ি পড়তে জানে না, সে নারী অপূর্ণ।

১৭। শাড়ি পৃথিবীর সবচেয়ে আবেদনপূর্ণ অথবা শালীন পোশাক। শুধু শালীন নয়, মার্জিত এবং সুস্মিত পোশাক। - স্যার আব্দুল্লাহ আবু সায়ীদ।

১৮। শাড়ি বলতে ছয় গজ নিখুঁত নমনীয়তাকে দেখায়।

১৯। আমি আধুনিকা নারীদের চেয়ে ছয় গজ এগিয়ে থাকি, কারণ আমার পছন্দের পোশাক শাড়ি।

২০। তিন চারটে জায়গায় রিফু, ছেঁড়া আর তালি দেওয়া শাড়ি পরেও যে মানুষটা হাসিমুখে ঘুরে বেড়ায় তার নাম মা।

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

২১। আপনি যখন নিজের জীবনকে মুড়ে ফেলার ঝামেলা অনুভব করেন, তখন নিজেকে শাড়িতে জড়িয়ে রাখুন এবং স্টাইলের সাথে লড়াই করুন।

২২। প্রতিটা নারী চায় নিজেকে আঁকতে। আর পোশাকের মাধ্যমে নিজেকে আঁকার সবচেয়ে ভালো উপায় হলো শাড়ি। কারণ শাড়ি চারদিকে ছড়িয়ে থাকে অর্থাৎ চারপাশ দিয়ে আঁকা হয়।

২৩। আমি ভারতীয়দের হিংসা করি কারণ ওদের কাছে শাড়ির মতো একটি অসামান্য, ফ্যাশনেবল পোশাক রয়েছে।

শাড়ি নিয়ে ছন্দ | শাড়ি নিয়ে রোমান্টিক ক্যাপশন (Saree Famous Quotes)

০১। আপনি যখন নিজের জীবনকে মুড়ে ফেলার ঝামেলা অনুভব করেন, তখন নিজেকে শাড়িতে জড়িয়ে রাখুন এবং স্টাইলের সাথে লড়াই করুন!

০২। আমার শাড়ির ড্রিপ পুরুষদের মধ্যে আমার স্বাদের মতো – অনবদ্য!

০৩। আমি যে শাড়িটি পরেছি তা হয়ত গতানুগতিক, তবে আমি আমার সময়ের চেয়ে ছয় গজ এগিয়ে।

০৪। কোনও ভারতীয় দেবীর মতো দেখতে বেছে নেওয়ার কারণে যখন আমি শাড়ি ‘কারণে আছি তখন আমাকে একটি পানীয় সরবরাহ করবেন না, আমি আমার ওয়াশরুমের সুযোগগুলি দিনের জন্য ত্যাগ করেছি!

০৫। আপনার ব্লাউজটি কিছুটা সেক্সি হতে দিন এবং আপনার পল্লুটি আরও দীর্ঘ হোক! জীবন মিশ্রিত করার জন্য খুব ছোট।

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
শাড়ি নিয়ে উক্তি, কবিতা, ছন্দ | শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

০৬। গরম বোধ করার সবচেয়ে সহজ উপায় শাড়ি পরা!

০৭। শাড়ি ছাড়াই আপনি ভারতীয় জীবন যাপন করতে পারবেন না!

০৮। জীবন সংক্ষিপ্ত. আমার পল্লু দীর্ঘ হোক!

০৯। শাড়ি pleats একটি নিখুঁত সেট অঙ্কন – চেক! তাদের প্রশংসা করার জন্য নিখুঁত লোক সন্ধান করা – অগ্রগতিতে!

১০। একটি শাড়ি সঠিক পরিমাণ জুড়ে এবং সঠিক পরিমাণটি প্রকাশ করে exp এটি এমন একটি টিজ!


শাড়ি নিয়ে কবিতা । Sari Niye Kobita

০১। 

শাড়ি কেনা হয়রানি; সমস্যাতো বেশ;

হরেক রকম শাড়ির মেলা এ যে বঙ্গ দেশ!

কোনটা রেখে কোনটা নিবো উপায় নাহি পায়,

জামদানিটা লাগে ভালো, ধূপিয়ানিটাও যায়;

টাঙ্গাইলটা নেওয়ার ছিল, তাঁতটা জমে বেশ-

জুম শাড়িটাও চাই যে আমার নইলে আমি শেষ!

কাতানটাতে লাগবে ভালো, সিল্কও নেওয়া যায়

হাতের কাজ করতে হলে জর্জেটটাও চাই।

হাফসিল্কে লাগবে ভালো, এটাও নিতে হবে

বাকিসব না হলেও সুতি কিন্তু রবে।

অন্যরকম লাগতে আমার পেইন্টেডটাও চাই

আরও তো বাকি অনেক শাড়ি, টাকা কোথায় পাই!

শাড়ির বাহার দেখে আমার চক্ষু মুদে আসে

লাগবো ক্যামোন, পড়লে শাড়ি; কল্পনাতে ভাসে।

শাড়ির প্রেমে মাতোয়ারা, অনেক শাড়ি চাই

শাড়ি ছাড়া আমার চাওয়ার আর তো কিছু নাই।

০২। 

উৎসবেতে বায়না শাড়ির; নতুন নতুন চাই

মুখ ফুলোবে ঘরকন্না শাড়ি যদি না পাই!

শাড়ির সাথে আছে নারীর মনের যোগাযোগ

শাড়ি দেখে মিটে তাদের অনেক অনুযোগ।

আনন্দতে লাল জমিনে হরেক রঙ্গের মিশেল,

শাড়ি পড়ে বঙ্গ নারী সামলে নেবে হেঁশেল।

শোকের দিনে কালো- সাদা মানিয়ে যাবে বেশ

খোপায় ফুল থাকলে ভালো, কিংবা এলোকেশ।

ফালগুনেতে রঙটা শাড়ির হলুদ যেন হয়

শৈলীতে যে বঙ্গ নারী, প্রচুর কথা কয়।


অ্যান্টিক কিংবা গয়না কাঠের- যখন যেমন লাগে

বাঙালী মেয়ে ধৈর্য্য ধরে, সময় নিয়ে সাজে।

ঋতুর সাথে শাড়ির রঙ্গের তারতম্য যে বেশ

ঠিকমতো না বাছাই হলে মিলবে হাসির রেশ।

সবদিনেতে চাই যে তাদের শাড়ি মানানসই

শাড়ি পেয়েই মুখে হাসি, আনন্দ, হৈ হৈ।


০৩। 

প্রিয়তমা, নীল শাড়িতে তোমার পদার্পন আমাকে মোহিত করে

হৃদয় বিদ্ধ করা রূপে চোরা হাসি ফোটে ওষ্ঠ জুড়ে

তোমার শাড়ির আচলে আমার ঘর্মাক্ত মুখ-

তোমার সান্নিধ্যে হৃদকম্প বাড়ে; ধুকপুক ধুকপুক


শাড়ি সামলিয়ে তোমার ধীর পায়ে চলা,

চুপিচুপি আমায় ভালোবাসি বলা।

খোলা চুলে বকুল ফুলের মালা,

দুহাত জুড়ে কয়েকগাছি ফুলেল বালা।

পুকুরপাড়ে আচল মেলে বসা।

নুপুর হাতে আমার ছুটে আসা,

চোখের মায়ায় দিতে পারি ডুব,

শাড়িতে তোমায় মায়াবী লাগে খুব।


কুঁচি তোমার বেহায়াপনা করে,

ঠিক করি আমি একটু পরে পরে।

হাটতে গিয়ে তোমার পড়তে যাওয়া,

দৌড়ে এসে তোমাকে আমার ধরা।


শাড়িতে তুমি দেবী দেবী লাগো,

শাড়ির সাথে ফুলেল সাজে সাজো।

চলতে রাজি তোমার সাথে পথ,

তৈরী থেকো আনবো আমি রথ।


০৪। 

রঙের এমন তীব্রতা, চোখ বন্ধ হয়ে আসতে চায়

নেমেছিল রঙ অন্ধকারের উপর তেমনি; রাত

পেছনের সঙ্গীত ছিলোনা সংজ্ঞায়িত একটানা

একই সুর বেজে যাচ্ছিল; রঙের ইথারে তরঙ্গহীন

অবশেষে শিল্পী ভোরের রেখায় বাণী বসালেন

দিন পেল জাগরণ , ভর করে পঁচিশে ।


শাড়িটা এলো একদিন হাতে করে, বুকে করে

হাজারের একটি বৃত্ত রাঙাতে গেছে নয় মাস

দিন-আর রাত ঢেলেছে শুষে নিয়ে রঙে চুবিয়ে

নিজেকে লালের; আহ্লাদের রঙ একটু বেশি যেন

মা বলেছিল-পাকা রঙ চাই শাড়িতে তার গাঢ় চাই

রঙ যেন হয় মাখামাখি গভীরতার মিতালি চাই’ই ।


নিপুণ ফোঁড়ে কারু কাজ মানানসই অগণন তাঁতি

দিয়েছে তাগা সুঁইয়ের গোড়ায়, মননে তাদের ঘুমহীন

ঋতু জেগেছে শিওরে কবে হয় ভোর; তৃণ চিবানো

পাড় বুকে নিল লালের হিম ; নয় মাসের চক্র ষোলতে

ভর করে ফিরে দেখে মাটিতে মিশেছে একসাথে শাড়ি আর মা’য়!

যদি আমাদের পোস্ট টি ভালো লাগে তাহলে কম্মেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আবার আসবেন আর আমাদের আর কে রায়হান ডট কমের সাথেই থাকুন।

ট্যাগঃ

শাড়ি নিয়ে, শাড়ি নিয়ে কবিতা, শাড়ি নিয়ে উক্তি, শাড়ি নিয়ে রবীন্দ্রনাথের কবিতা, শাড়ি নিয়ে গান, শাড়ি নিয়ে গল্প, শাড়ি নিয়ে গানের লাইন, শাড়ি নিয়ে কিছু কথা, শাড়ি নিয়ে লেখা, শাড়ি নিয়ে কন্টেন্ট, শাড়ি নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ