কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়
বন্ধুরা আজকে আমরা শিখবো ওয়েবসাইট কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় বা ওয়েবসাইট তৈরি করার নিয়ম। ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানব। ওয়েবসাইট তৈরি করার নিয়ম বা ওয়েবসাইট খোলার নিয়ম এবং ওয়েবসাইট এর কাজ কি তার বিস্তারিত নিম্নে দেওয়া হলো।
আপনার প্রশ্ন হতে পারে ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়? অনেকে্র মুখে শুনেছেন ওয়েবসাইট থেকে টাকা আয় করার ।
আপনার মনেও এয় প্রশ্ন আসছে যে ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয় বা ওয়েবসাইট কিভাবে বানাবো এবং তারপর ওয়েবসাইট থেকে কিভাবে আয় হয়। আমরা সব কিছু ধাপে ধাপে শিখবো ও জানব।
আজকের পোস্টে যা যা শিখবোঃ
- ওয়েবসাইট কি
- ওয়েবসাইট কাকে বলে
- ওয়েবসাইট এর কাজ কি
- ওয়েবসাইট লিস্ট
- ওয়েবসাইট খোলার নিয়ম বা ওয়েবসাইট তৈরি করার নিয়ম
- ওয়েবসাইট কিভাবে বানাবো
- ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়
- ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়
ওয়েবসাইট কি
ওয়েবসাইট হলো একটি ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, এই পৃষ্ঠা গুলো তে অনেক কিছু না কিছু তথ্য বা কনটেন্ট থাকে। যেমন, অডিও, ভিডিও, আপলোড কৃত ছবি ও লেখা।
আপনি যে আমার আর কে রায়হান ওয়েবসাইটের এই লেখা গুলো পড়তেছেন, এই লেখা গুলোও এই সাইটের একটি ওয়েব পেজের অংশ।
ওয়েবসাইট কাকে বলে
অনেক গুলো ওয়েব পেজের সমন্বয়ে যে সাইট গঠিত হয় তাহকে ওয়েবসাইট বলে। ওয়েব সাইটের পেজ গুলোকে ওয়েব পেজ বলা হয়। এই ওয়েব পেজ গুলো তে অনেক গুরুত্ব পূর্ণ তথ্য, লেখা, ছবি, অডিও, ভিডিও ফাইল থাকে।
ওয়েবসাইট এর কাজ কি
সাধারন ভাবে বলতে গেলে ওয়েব সাইটের কাজ হল তথ্য রাখা। ওয়েবসাইটের যে পেজ গুলো আছে সেই পেজ গুলোতে তথ্য বা, লেখা,ছবি, অডিও ভিডিও ফাইল আপলোড করে রাখা যায়।
ওয়েবসাইট যেসব কাজে লাগে
- ওয়েবসাইট ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
- শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে ওয়েবসাইটের বিকল্প নেই
- নিউজ পেপার কোম্পানিগুলো ওয়েবসাইট ব্যবহার করে থাকে
- বিভিন্ন কর্পোরেট কোম্পানি ওয়েবসাইট ব্যবহার করে থাকে
- বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিগণ একটি ওয়েবসাইট ব্যবহার করে থাকে
- ব্লগিং ওয়েবসাইট এর মাধম্যে টাকা আয় করা যায়
- কাজের সুবিধা অনুযায়ী আরো অনেক ভাবে একটি ওয়েবসাইট ব্যবহার হতে পারে
জনপ্রিয় ওয়েবসাইট লিস্ট
বাংলাদেশে কিছু জনপ্রিয় ওয়েবসাইট যা আমাদের হয়তো কারো জানা আছে বা কারো জানা নাই। আপনি যদি এই জনপ্রিয় ওয়েবসাইট গুলো সম্পর্কে না জানেন তাহলে আমি আজকে আপনাদের জানিয়ে দিব ।
- Prothomalo.com
- BDnews24.com
ওয়েবসাইট খোলার নিয়ম বা ওয়েবসাইট তৈরি করার নিয়ম
ওয়েবসাইট খোলার আগে আমাদের ওয়েবসাইট তৈরি করার নিয়ম জানতে হবে। আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করব সেটি আগে নির্ধারণ করতে হবে তারপর অন্য কিছু তাহলে চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই ওয়েবসাইট খোলার নিয়ম গুলোঃ
ডোমাইন নির্ধারণঃ আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করব তার উপর ডিপেন্ড করে আমরা ডোমাইন নাম পছন্দ করব।
ধরেন আপনি যদি ব্লগ / নিউজ সাইট বানাতে চান আর সেখান থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে কমার্সসেয়াল ডোমাইন লাগবে যেমন .Com ডোমাইন। যদি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানাতে চান তাহলে .Edu ডোমাইন পারফেক্ট।
থেমস নির্ধারণঃ প্রফেসনাল ভাবে সাইট বানানোর জন্য আমাদের পেইড থেমস ব্যবহার করতে হবে। থেমস যেনো স্পীড হয় এবং দেখতে খুব সুন্দর হই।
ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়
ওয়েবসাইট দুই ভাবে বানানো যায়
- ফ্রী ওয়েবসাইট
- পেইড ওয়েবসাইট
ফ্রী ওয়েবসাইটঃ ফ্রী ওয়েবসাইট বানানোর জন্য এক টাকাও খরচ হবে আপনার। কিন্তু এই ফ্রী ওয়েবসাইট দিয়ে প্রফেসনাল ভাবে কখনো এগুতে পারবেন না।
আর এই ফ্রী ওয়েবসাইট জনপ্রিয় হইনা। আমি আজকে আপনাদের কিভাবে ফ্রীতে একটি ওয়েবসাইট বানাতে হয় তা দেখাবো
পেইড ওয়েবসাইটঃ পেইড ওয়েবসাইট বানানোর জন্য আপনাদের টাকা ইনভেস্ট করতে হবে। তবে এখানে আর একটি বিষয় আছে আপনি যদি ব্লগার ডট কমে ওয়েবসাইট বানান তাহলে শুধু ডোমাইন আর থীমস কিনলেই হয়ে যাচ্ছে।
আর যদি ওয়ার্ডপ্রেসে বানাতে চান তাহলে আপনাকে ডোমাইন, হোস্টিং, থেমস কিনতে হবে শুধু তাই নই প্রতি মাসে আপনাকে হোস্টিং কিনতে হবে।
পেইড ওয়েবসাইট বানানোর খরচ
এই খরচ টি শুধু ব্লগস্পট সাইট বানানোর জন্য
- ডট কম ডোমাইন দাম ৮০০ টাকা
- থেমস এর দাম ৮৬০ টাকা তবে সব থেমস নয়
- যদি কাস্টমাইজ আমার থেকে করে নেন তাহলে ৫০০ টাকা
যদি আডসেন্স সহ ফুল প্যাকেজ নিতে চান তাহলে ৩০০০ টাকা লাগবে। যা আপনি শুদু পোস্ট করবেন আর ইনকাম জেনারেট হবে। সাথে ফুল সাপোর্ট ফ্রী।
যোগাযোগ করুন ০১৭০৪৩৬২৮৬৬
ফ্রী ওয়েবসাইট কিভাবে বানাবো
ওয়েবসাইট কিভাবে বানাবো এই প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে মাথা থেকে এখনি জেড়ে ফ্লেউন কারন আমি আপানাদের দেখতে চলেছি একটি ফ্রী ওয়েবসাইট কিভাবে বানাবো।
এবং সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন, তবে প্রফেসনাল ভাবে ইনকাম হবে না। যেমন আপনি আডসেন্স পাবেন কিনা তার কোন গ্যরেন্টি নাই তবে আপনি যেকোন Adnetwork Website অ্যাড বসাতে পারবেন। যাইহোক আমরা ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয় সেটি দেখবোঃ
- ওয়েবসাইট বানানোর জন্য আমাদের একটা জিমেইল লাগবে। যদি না থাকে তাহলে এখান থেকে দেখে নিন।
- ওয়েবসাইট তৈরী করার জন্য Blogger.com এখানে যান ।
- যাওয়ার পর CREATE YOUR BLOG এখানে ক্লিক করার পর আপনার জিমেইল নিয়ে যাবে সেখান থেকে জিমেইল সেলেক্ট করুন।
- তারপর আপনার ব্লগার টাইটেল দিন
- তারপর আপনার ব্লগার সাইটের ইউ আর এল দিন
তারপর আপনার সাইটে যে নাম টি অর্থাৎ ডিসপ্লে নাম দিন
- তারপর বাম পাশের মেনু গুলো থেকে View Blog ক্লিক করে আপনার সাইট টা দেখতে পারবেন।
আমরা এই থেমটি ব্যবহার করব না। কারন থেমটি দেখতে ভালো না। তাই আমরা নতুন আর একটি থেম আমাদের ব্লগার সাইটে আপলোড করব। আমি নিচে লিঙ্ক দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর আপনার মেনু থেকে থিমে যান তারপর কাস্টমাইজে যান
- তারপর Restore বাটনে ক্লিক করে আমার দেওয়া থিমটি আপলোড করুন
- এখন আমাদের থিম আপলোড করা শেষ এখন আমরা আমাদের সাইটে পোস্ট করবে। তার জন্য মেনু থেকে New Post এখান ক্লিক করুন।
- নিউ পোস্ট ক্লিক করার টাইটেল ও পোস্টের বিস্তারিত লিখুন , ক্যাটেগরি দিন ও পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিন।
ব্যাস হয়ে গেলো আপনার একটি ব্লগার ওয়েবসাইট। আপনি আপনার সাইটে নিয়মিত পোস্ট করুন ভিজিটর বাড়ান । যদি পারেন একটা কাস্টম ডোমাইন কিনে আপনার সাইটে অ্যাাড করুন এতে সাঈটে ভিজিটর বাড়বে।
ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়
ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায় - এই প্রশ্ন যদি আপনার মাথায় ঘুরাঘুরি করে তাহলে আমি উত্তর দিচ্ছি । একটি ওয়েবসাইট থেকে মাসে ৪০-৫০ হাজার টাকা ইনকাম হয়ে থাকে। একজন সফল ব্লগার প্রচুর টাকা ইনকাম করে থাকে তার ওয়েবসাইট থেকে।
একজন ব্লগার শুধু এক দিক থেকে ইনকাম করে থাকে না। একটি ওয়েবসাইট থেকে অনেক উপায়ে ইনকাম করা যায়। ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায় তার উপায় গুলো নিচে দেওয়া হলঃ
- অ্যাডসেন্স থেকে
- স্পন্সর থেকে
- অ্যাফিলিয়েট করে
- কোর্স বিক্রি করে
- অন্যান্য পন্য বিক্রি করে।
- রেফার করে
আরো অনেক উপায় আছে যা লিখে শেষ করা মুশকিল। যাইহোক নিচে এর বিস্তারিত তুলে ধরলাম।
গুগল অ্যাডসেন্স থেকে আয়
গুগল অ্যাডসেন্স থেকে আয় করা জন্য আপনার সাইটে অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে ।আপনি যদি অ্যাডসেন্স পেয়ে যান তাহলে প্রতিদিন ইউনিক পোস্ট করে আপনি মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে প্রথমে একটু কস্ট করতে হবে।
শেষ কথাঃ
যাইহোক বন্ধুরা আর লিখলাম না। লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেছে। সকালে লিখতে বসছি মাজখানে একটু লেখা বাদ দিছলাম সেই লেখা শেষ হল রাতে। যত কস্ট করি আপনাদের জন্য যদি আমাদের এই পোস্ট টি একটুও পরিমান ভালো লাগে তাহলে কম্মেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি, ওয়েবসাইট কাকে বলে, ওয়েবসাইট খোলার নিয়ম, ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়, ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়, ওয়েবসাইট তৈরি করার নিয়ম, ওয়েবসাইট কিভাবে বানাবো, ওয়েবসাইট এর কাজ কি, ওয়েবসাইট লিস্ট, ওয়েবসাইট মানে কি