মোবাইলে বাংলায় ভয়েস টাইপিং করার নিয়ম - Bangla Voice Typing
বন্ধুরা আজকের পোস্ট থেকে জানতে পারবো মোবাইলে বাংলায় ভয়েস টাইপিং করার নিয়ম, Bangla Voice Typing। বাংলায় ভয়েস টাইপিং bangla voice typing apps or voice to text bangla online.
Bangla Voice Typing |
বর্তমানে তথ্য প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে এখন আর কষ্ট করে বাংলায় টাইপিং করতে হয় না। আগে এমন সময় ছিল যখন একজন মানুষ টাইপিং করতে করতে রিতিমতো ক্লান্ত হয়ে পড়তো কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের ফলে আগের এই কঠিন কষ্ট উঠে গেছে। এখন আপনি মুখে যা বলবেন তা সরাসরি বাংলা সহ ইংলিশে লিখা হয়ে যাবে।
একটি চমৎকার ট্রিক্স আপনাদেরকে দেখাতে চলেছি। তো স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন পোষ্টে। পোষ্টের পুরো বিষয় বোঝার জন্য পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন
বাংলা ভয়েস টাইপিং এর সুবিধাঃ
বাংলা ভয়েস টাইপিং বলতে আপনারা নিশ্চয় বোঝে গেছেন যে আপনারা মুখে যা বলবেন তাই সঠিকভাবে বাংলায় লেখা হয়ে যাবে। মুখে বলে লিখবেন বলে আপনাকে আর টাইপিং করতে করতে ক্লান্ত হতে হবে না। ফলে আপনি টাইপিং করতে আরো স্বাচ্ছন্দবোধ করবেন কারন এতে আপনার কোনো কষ্টই হবে না।
ভয়েস টাইপিংয়ে লিখলে আপনার সময় ও শ্রম দুটোই কমবে যেহেতু আপনি মুখে বলে লিখবেন তাই আপনার লিখা হবে দ্রুত ও নির্ভুল। আপনার ফোনে যদি ফুল নেটওয়ার্ক থাকে তবে আপনি বলার সাথে সাথেই লিখা জয়ে যাবে এটি নির্ভর করবে মোবাইলের নেটওয়ার্কের উপর।
বাংলায় ভয়েস টাইপিং করার নিয়মঃ
আমি আপনাকে কীভাবে বাংলায় ভয়েস টাইপিং করবেন সেটি দেখাচ্ছি, তারজন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে।
সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিন।
প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন, তার পর অ্যাপটি অপেন করুন। অপেন করার পর নিচের মতো ইন্টারফেস আসবে এবং এখানে দেখবেন Enable Keybord নামে একটি বাটন পাবেন।
এই বাটনে ক্লিক করে সেটিংস থেকে অন করে দিবেন।
তারপর দেখুন একটি বাটনে লিখা আছে৷ select Keyboard এই বাটনে ক্লিক করে যে কিবোর্ডটি আপনি ইনস্টল করেছেন সেটি সেটি সিলেক্ট করবেন।
তারপর আরো একটি ইন্টারফেস আসবে এখানে এখানে বাংলা সিলেক্ট করুন।
ব্যাস আপনার কিবোর্ড সেটআপ কাজ শেষ এবার দেখুন কীভাবে ভয়েস দিয়ে লিখবেন।
প্রথমে আপনি কোনো কিছু লিখতে যান।
তারপর কিবোর্ডের উপরে বাম পাশে দেখুন একটি মাইক্রোফোন আইকন আছে এটিতে ক্লিক করুন এবং মাইক্রোফোন অ্যাকসেস এলাও করে দিন।
আর আপনি যদি ভয়েস দিয়ে ইংলিশে লিখতে চান তবে কিবোর্ড ইংলিশ করে নিবেন। ভয়েস দিয়ে টাইপিং করতে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে।
তো আমার আজকের টিউটোরিয়ালটা আপনার কেমন লাগলো।
বাংলায় ভয়েস টাইপিং, bangla voice typing, bangla voice typing software for pc, bangla voice typing in iphone, bangla voice typing keyboard, bangla voice typing in ms word, bangla voice typing apps, bangla voice typing app, bangla voice typing software, bangla voice typing keyboard apk, bangla voice typing software free download