কম খরচে একতলা বাড়ির ডিজাইন ছবি ও খরচ
বন্ধুরা আজকে আমরা জানব এক তলা বাড়ির ডিজাইন সম্পর্কে। আমরা অনেকে আছি যারা একতলা বাড়ির ডিজাইন ও খরচ সম্পর্কে জানিনা। কম খরচে একতলা বাড়ির ডিজাইন কিভাবে করবেন তাই নিয়ে আজকের পোস্ট। home design bangladesh
home design bangladesh |
কম খরচে একতলা বাড়ির ডিজাইন ছবি ও খরচ
আপনারা যারা টিনসেড বাড়ি করতে চাচ্ছেন ও যাদের বাজেট কম এবং ছোট পরিবার ফ্যামিলি মেম্বার সংখ্যা কম, তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনি কম খরচে একতলা বাড়িটি করতে পারেন।
একতলা বাড়ির ডিজাইন ও খরচ এবং যা যা থাকবেঃ
- একতলা বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে ৮০০ স্কয়ারফিট
- ভিতরে ৩ রুম একটি ড্রয়িং ড্রাইনিং একসাথে
- একটি কমন টয়লেট
- একটি কিচেন
- খরচ পরবে ৮/৯ লাখ টাকা
একতলা বাড়ির ডিজাইন ছবি
একতলা বাড়ির ডিজাইন ছবি খুজছেন কি তাহলে এখানেই পাবেন। এখানে কিছু একতলা বাড়ির ডিজাইনের ছবি দেওয়া হলোঃ
বাড়ির করার পূর্বে এই বিষয় গুলো খেয়াল করবেন
- সুন্দর মনের মত দক্ষিনা আলো বাতাস সহ বাড়ি তৈরিতে যেমন একজন স্থপতি মানে ইঞ্জিনিয়ার দরকার তেমনি ঠিক মজবুত কাঠামো নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন ।
- বাড়ি তৈরির পূর্বে বহুতল ভবনের ক্ষেত্রে মাটি পরীক্ষা করে নিবেন এবং অবশ্যই ভাল ইঞ্জিনিয়ার দ্বারা মূল্যায়ন করিয়ে নিবেন যাতে আপনার রড সহ সকল মালামাল বেশি ব্যভার না হয়।
- বাড়ি তৈরির সময় একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার রাখবেন অথবা ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ নিয়মিত রাখুন, যাতে কাজের মান ভালভাবে হচ্ছে কিনা তধারকি করে দিতে পারেন এবং ড্রয়িং অনুযায়ী কাজটি সম্পূর্ণ হচ্ছে কিনা যাচাই করে নিতে পারেন। সরাসরি সম্ভব না হলে ভিডিও কলে তধারকি করে নিতে পারবেন
- দক্ষ পরিচিত মিস্ত্রি নিন, যাদের আগে কয়েকটি সম্পর্ণ বাড়ির কাজের অভিজ্ঞতা আছে।
- সকল কর্মীর এবং প্রতিবেশীর জান, মাল নিরাপদ রাখা আপনার দায়িত্ব যতদিন পর্যন্ত আপনার স্থাপনা বা বাড়ির কাজ শেষ না হচ্ছে।
- আপনি যে গ্রেড (৬০, ৪০,,৭৫) এর রড কিনছেন দোকানি কি সব রড ঠিক গ্রেড এবং একই কোম্পানির দিয়েছে কিনা এটা নিশ্চিত করুন। একবার মিলিয়ে নিন আপনার ডিজাইনে কোন গ্রেডের রডের কথা বলা আছে।
- কাজের আগেই সিমেন্ট ব্যাগ খুলে পরিক্ষা করুন, যদি দেখেন সিমেন্ট জমাট বা গুটি গুটি বেধে আছে সেই ব্যাগ গুলো পরিবর্তন করুন।
- বালি দানাটা দেখে কিনুন , ভালিতে আয়রন আছে কিনা দেখে নিন। যাতে বালির এফ এম(FM= Fineness Modulus ) ঠিক থাকে। কাজের পূর্বে চালনি দিয়ে চেলে নিন যাতে ময়লা না থাকে।
- খোয়া (পাথর, ইটের) সে আপনি যাই দিন, কেনার সময় অবশ্য দেখে কিনুন পরিষ্কার এবং ভাল মানের খোয়া আছে কিনা অথবা খুব বড় বড় খোয়া বা পাথর কিনা। ব্যবহারের পূর্বে পানি দিয়ে ভিজিয়ে নিন।
- ঢালাইয়ের কাজ শেষ হবার পর কিউরিং করুন। বিশেষ করে কলাম, বীম, সিড়ি ,ছাদ। প্রয়োজনে চট মুড়িয়ে নিন যাতে পানি বেশি সময় ধরে রাখে, যেন পানি অনেকক্ষণ ধরে রাখতে পারে।