ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
বন্ধুরা আজকে আমরা জানব ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম বা কিভাবে শত্রুর ফেসবুক আইডি নষ্ট করবেন। How To Report Facebook Account Bangla
ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম |
ফেসবুক কি ?
ফেসবুক হলো একটি সামাজিক যোগাযোগ মাধম। ফেসবুক এ নিজের ফটো, পোস্ট এবং ভিডিও পাবলিশ করাও যায়। ফেসবুক মেসেঞ্জার এর মাধমেও এখন ভিডিও কল করা যায়।
অনেকেই আবার ইউটিউব এর মতো ভিডিও শেয়ার করে টাকা আয় করতেছে। আপনারা যদি ফেসবুক থেকে টাকা আয় করতে চান তাহলে নিছে লিঙ্ক দিয়ে দিবো কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় সে সম্পরকে ভালভাবে জেনে যাবেন।
ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
আমাদের ফেসবুক আইডি গুলো অনেকেই শ্ত্রুতা বা খারাপ বানানোর জন্যে আজে বাজে পিক দিয়ে সাথে নামে ও ছবি দিয়ে ফাচেবুক আকাউন্ট করে থাকে। যা দেখে আমরা ওনেকেই টেনশনে পড়ে যায়। আমাদের নাম ও পিক দিয়ে আকাউন্ট করা ঠইক আছে যদি সাথে খারাপ পিক দেওয়া থাকে তাহলে তো আমাদের মেজাজ গরম হবে।
আবার অনেকে আছে ফেমাস আইডির নামে ফেক ফেসবুক আকাউন্ট করে থাকে। আমি থাকেতে আপনদের কোনো টেনশন নাই। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে অন্যের ফেসবুক আইডি নষ্ট করা যায়।
স্টেপ ০১ঃ
আপনার রিয়েল ফেসবুক আইডি তে প্রবেশ করুন মানে লগিন করুন। তারপর আপনি যে আইডি টা নস্ট করতে চান সেই আইডির প্রোফাইলে যান । তারপর আমার দেখানো স্ক্রীনশর্ট দেখেন।
স্টেপ ০২ঃ
Find Support or Report Profile সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন Fake account ফেক আকাউন্ট লেখা আছে সেখানে ক্লিক করুন ।
স্টেপ ০৩ঃ
ফেক আকাউন্ট ক্লিক করার পর Does this go against our Community Standards? এরকম লেখা ছে আপনারা নিচের ফটোর মতো দেখতে পাবেন। আপনি যে রিপোর্ট করলেন সেটার নোটিফিকেশন পাওয়ার জন্যে ঠিক দিন এবং সাবমিট করুন।
স্টেপ ০৪ঃ