৩৩০টি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩ | অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা বা বাণী
সবাইকে ঈদের শুভেচ্ছা eid status
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা বাণী, ঈদ মোবারক স্ট্যাটাস। আজকে আমরা জানব ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা বাণী নিয়ে।
অনেকই আছেন গুগলে এসে সার্চ করেন ঈদের শুভেচ্ছা বার্তা বা ঈদের শুভেচ্ছা বাণী। তাদের জন্য আজকের এই পোষ্ট নিয়ে হাজির হয়েছি অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা।
তাই আপনারা এখন ঈদের শুভেচ্ছা বাণী পান নি তারা আজকের এই পোস্টের মাধমে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা বাণী বা ঈদের শুভেচ্ছা বার্তা এবং ঈদের এসএমএস নিতে পারবেন।
আমরা এই পোস্টে আরো অনেক কিছু পাবো ঈদের শুভেচ্ছা কার্ড, ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন, ঈদের শুভেচ্ছা ছবি, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি। সবার নিচে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন দিয়ে দিলাম।
পুরো বিশ্বের মুসলিমদের আনন্দের দুটি দিন একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। ঈদুল আযহা কে কুরবানির ঈদ বা ত্যাগের উৎসব বলা হয়। ঈদুল আযহার দিনে সকলেই তার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করে। এই খুশির ঈদে প্রিয়জনদের ঈদের এসএমএস বা সোশ্যাল মিডিয়ায় মন খুলে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠান আমাদের এই সেরা অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ঈদের এসএমএস ছবি এবং পোস্টার এর মাধ্যমে।
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | অগ্রিম ঈদের শুভেচ্ছা | ঈদের শুভেচ্ছা বাণী
০১। কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।
০২। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। ঈদ মোবারক ।
০৩। নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
০৪। আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
০৫। সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি
০৬। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
"ঈদ মোবারক"
.০৭। কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক
০৮। রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
"ঈদ মোবারাক"!
০৯। দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****
১০। ফুল সুবাস দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়।
"ঈদ মোবারাক"!
১১। চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
১২। ভোর হলো দোর খোল,
চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ,
ঈদ চলে এলো রে।
নতুন জামা পড়বে, হাসি খুশি থাকবে .
ঈদ চলে এলো সবার দুয়ারে।
শুভেচ্ছা রইলো সবাইকে .
ঈদ মোবারক ।
১৩। রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”
১৪। মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কিছু দিন,
কাপড় চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন. *)
“ঈদ মোবারক” (* !
১৫। ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
ঈদ মোবারাক
১৬। ফুল সুভাষ দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এস এম এস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়,
"ঈদ মোবারক” !
১৭। হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।
১৮। যে দিন দেখবো ঈদ এর চাঁদ ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনন্দে কাটাবো সারা দিন! *)
"ঈদ মোবারক” (* !
১৯। ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।
২০। আজকে খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওয়ালের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দুর,
রমযান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর,,,
"ঈদ মোবারক”!
২১। আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক *****
২২। শুভ রজনী, শুভ দিন,
রাত পোহালেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”!
২৩। ঈদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত
না করলে পাবো আঘাত
তখন কিন্তু দেবো আড়ি
যাবো না আর তোমার বাড়ি
২৪। তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ,
২৫। বৃষ্টি আসবে……
আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?
চাঁদ উঠবে……
আর জসনা থাকবে না এমন কি হয় ?
বাগানে ফুল ফোটবে……
আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?
আর ঈদ আসবে……
তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?
ঈদের দাওয়াত রইলো
ঈদ মোবারাক
২৬। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
***** ঈদ মোবারাক *****
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | সবাইকে ঈদের শুভেচ্ছা | ঈদের শুভেচ্ছা বার্তা | কোরবানির ঈদের শুভেচ্ছা
২৭। তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ” ঈদ মোবারাক ”
২৮। তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,
তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,
তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক
২৯। বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
। ঈদ মোবারাক ।
৩০। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
ঈদ মোবারাক
৩১। রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে ।
ঈদ মোবারাক
৩২। ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক
৩৩। নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
ঈদ মোবারাক
৩৪। ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।
৩৫। মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
ঈদ মোবারাক
৩৬। নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক
৩৭। আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও ।
৩৮। ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া ।
ঈদ মোবারাক
৩৯। পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারাক
৪০। ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশীর দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
ঈদ মোবারাক
৪১। সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
ঈদ মোবারাক
৪২। রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশীর টানে
ঈদ মোবারাক
৪৩। ঈদ মানে খুশী,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবার আমি আসি!
৪৪। সারা দেশে চলছে ঈদ এর উত্সব,
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি,
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটু খানি হাসি,
ঈদ মোবারক।
৪৫। কষ্টের আড়ালে সুখের রসি-প্রতিটা জীবন কেই আমি ভালবাসি তাই প্রতিটা জীবনের প্রতিটা সময়ে শুভ হোক-সবাই কে জানাই ঈদ মোবারক।
৪৬। রমজান মাস এলো,
রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল,
নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল
ঈদ<> মোবারক
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদের শুভেচ্ছা মেসেজ | ঈদের শুভেচ্ছা কবিতা | ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
৪৭। যে দিন দেখব ঈদ এর চাঁদ।
খুশি মনে কাটাব রাত।
নতুন সাজে সাজাব আজ।
আজ হল ঈদ এর দিন।
আনন্দে কাটাব সারা দিন. . .!
৪৮। ফুল সুবাস দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদেরে কাদায়,
আর আমার এই সময় তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়.
"ঈদ মোবারক"।
৪৯। রং লেগেছে মনে,
মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দিব ঈদের এই দিনে।
"ঈদ মুবারক"।
৫০। চেয়ে দেখো!
নীল আকাশে,
চাঁদ উঠেছে!
ঈদ-এর চাঁদ,
খুশির বার্তা নিয়ে এসেছে।
সেই খুশিতে মোদের বাড়ি দাওয়াত দিলাম আসতে।
আসবে কিন্তু,
নয় রাগ করব তোমার সাথে।
৫১। দুরের মানুষ আসুক কাছে,
কাছের জনও থাকুক পাশে,
মন ছুটে যাক মনের টানে,
নয়া চাঁদের আগমনে,
ঈদ কাটুক খুশিতে।
***ঈদ মুবারক***
৫২। দিন গেল বেস,,,
ঈদ হল শেষ গরু চলে গেল,,,
গোস্ত রান্না হল...
সারাদিন ছিলাম ব্যস্ত,,,
এখন আমি আয়েশি...
এড্রেস দাও তাড়াতাড়ি,,,
কালকে যাব তোমার বাড়ি...
৫৩। নীল আকাশে ঈদ-এর চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন,
ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..! . .
*ঈদ মুবারক*
৫৪। রংধনু আসে রঙের টানে,
সুবাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে,
মন কেটে যায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে,
ঈদ মুবারক।
৫৫। ঈদ-এর খুশির দিনে তোমায় পরে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দুরে গেলে কষ্ট গুলো বারে,
তাইত তোমায় রেখেছি আমার মনের একটি কোণে..!
"ঈদ মুবারক" ।
৫৬। মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি ১ দিন,
আসবে সবার খুশির দিন,
গরু সকলে কিনে নিন,
নতুন জামা নতুন সারি,
দাওয়াত রইলো আমার বাড়ি ।
৫৭। আকাশ এ ঊঠেছে নতুন চাঁদ."
দিলাম তোমায় ঈদ এর দাওয়াত".
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনব ধরে" .
তাতেও যদি না আসতে চাও , সময় দিয়ে
৫৮। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
৫৯। ১দিন রোজা বলল হেসে,
বিদায় আমর খুব কাছে.
কষ্ট দিয়েছি অনেক দিন কিভাবে দিব সেই ঋণ?
তাই ঈদের দিন দিলাম তোমায়,
খুশি হও তোমরা সবাই...
(ঈদ মুবারক)।
৬০। হাঁসের ডিম মুরগির ডিম
"দেখা হবে ঈদের দিন"
ঈদ মানে আনন্দ 'ঈদ মানে খুশি'
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক
৬১। সোনালী সকাল, রোদেলা দুপুর,
পড়ন্ত বিকেল,
গোধূলি সন্ধ্যা,
চাঁদনী রাত,
সব রং-রাঙ্গিয়া থাক আপনার সারাটা বছর,
সারাটা জীবন।
এই কামনায়-
"ঈদ মুবারক"
৬২। মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
- ঈদ মোবারক-
৬৩। তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি।
তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি।
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই.....
ঈদ মুবারক..!
৬৪। চিঠি দিয়ে নয় "ফুল দিয়ে নয়"
কার্ড দিয়ে নয় "কল দিয়ে নয়"
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে "অগ্রিম ঈদের শুভেচছা"
ঈদ মোবারক.
৬৫। ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু পাওয়ার সাদ,
ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত....
“ঈদ মুবারক”
৬৬। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।
৬৭। দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
.৬৮। "ঈদ এলো বৃষ্টি এলো খুশির দাঁর মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,বৃষ্টি হল অপরূপ।
তুমি আমার আপনজন তাই তোমায় ঈদের নিমন্ত্রণ"
“ঈদ মুবারক”
৬৯। সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় "ঈদ মোবারাক"
৭০। আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”
৭১। শপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদের এসএমএস | কোরবানি ঈদের শুভেচ্ছা বাণী
৭২। আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
৭৩। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।
৭৪। নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ মোবারক
৭৫। সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক”
৭৬। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
ঈদ মোবারক
৭৭। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
৭৮। মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কয়েকদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক……
তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”
৭৯। আমি সরি, আমাকে ভুলে যাও পিলিজ,
আমি আর কিছুক্ষন পর চলে যাবো,
আমার পরে যে আসবে তাকে নিয়েই তোমরা এনজয় করো,
ইতি তোমার প্রিয় রমজান মুবারক।
*ঈদ মুবারক*
৮০। তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে "ঈদ মোবারক"
৮১। এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
৮২। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
৮৩। ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আমার এস.এম.এস. তোমাকে শুভেচ্ছা জানাই।
ঈদ মুবারক
৮৪। এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
৮৫। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক
৮৬। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
৮৭। শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from heart
EID MUBARAK
৮৮। চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়।
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়।
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক…!
৮৯। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
৯০। পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
৯১। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
"ঈদের অভিনন্দন"
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক
৯২। আসছে ঈদ লাগছে ভালো,
তাইতো আমায় বলতে হলো,
ঈদ মানে আকাশ ভরা এল,
ঈদ মানে সবাই থাকবে ভালো।
*ঈদ মুবারক*
৯৩। ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে
পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
৯৪। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
৯৫। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
৯৬। আকাশের নীল দিয়ে,
সাগরের গভীরত দিয়ে,
হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তুমাকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা।
৯৭। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
"ঈদের অভিনন্দন"
৯৮। হাই এস.এম.এস. যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে ঈদ এর দাওয়াত জানিয়ে দিবি আর মিষ্টি করে বলবি-
৯৯। চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক
১০০। ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
১০১। রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
১০২। ঈদ আসতে 1 দিন বাকি
এতো খুশি কোথায় রাখি
বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি
একটি বছর ঘুরে আসবে সেই দিন
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন
অনেকেই বিজি ঈদের কাজে
আনান্দ টা সবার মাঝে
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদের এসএমএস | কোরবানি ঈদের শুভেচ্ছা বাণী
১০৩। নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক।
১০৪। যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ বোবারক
১০৫। ভালবাসার তালে .তালে চলব দুজন এক সাথে।
কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে।
শপ্ন দেখ্ব দুজন মিলে,
ঘর কর ছি এক সাথে।
আর কি লাগে পৃথিবীতে।
ঈদ মোবারক
১০৬। হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..
১০৭। ঈদ মানে খুশি,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে এবার আমি আসি।
*ঈদ মুবারক*
১০৮। দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
১০৯। সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
১১০। ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
১১১। আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদ মোবারক।
১১২। বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
ঈদ মোবারাক
১১৩। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
ঈদ মোবারাক
১১৪। রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে ।
ঈদ মোবারাক
১১৫। ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক
১১৬। নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
*ঈদ মোবারাক*
১১৭। ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।
১১৮। মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
** ঈদ মোবারাক **
১১৯। নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক
১২০। আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও।
১২১। ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারাক
১২২। পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারাক
১২৩। সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
ঈদ মোবারাক
১২৪। রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশীর টানে
ঈদ মোবারাক
১২৫। হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক
১২৬। মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
– ঈদ মোবারক-
১২৭। চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.
১২৮। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন।
১২৯। দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
১৩০। সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক
১৩১। তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে “ঈদ মোবারক”
১৩২। আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
১৩৩। নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
১৩৪। আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক…
১৩৫। মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি একদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক
তোমাকে জানাই অগ্রিম
“ঈদ মোবারক”
১৩৬। বন্ধু তুমি অনেক দূরে,
তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক
১৩৭। মন চাইছে কারো সাথে কথা বলি,
মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি,
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
“ঈদ মোবারক”
১৩৮। স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
১৩৯। চিঠি দিয়ে নয়,
ফুল দিয়ে নয়।
কার্ড দিয়ে নয়,
কল দিয়ে নয়।
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক…!
১৪০। নীল আকাশে ঈদ-এর চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন,
ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..!
. .*ঈদ মুবারক*
১৪১। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে!
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে!
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”!
১৪২। বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন করো..
১৪৩। ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিসন্নতা আর দুঃখ।
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে,
রেখে দিব তোমায় হৃদয়ের কোণে,
ঈদ মুবারাক।
১৪৪। সবার ঈদ অনেক ভালো কাটুক।
সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
১৪৫। পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
১৪৬। সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক।
এই আশা নিয়ে সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।
১৪৭। আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি।
সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।
১৪৮। সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ।
সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
১৪৯। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
১৫০। তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ ও রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ,
এই ঈদ আনুক অনাবিল আনন্দ।
১৫১। কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।
১৫২। দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****
১৫৩। রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”
১৫৪। ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।
১৫৫। আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক *****
১৫৬। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
***** ঈদ মোবারাক *****
১৫৭। আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”
১৫৮। হাঁসের ডিম মুরগির ডিম।
দেখা হবে ঈদের দিন।
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’।
ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক
১৫৯। ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।
১৬০। রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
১৬১। নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক।
১৬২। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।
১৬৩। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
১৬৪। এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
১৬৫। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
১৬৬। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
১৬৭। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
১৬৮। ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
১৬৯। রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
১৭০। নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক।
১৭১। ভালবাসার তালে .তালে চলব দুজন এক সাথে।
কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে।
শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে।
আর কি লাগে পৃথিবীতে।
ঈদ মোবারক
১৭২। ঈদ মানে খুশি,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে এবার আমি আসি।
*ঈদ মুবারক*
১৭৩। কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু
১৭৪। ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
ঈদ মোবারাক
১৭৫। আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে।
অগ্রিম ঈদ মোবারক…
১৭৬। মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি একদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক……
তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”
১৭৭। বন্ধু তুমি অনেক দূরে,
তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক…
১৭৮। মন চাইছে কারো সাথে কথা বলি,
মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি,
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
“ঈদ মোবারক”
১৭৯। স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
১৮০। কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।
১৮১। রঙ লেগেছে মনে
মধুর এই খনে
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো
ঈদের এই দিনে ।
১৮২। ঈদের চাঁদ উঠেছিল আকাশে
সালামি পাইনি বিকাশে!
১৮৩। ডাবের বিতর মিস্টি পানি
তেতুল হইলো টক
বন্ধু তোমায় জানাই আমি
ঈদ মোবারক
আসচে ঈদ চলছে গাড়ি
বন্দু তুমি দাওয়াত দিলে
জাইতাম তুমার বাড়ি
১৮৪। ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
”ঈদ মোবারক”
১৮৫। বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
১৮৬। ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি ।
”ঈদ মোবারাক”
১৮৭। আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে।
আজ সুখ হবে সীমাহীন।
তার একটাই কারন, আ
জ যে ঈদের দিন।
ঈদ মোবারাক
১৮৮। স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দূরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক
১৮৯। অগ্রিম ঈদ মোবারক ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দাঁড়িয়ে।
”ঈদ মোবারক”
১৯০। আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোয়া দিয়ে,
সবুজের অরন্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে,
জানাই ঈদের শুভেচ্ছা ।
”ঈদ মোবারক”
১৯১। বাঁকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারো,
ঈদ মোবারক গ্রহন করো
১৯২। দিনে গরম রাতে শীত,
সামনে আসছে কুরবানি ঈদ।
সাদা রুটি মাংসের ঝোল,
খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকবো হাসি খুশি,
তোমাকে চাই পাশাপাশি।
১৯৩। সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল,
গোধূলি সন্ধ্যা,
চাঁদনী রাত।
সব রঙে রাঙিয়ে থাক আপনার সারাটি বছর,
সারাটি জীবন।
এই কামনায় ঈদ মোবারক।
১৯৪। তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাক না কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক।
১৯৫। কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়।
কিছু স্মৃতি নীরবে কেঁদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়। ঈদ মোবারক।
১৯৬। নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙিন হোক ঈদের রাত।
ঈদ মুবারাক।
১৯৭। আজ দুঃখ ভুলার দিন,
আজ মন হবে যে রঙিন।
আজ প্রান খুলে শুধু গান হবে।
আজ সুখ হবে সীমাহীন।
তার একটাই কারণ, আজ যে ঈদের দিন।
ঈদ মোবারক!
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদের এসএমএস | কোরবানি ঈদের শুভেচ্ছা বাণী
১৯৮। স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দুঃখ দূরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারক তোমার জন্য।
ঈদ মোবারক।
১৯৯। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে।
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
২০০। এই এসএমএস যার কাছে যাবি, যাকে পাবি, তাঁকেই আমার সালাম দিবি।
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মুবারোক।
২০১। বলছি আমি তোমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যথা।
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালবাসা,
ঈদ মোবারক।
২০২। শুভেচ্ছা রাশি রাশি,
গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from my heart… Eid Mubarak!
২০৩। ঈদ আনে বস্তা ভর্তি খুশু,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
২০৪। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
২০৫। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্ত দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ী।
ঈদ মোবারক সবাইকে।
ঈদের অভিনন্দন।
২০৬। ঈদ আসতে ১দিন বাকি!
এতো খুশি কোথায় রাখি!
বলাটা অনেক ইজি!
ঈদের কাজে সবাই বিজি!
একটি বছর ঘুরে আসবে সেই দিন!
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন!
অনেকেই বিজি ঈদের কাজে! আনন্দটা সবার মাঝে!
২০৭। দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাঁদের আগমনে,
কাটুক খুশি সবার মনে।
ঈদ মোবারক!
২০৮। নতুন পোশাক পরে নিও,
বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারক বলো প্রান খুলে।
২০৯। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক।
২১০। আকাশে নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারাক।
২১১। সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
২১২। আমার বাড়ী আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তি দুজন মোরা মিলে।
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
২১৩। কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
২১৪। আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে, ঈদ মোবারক।
২১৫। রাতের অবসান হলে
এস তুমি খুশির দিনে
ঘড়ির কাঁটায় প্রহর গুনে
বসে আছি নির্জনে
ক্ষীর সিমুই আর মিষ্টি দিয়ে
ঈদের শুভেচ্ছা জানায় সালাম দিয়ে।
সকলকে সালাম মালাইকুম ঈদ মোবারক।
২২৪। চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়…
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়…
মনের গভীর থেকে মিষ্টি
SMS দিয়ে সবাই কে জানাই
ঈদের শুভেচ্ছা
২২৫। আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক
২২৬। রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
২২৭। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক ।
ঈদ মোবারক
২২৮। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক ।
২২৯। ফুল সুবাস দেয়,
দৃষ্টি মনচুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায় ,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদ মোবারাক
২৩০। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”
২৩১। সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
২৩২। ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
২৩৩। কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
২৩৪। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
২৩৫। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক
২৩৬। পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_ঈদ মোবারক
২৩৭। শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
Wishing from heart … EID MUBARAK
২৩৮। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক
২৩৯। দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল,
খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
২৪০। সপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
২৪১। কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে।
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়,
ঈদ মোবারাক !!
২৪২। এই এসএমএস,
যার কাছে যাবি,
যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
২৪৩। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
২৪৪। রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন,
”ঈদ মোবারক”
২৪৫। বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
২৪৬। তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
২৪৭। নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
……….. ঈদ মোবারক
২৪৮। পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_ঈদ মোবারক
২৪৯। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক ”
২৫০। আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে ।
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে ।
“ঈদ মোবারক”
২৫১। নতুন পোশাক পরে নিও,
বেশি করে ঈদের সেলামী নিও ।
সেমাই খেও পেট ভরে ঘুরাফেরা করো মন ভরে ।
ঈদ মোবারাক বলো প্রাণ খুলে ।
২৫২। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে ।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে ।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক ।
“ঈদ মোবারক”
২৫৩। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
২৫৪। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ঈদের অভিনন্দন
২৫৫। ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
২৫৬। চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক
২৫৭। যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিন।
ঈদ মোবারাক
২৫৮। হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..”
২৫৯। দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ বোবারক
২৬০। ঈদ মানে হাসি,
ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক
২৬১। আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
২৬২। সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
২৬৩। কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
২৬৪। ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
২৬৫। রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক
২৬৬। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”
২৬৭। আজকে খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দুর,
রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,,
“ঈদ মোবারক”
২৬৮। যে দিন দেখবো ঈদ এর চাঁদ ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন! )
“ঈদ মোবারক” (
২৬৯। ফুল সুভাষ দেয়,
দৃষ্টি মণ চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এস এম এস তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
“ঈদ মোবারক”
২৭০। ভোর হলো দুর খোল,
চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ,
ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে,
হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে
.ঈদ মোবারক ঈদ মোবারক।
২৭১। ঈদ” মানে খুশী’
গরুর গলায় রশী’
শীতের শর্দি কাসি’
আবার হুজুরের মুখে হাসি’
তবুও ঈদ” ভালোবাসি’
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবার আমি আসি!
২৭২। মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কিছুদিন,
কাপড় চোপড় কিনে নিন,
গরিব দুঃখির খবর নিন,
দাওয়াত রইল ঈঁদের দিন.
“ঈদ মোবারক”
২৭৩। শুভ রজনী,
শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
২৭৪। হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
২৭৫। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে
২৭৬। আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের
পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও
কোরমার সাথে দিব 7আপ খেতে। ঈদের দিন করবো
মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
২৭৭। লাল শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে.. ঘুরবে যখন
রিক্সায়,, পাশে কিন্তুু নিও আমায়..!! ঈদ মোবারক
২৭৮। ঈদ মানে আঁকাশে
নতুন চাঁদ.ঈদ মানে
নতুন চাওয়া পাওয়ার
স্বাদ.ঈদ মানে মেহেদী
রাঙা হাত.ঈদমানে
আমারবাড়ীতে
তোমার দাওয়াত.
ঈদ মোবারক
২৭৯। শুভ ক্ষণ, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
ঈদ মোবারক
২৮০। মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক!
২৮১। মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের
বাকি ১দিন,কাপড় চোপড়
কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
“ঈদ মোবারক”
২৮২। আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক
২৮৩। যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
২৮৪। ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের
কাদায়, আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
“EID মোবারক”
২৮৫। নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
২৮৬। আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
২৮৭। ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক ।
২৮৮। চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক
২৮৯। শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
২৯০। ইদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত না করলে পাবো আঘাত
ঈদ মোবারক
২৯১। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”!
২৯২। নীল আকাশে ঈদ-এর চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন,
ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..!
. .ঈদ মুবারক
২৯৩। চিঠি দিয়ে নয়.
ফুল দিয়ে নয়.
কার্ড দিয়ে নয়.
কল দিয়ে নয়.
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা.
ঈদ মোবারক..
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদের এসএমএস | কোরবানি ঈদের শুভেচ্ছা বাণী
২৯৪। শপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
২৯৫। যেমন ছিলাম, তেমন আছি।
বন্ধু তোমার পাশাপাশি।
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে মিছি?
যদি তোমায় ভুলে জেতাম,
তাহলে কি এসএমএস করে
” ঈদ মোবারক” জানাতাম ?
“EID MUBARAK”
২৯৬। ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক
২৯৭। ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
ঈদ মোবারক
২৯৮। ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মোবারক
২৯৯। ভাবছি একটা কথা বলব
কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত
ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত।
ঈদ মোবারক
৩০০। বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
৩০১। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ” ঈদ মোবারক ”
৩০২। নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
৩০৩। পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
৩০৪। আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”
৩০৫। রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”
৩০৬। দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ মোবারক
৩০৭। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক
৩০৮। ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়। “ঈদ মোবারাক”
৩০৯। শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
৩১০। শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
৩১১। আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
৩১২। চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায়।
ঈদ মোবারাক
৩১৩। রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
৩১৪। ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ.
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ারস্বাদ.
ঈদ মানে মেহেদী রাঙা হাত.
ঈদমানে আমারবাড়ীতে তোমার দাওয়াত.
ঈদ মোবারক
৩১৫। কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
৩১৬। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
৩১৭। লাল শাড়ি পরে,,
হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়,,
পাশে কিন্তুু নিও আমায়..!!
ঈদ মোবারক
৩১৮। আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
৩১৯। ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
৩২০। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক
৩২১। আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক !!
৩২২। এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
৩২৩। আসছে ঈদ,,চলছে গাড়ি..
আমার দাওয়াত তোমার বাড়ি..
OHH Sorry..তোমার দাওয়াত আমার বাড়ি..
হিমেল হাওয়া,,শীতের দিন..আসবে কিন্তু ঈদের দিন
৩২৪। ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয় না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
৩২৫। রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন,
” ঈদ মোবারক ”
৩২৬। যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
৩২৭। শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from heart EID MUBARAK
৩২৮। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক
৩২৯। এই এসএমএস,
যার কাছে যাবি, যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
৩৩০। রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন,
" ঈদ মোবারক "
৩৩১। বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
"ঈদ মোবারক"
৩৩২। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
৩৩৩। তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
৩৩৪। তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
৩৩৫। নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ মোবারক