কেডি পাঠকের বিখ্যাত উক্তি ৭টি

আমরা আজকে কেডি পাঠকের বিখ্যাত উক্তি নিয়ে কথা বলব। কেডি পাঠোকের কিছু বিখ্যাত উক্তি আছে যা আমরা আদালত দেখার সময় শুনেছিলাম। তাই নিয়ে আজকের পোস্ট।

কেডি পাঠকের, কেডি পাঠকের ধাঁধা, কেডি পাঠকের বিখ্যাত উক্তি, কেডি পাঠকের উক্তি, কেডি পাঠকের পরিচয়, কেডি পাঠকের জীবন কাহিনী

২০১০ সালের ২০ নভেম্বার শুরু হয় ভারতের একটি সিরিজ যার নাম আদালত। এই সিরিজে একজন উকিল ছিলেন যিনি সত্য ও ন্যায়ের লড়তেন তিনি হলেন রনিত রায় যিনি আদালতে কেডি পাঠক নামে পরিচিত।

কেডি পাঠক সব সময় সত্য ও ন্যায়ের পথে চলত। তিবি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। আর তিনি আদালতে কখনো হারেন নি। তার জয়ের ও সাফল্যের হার শতভাগ। তিনি দোষীদের কে শাস্তি দিয়েই ছাড়তেন আর নির্দোষ কে সত্যের মাধমে জয়ী করতেন। 

কেডি পাঠক আদালত চালাকালীন মানুস কে ধাঁধা দিতেন। অর্থাৎ কেডি পাঠকের ধাঁধা। কেডি পাঠকের ধাঁধা গুলো ছিল অসাধারন যাইহোক আমরা আজকে কেডি পাঠকের বিখ্যাত উক্তি নিয়ে আলোচনা করব। নিচে কেডি পাঠকের বিখ্যাত উক্তি দেওয়া হলঃ

কেডি পাঠকের বিখ্যাত উক্তি

০১। এই লোকজন গুলো নয়, 

তুমি স্বয়ং নিজেই নিজেকে ভাসিয়েছো,

মিথ্যা কথা বলে।

এই মিথ্যা জিনিস টা হয়ই এরকম,

জীবন কে উলোঠ পালোঠ করে যায়,

আর শক্তি, শক্তিতে খুব শক্তি থাকে।

শক্তির মধ্যে খুব শক্তি আছে, আপনার মধ্যে কি শক্তি আছে সত্যি বলার।

কেডি পাঠক।


০২। লক্ষ্য কোটি মানুষের কাছ থেকে,

লক্ষ্য কোটি টাকা পাওয়া যাবে।

কিন্তু সত্যি কয়টা লোকের মধ্যে পাওয়া যায়।

যে বস্তুটা সত্যি দিয়ে পাওয়া যায়,

সেটা টাকা দিয়ে কেনা যায়না।

ন্যায় দণ্ডের সাহায্যে যদি মাপা যায়,

তো সত্যির ওজন টাকার চেয়ে অনেক বেশি।


০৩। শক্তি রেখে যারা চলে তারা হারে না,

ব্যর্থতা একটি পরিক্ষা মাত্র,

স্বীকার করো, কি ঘাটতি রয়েছে দেখো, পুরন করো যতক্ষন না সফল হও।

শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেওনা।

কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না।

যে শক্তি রেখে চলে, সে হারে না কখনো।

০৪। এটা সত্যি যে, মায়ের ভালোবাসা ছাড়া এ পৃথিবীতে আর কিচ্ছু নেই।


০৫। সেই অর্থে জাদুকর তো আপনারাও।

দুর্বল কে রক্ষা করুন, আর সহায়কে সহায়তা।

হয়ে গেলেন না আপনি জাদুকর।


০৬। যে অপরাধী সে কোনো না কোন ভুল অবশ্যই করে থাকে।

ব্যাস শুধু খুজে বের করার চোখ চায়।

যখন চুপ করে থাকবে অস্ত্রের কথা। 

তখন রক্ত করবে পিড়িতের কথা।


০৭। ১০০ মিটারের দৌড় হোক বা ৪২ মিটারের ম্যারাধন।

মিথ্যা যতই দৌড়ে দৌড়ক, যত দুরেই যাক না কেনো।

আমি ওর পিছু ছাড়ি না। 

সব সময় মিথ্যাকে হারিয়েই থাকি।

কারন ন্যায়ের ম্যারাধন, সব সময় জয়েরই হয়।

আজকের পোস্টে কেডি পাঠকের বিখ্যাত উক্তি জানলাম। যদি আপনার পোস্টি ভালো লাগে তাহলে স্কম্মেন্ট ও শেয়ার করতে ভুল্বেন না। ধন্যবাদ।

কেডি পাঠকের, কেডি পাঠকের ধাঁধা, কেডি পাঠকের বিখ্যাত উক্তি, কেডি পাঠকের উক্তি, কেডি পাঠকের পরিচয়, কেডি পাঠকের জীবন কাহিনী

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ