Kivabe Youtube Channel Khulbo

আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরকে রায়হান। আজকের টপিক হলো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo

বর্তমানে অনেকেই এখন প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করে লাখ লাখ টাকা করতেছে। আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রথমে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে। আর যদি আপনি এমনি ইউটিউব চ্যানেল করতে চান তাহলে আপনি এই পোস্ট টি এড়িয়ে যান। আমি আজকে দেখাবো প্রফেশনাল কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo প্রফেশনাল ভাবে ইউটিউব আকাউন্ট করতে হলে আপনাকে পোস্ট টি পুরো টাই মনোযোগ সহকারে পড়তে হবে।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি


আজকের টপিকে যা যা থাকছেঃ

১। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

২। কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন

৩। কিভাবে ইউটিউব চ্যানেল SEO হয় - ( Youtube SEO Bangla )

৪। কিভাবে ইউটিউব চ্যানেল আর্ট অ্যাড করতে হয়

৫। ইউটিউব চ্যানেলে কিভাবে BIO লিখতে হয়

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

স্টেপ ০১ঃ

আমদের প্রথমে একটি ব্রাঊজার নিতে হবে যেটি কিনা আগে কখনো ব্যবহার হয়নি। যাইহোক এখন আমরা একটি নতুন জিমেইল আকাউন্ট কুরব।

আমাদের ওয়েবসাইটে আগেই একটা পোস্টা করা আছে 


স্টেপ ০২ঃ

জিমেইল আকাউন্ট করা হয়ে গেলে আমরা এবার ইউটিউব চ্যানেল বানাবো। তার জন্যে আমরা YouTube যাবো কারন আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তার জন্যে সাইন আপ ক্লিক করুন। আমার অটোমেটিক লগিন হয়ে গেল, যদি আপনাদের অটোমেটিক লগিন না হয় তাহলে লগিন করে নিবেন ।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি

স্টেপ ০৩ঃ

জেনে রাখা ভালো ইউটিউব আকাউন্ট দুই রকমের হয়ঃ

১। ব্রান্ড আকাউন্ট

২। পারসোনাল আকাউন্ট

আমরা ব্রান্ড আকাউন্ট তৈরি করব। ইউটিউব ব্রান্ড আকাউন্ট তৈরি করার অনেক সুবিধা আছে। আপনারা যদি এই সুবিধা গুলো পড়তে চান থাহলে এই লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন।


যাইহোক আপনারা YouTube Studio তে যাবেন। তারপর দেখেন আপনাকে বলতেছে যে আপনি এই নামেই আকান্ট চালাবেন নাকি আলাদা নাম দিবেন। এটা কিন্তু ডিফল্ট আকাউন্ট বা এক কোথায় এটাকে পারসোনাল আকাউন্ট বলা যায়। এটা কিন্তু আপনার ব্রান্ড আকাউন্ট নয়।


আর হ্যা আমরা কিন্তু ইউটিউব ব্রান্ড আকাউন্ট তৈরি করতেছি। সেখান থেকে brand's name or another name এটা সেলেক্ট করুন। এখানে আপানি আপানার নতুন যেকোন ব্রান্ড আকাউন্ট নাম দিতে পারবেন। 

তো আমি আমার চ্যানেলের নাম দিলাম তারপর

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি


কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন

আকাউন্ট করা শেষ এখন আমরা আমাদের চ্যানেল টি ভেরিফাই করব।আর তার জন্য দরকার হবে একটি মোবাইল নাম্বার।

আর হ্যা ব্রান্ড নাম দেওয়ার পর যদি মোবাইল নাম্বার ভেরিফাই নাসে তাহলে আপনাকে সেটিং থেকে চ্যানেলে আস্তে হবে তারপর ফেচার থেকে ফোন নাম্বার ভেরিফিকেশণ ডেখটে পাবেণ ওখানে ক্লিক করে ভেরিফায় করে নেন।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি

এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন আর টেস্ক মেসেজে ক্লিক করুন। তাহলে আপনার নাম্বারে একটা মেসেজ যাবে সেটি পরের বক্সে বসিয়ে সাবমিট করে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল্টি ভেরফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওইয়ার সাথে সাথে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। 


কিভাবে ইউটিউব চ্যানেল SEO হয় - ( Youtube SEO Bangla )

আমরা আমাদের চ্যানেলের জন্যে এস ই ও করা লাগবে। এস ই ও করার জন্যে আপনাকে সেটিং থেকে চ্যানেলে যাবেন, যাওয়ার পর দেখুন ব্যাসিক ইনফো লেখা আছে সেখান দেখুন কান্ট্রি অফ রেসিডেন্ট, সেখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সেলেক্ট করে নিবেন।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি


তারপর দেখুন কিওয়ারড লেখা আছে, সেখানে আপনি আপনার চ্যানেল বিষয়ক কিওয়ারড লিখুন অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল টি যে টপিকের হবে সেই টপিক সম্পর্কে কিওয়ারড দিন। তাহলে আপনার চ্যানেল্টি সার্চ রেজাল্টে র‍্যাঙ্ক করবে। মানে আপনার চ্যানেল্টি সার্চ করলে তারাতারি পাওয়া যাবে।

আমদের চ্যানেল টি এখন এস ই ও করা হয়নি তাই আপনারা আবার সেটিং থেকে চ্যানেল যাবেন তারপর অ্যাডভানস সেটিং এ যান।

সেখানে আপনাকে বলা হবে এয় চ্যানেল টি কি কিডসের জন্যে মানে এটা কি শিশুদের জন্যে। আমাদের চ্যানেল্টি শিশুদের জন্যে নয় তাই আমি এখানে No, set this channel as not made for kids. I never upload content that's made for kids দিচ্ছি। 

তারপর একটু স্ক্রল্ল করেন দেখতে পাবেন Subscriber count এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি আপনার সাবস্ক্রাইব সবাইকে দেখাতে চান, যদি দেখাতে চান তাহলে টিক দিন আর যদি না দেখাতে চান তাহলে টিক দিবেন না।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি

ইউটিউব চ্যানেলে কিভাবে BIO লিখতে হয়

তারপর আপনারা ড্যাশবোরড থেকে কাস্টমাইজে ক্লিক করে ব্যাসিক ইনফো এ যাবেন তারপরে সেখানে চ্যানেল ডেস্ক্রিপশন দিতে বলবে সেখানে আপনি আপনার চ্যানেলের সম্পর্কে কিছু লিখবেন। 

আমি এই বিসয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না কারন আমাদের সাইটে অলরেডি একটা পোস্ট আছেই আপনারা এখান থেকে দেখে নিন।

আরো পড়ুনঃ ইউটিউব চ্যানেলর ভিডিওতে ডেসক্রিপশন বক্স লেখার নিয়ম

তারপর দেখুন লিঙ্ক থেকে অ্যাড  লিঙ্ক করতে বলছে আপনারা সেখানে ফেসবুক, আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে পারবেন।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি

সব কিছু করার পর আপনারা পাবলিশএ ক্লিক করবেন।


কিভাবে ইউটিউব চ্যানেল আর্ট অ্যাড করতে হয়

আমাদের চ্যানেলের জন্যে কিছু ইউটিউব চ্যানেল আর্ট অ্যাড করতে হবে। সে জন্য আমদের আমদের চ্যানেলের লোগো ও ব্যানার ইমেজ তৈরি করতে হবে।

আমি আগে থেকেই চ্যানেলের লোগো ও ব্যানার ইমেজ তৈরি করে রাখছি। আপনারা যদি এডোবি ফটোশপ দিয়ে করতে না পারেন তাহলে ক্যানভা দিয়ে তৈরি করবেন। আমি সব কিছু ক্যানভা দিয়ে তৈরি করে রাখছি। আপনারা যদি ক্যানভা প্রেমিয়াম আকাউন্ট ফ্রীতে নিতে চান তাহলে আমার সাইটে একটা পোস্ট আছে আপনারা দেখে নিতে পারেন।

ইউটিউব চ্যানেলের লোগোর সাইজ

  • প্রোফাইল সাইজ 98 x 98
  • ব্যানার সাইজ 2048 x 1152


আরও পড়ুনঃ কিভাবে ক্যানভা প্রো অ্যাকাউন্ট ফ্রিতে নিয়ে নিবেন


কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো - Kivabe Youtube Channel Khulbo তৈরি

আপনারা চ্যানেলের লোগো ও ব্যানার ইমেজ আপলোড করার পর পাবলিশ বাটনে ক্লিক করবেন

হয়ে গেল আপনাদের একটি ব্রান্ড ইউটিউব চ্যানেল । উপরের কোনো কিছু বুজতে অসুবিধা হলে নিচে কম্মেন্ট করে আমাদের জানাবেন। আ হ্যা আমাদের পোস্ট কেও কপ্য করবেন না। কেও যদি কপি করে থাকেন তাহলে তাকে আইনের আওতায় নেওয়া হবে।

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown 24 January

    YouTube channel love

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ