বন্ধুরা কেমন আছেন আপনারা, আজকে আমরা জানব রবি সিমে মিনিট চেক করার কোড সম্পর্কে। আপনারা হয়তো জানেন রবি বাংলাদেশের একটি বড় অফার দেওয়া সিম কোম্পানি। বাংলাদেশে যত সিম কোম্পানি আছে তার মধ্যে এই রবি সিম ভাল ভাল অফার দিয়ে থাকে।
বাজারে অন্যান্য সিমের তুলনায় এই সিমের দাম খুবি কম। তাছাড়াও অণেক কম দামে যেকোন মিনিট প্যাক, ইন্টারনেট প্যাক, এস এম এস প্যাক পাওয়া যায় এই সিমে।
রবি মিনিট অফার গুলো অনেক কম দামে পাওয়া যায় তাই যেকোন গ্রাহকের পছন্দ হবে এই রবি মিনিট প্যাক।
আরো পড়ুনঃ এয়ারটেল ফ্রি ইন্টারনেট ও মিনিট সকলেই পাবেন
রবি সিমে মিনিট চেক করার কোড
আপনি যদি রবিতে মিনিট কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মিনিট চেক করার জন্যে একটা কোড প্রয়োজন হবে। এই কোডের মাধমে আপনি জানতে পারবেন কত মিনিট আছে ,কত মিনিট ব্যায় করছেন এবং এর মেয়াদ কতক্ষণ।
রবি সিমে মিনিট চেক করার কোড হলোঃ *222*2# *222*9#
রবি মিনিট অফার
রবি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণী কিছু রবি মিনিট অফার প্যাক। এই অফার গ্রাহক ক্রয় করে তাঁর প্রয়োজন এবং প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলতে পারবেন। বেশি কল রেট এর চিন্তা করতে হবে না। চলুন জেনে নেই রবি সেরা মিনিট প্যাক অফার সম্পর্কে।
Robi Minutes Offer | Validity | Price | Activation code |
10 Minutes | 6 Hours | 8 Tk | *0*1# |
20 Minutes | 16 Hours | 14 Tk | *0*2# |
36 Minutes | 2 Days |
24 Tk | *0*3# |
65 Minutes | 2 Days |
43 Tk | *0*4# |
100 Minutes | 7 Days | 64 Tk | *0*5# |
160 Minutes | 7 Days | 99 Tk | *0*6# |
315 Minutes | 30 Days | 194 Tk | *0*7# |
800 Minutes | | 497 Tk | *0*8# |
560 Minutes + 1GB | | 348 Tk | *0*9# |
1600 Minutes + 5GB | | | *0*12# |
500 Minutes + 5GB 5 100 SMS | | | *123*599# |
| | |
|
রবি মিনিট প্যাক চেক কোড
- রবি থেকে রবি মিনিট চেক কোড *২২২*২#, *২২২*৮#
- রবি যেকোনো অপারেটর মিনিট চেক কোড *২২২*২৫#
- রবি অফ-নেট মিনিট চেক কোড *২২২*৯#
রবি সিম অপারেটরের গুরুত্বপূর্ণ কিছু কোড
- নিজের সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *২#
- মিনিট প্যাক দেখতে ডায়াল করুন *০#
- ডাটা বা ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *৪#
- ডাটা বা ইন্টারনেট প্যাক চেক করতে ডায়াল করুন *৩#
- মোবাইল ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১#
আমরা আজকে জানলা robi te minute check korar code রবি মিনিট চেক করার কোড সম্পকে।
আশা করি আপনাদের রবি মিনিট চেক করতে আর সমস্যা হবে না। কারন আমরা আপনাকে তাঁর সমাধান জানিয়ে দিয়েছে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কোড জানানোর চেষ্টা করেছি। এখন আপনি সহজেই রবি মিনিট চেক কোড দিয়ে মিনিট চেক করতে পারবেন।