Pubg Game Download For Laptop 4GB Ram
বন্ধুরা আজকে আমরা দেখবো কিভাবে আপনি পাবজি গেম কম্পিউটার / ল্যাপটপে ৪ জিবি র্যামে খেলবেন।
আপনাদের অনেক মন চায় যে পাব্জি ও ফ্রী ফায়ার খেলার জন্য কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে র্যাম কম থাকায় আপনারা খেলতে পারছেন না।
৪ জিবি র্যামে আপনারা যখন খেলতে যান তখন হয়তো অনেক সময় ল্যাগ করে আবার ভাল গ্রাফিক্স দেয়না।
আমি আপনাদের এই পোস্টে দেখাবো কিভাবে ৪ জিবি র্যামে ও ডুয়েল কোর ল্যাপটপ / কম্পিউটার হলেও খুব সুন্দর ভাবে কোনো ল্যাগ ছাড়াই পাবজি ও ফ্রী ফায়ার খেলতে পারবেন। আপনাদের যে ভাবে আমি দেখাবো স্টেপ স্টেপ বাই সে ভাবে কাজ করলে আশা করি আপনারা সাক্সেস হবেন ও ভাল ভাবে খেলতে পারবেন। তাহলে চলুন আজকের পোস্ট শুরু করা যাক ।
আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে খুব ভাল ভাবে খেলার জন্যে আমাদের আগে একটা আন্ড্রয়েড ভার্সন অ্যাাপ ডাউনলোড করতে হবে তারপ জন্যে আপনারা প্রথমে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন।
আরো পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন
স্টেপ ০১ঃ
অনেকি আছে যারা কম্পিউটার বা ল্যাপটপে আন্ড্রয়েড ফোনের অ্যাাপ গুলো চালানোর জন্যে এই Phoenix OS ইন্সটল করে থাকে। আমরাও আজকে এটি ইন্সটল করে পাবজি বা ফ্রী ফায়ার খেলবো।
ডাউনলোড লিঙ্কঃ
স্টেপ ০২ঃ
ডাউনলোড করার পর সাধারণত ইন্সটল করার জন্য এই রকম পপ আপ মেসেজ আসে তো আপনারা এখান থেকে ইন্সটল ক্লিক করে ইন্সটল করে নিবেন।
স্টেপ ০৩ঃ
ইন্সটল ক্লিক করার পর আপনাদের সি ড্রাইভ থেকে যে ড্রাইভ ফাকা আছে সেটি সেলেক্ট করবেন
সেলেক্ট করার পর আপনি কতোটা স্পেস দিবেন সেটি সেলেক্ট করুন। আমার রিকুয়ারমেন্ট থাকেব ১৬ জিবি বা তার বেশি দেওয়ার জন্য।
স্পেস দেওয়ার পর আপনারা ইন্সটল করবেন তারপর কম্পিউটার বা ল্যাপটপ রিস্টার্ট দেওয়ার পর এই রকম ইন্টারফেস আসবে।
এ রকম আসলে আপনাদের পারসেজ করার কোনো দরকার নাই এতেই আপনারা খুব ভাল করে পাবজি খেলতে পারবেন। তারপর কর্নারে এখানে ক্লিক করুন আপনারা ওনেক গুল আপ দেক্তে পাবেন।
এখন আপনারা প্লে স্টোর থেকে পাবজি গেমটি ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো করে খেলতে পারবেন ।
কোনো রকম ল্যাগ বা গ্রাপিক্সের সমস্যা হবে না। আপনারা এখান থেকে আন্ড্রয়েড ফোনের যেকোনো অ্যাাপ ইন্সটল করে চালাতে পারবেন একবারে হুবহু আন্ড্রয়েড ফোনের মতো করে।
তাহলে বন্ধুরা আজকের পোস্ট এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমদের ওয়েব সাইট টা নিয়মিত ভিজিট করবেন এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আর হ্যা যদি পোস্টা একটু ভাল লাগে তাহলে আপনার বন্ধুদের মাজে শেয়ার করতে ভুলবেন না।