আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই বা নতুন আইডি কার্ড কিভাবে দেখব
বন্ধুরা আজকে আমরা জানব নতুন আইডি কার্ড কিভাবে দেখব , নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে , স্মার্ট কার্ড কিভাবে পাবো, কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব, ভোটার আইডি কার্ড চেক, আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই, ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড ডাউনলোড, ভোটার আইডি কার্ড অনলাইন কপি, আইডি কার্ড চেক, আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম। Nid Card Check In Bangladesh,
নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে ।। নতুন আইডি কার্ড কিভাবে দেখব
আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই এমন প্রস্ন অনেকি করে থাকে আবার কেউ প্রস্ন করে নতুন আইডি কার্ড কিভাবে দেখব তাই আমরা আজকের পোস্ট সাজিয়েছি।
এখন থেকে আপনিও অনলাইনেই নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখতে পাবেন যদি আমার এই পোস্টটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না কথা দিলাম।
প্রথমেই বলে রাখি আইডি কার্ড অনলাইন কপি বের করার জন্য আমাদের একটি স্লিপ নাম্বের দরকার হবে। যখন আপনার আইডি বানানোর জন্য ডাকা হয়েছিল তখন আপনাকে একটি স্লিপ নাম্বের দিয়েছিল সেটি দেখতে এরকম।
আপনি যখন আইডি কার্ড চেক বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার জন্য যাবেন তখন আপনার এই ৮ সংখ্যার এই নাম্বার টি দরকার হবে। এখন আপনারা নিচের লেখাটি মনো্যোগ সহকারে পড়ুন ও দেখুন কারন আমি দেখাতে চলেছি কিভাবে অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন বা করবেন।
অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন ।। ভোটার আইডি কার্ড চেক
আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই এরকম প্রস্ন অনেকেই করে। তাই আমরা প্রথমে দেখবো আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি আসছে কিনা । যদি আপনার আইডি কার্ড আসে থাকে তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
আর হ্যা ১৮ বছর না হলে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন না।
জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করার জন্য আমাদের আগে জন্ম নিবন্ধন নতুন লিংক https://services.nidw.gov.bd/voter_center এই ওয়েবসাইটে যেতে হবে ।
ঐ লিঙ্কে যাওয়ার পর আপনারা আপনাদের যদি ফর্ম অর্থাৎ ঐ স্লিপ নাম্বার যদি থাকে তাহলে ফর্ম নাম্বার সিলেক্ট করবেন আর যদি এন আইডি নাম্বের থাকে তাহলে এন আইডি সিলেক্ট করবেন। করার পর আপনারা নিচের তথ্য গুল দিবেন।
১ম বক্সে ফর্ম বা এন আইডি নাম্বার দিবেন । ২য় বক্সে আপনার জন্ম সাল ও জন্ম তারিখ দিবেন তারপর ক্যাপচা দিবেন সঠিক ভাবে তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড তথ্য যাচাই করতে পারলেন। এখন আমরা ভোটার আইডি কার্ড ডাউনলোড ফাইল কিভাবে বের করতে হয় তা জানব।
তার আগে আমাদের এন আইডি নাম্বার টা সংগ্রহ করে রাখতে হবে কারন যখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করব তখন লাগবে সেই জন্য।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ।। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
তারপর আপনারা উপরের রেজিস্টার লেখা আছে সেখানে ক্লিক করুন অথবা এখান থেকেও রেজিস্টার ক্লিক করে যেতে পারবেন ।
যাওয়ার পর আপনার এন আইডি নাম্বার ও জন্ম সাল তারিখ এবং ক্যাপচা দিয়ে লগিন বাটনে ক্লিক করুন ।
তারপর আপনার Present এবং Permanent Address সঠিকভাবে দিয়ে “পরবর্তী” তে ক্লিক করুন। (এখানে ঠিকানা দেওয়ার ক্ষেত্রে নিবন্ধন ফরমে যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা দিতে হবে)
তারপর আপনার নাম্বেরে একটা বার্তা যাবে , আপনি জন্ম নিবন্ধন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটায় একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে পরবর্তী স্টেপ যান।
এরপর আপনার ছবি দেখতে পারবেন তারপর সেট পাসওয়ার্ড এ ক্লিক করুন ক্লিক করার পর :
১। আপনার ইউজারনেম দিন
২। একই পাসওয়ার্ড দুটি বক্সে বসান
এখন আপনার ছবি অ অন্যান্য তথ্য গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি বা পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে অটোমেটিক আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড হবে।
এখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পর বাজারে গিয়ে প্রিন্ট আউট বা লেমিনেটিং করে আপনি আপনার যেকোন কজে লাগাতে পারবেন যেমন সিম রেজিস্ট্রেশন বা অন্যান্য কাজে।
স্মার্ট কার্ড ডাউনলোড || স্মার্ট কার্ড কিভাবে পাবো
এখনো স্মার্ট কার্ড অনলাইনে বিতরন করা শুরু করেনি, স্মার্ট কার্ডে সিমের মতো থাকে তাই এটি অনলাইনে দেওয়া সম্ভব হয়না।
যদি স্মার্ট কার্ড পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার উপজেলায় যেতে হবে আর সেখান থেকেই নিতে হবে।
শেষ কথাঃ
আজকে আমরা জানলাম নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে, নতুন আইডি কার্ড কিভাবে দেখব, ভোটার আইডি কার্ড ডাউনলোড, আইডি কার্ড অনলাইন কপি এবং স্মার্ট কার্ড কিভাবে পাবো তা সম্পর্কে বিস্তারিত জানলাম।
আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই যারা এই প্রস্নটি করে থাকে সুধু তাদের জন্যি আজকের এই পোস্ট।
আপনাদের যদি কোথাও বুজতে অসুবিধা হয় তাহলে দয়া করে নিচে কম্মেন্ট করে জানাবেন। আর হ্যা পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না।