বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর উক্তি - না জানা থাকলে এখনি জেনে নিন

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙ্গালী কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিৎতকর পরিবেশে।

বন্ধুরা আজকে আমরা জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর উক্তি। আমি আশা করি আপনাদের ভাল লাগবে । 


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর উক্তি - না জানা থাকলে জেনে নিন



কবি কাজী নজরুল ইসলাম এর উক্তি

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। 
কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন। 

-- কাজী নজরুল ইসলাম


মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, 
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে

-- কাজী নজরুল ইসলাম।


তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, 
সে জানে তোমারে ভোলা কি কঠিন 

-- কাজী নজরুল ইসলাম


কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। 
এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না 

-- কাজী নজরুল ইসলাম


প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন 

-- কাজী নজরুল ইসলাম


হুমায়ুন ফরিদীর বিখ্যাত উক্তি


আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী,
চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি।

কাজী নজরুল ইসলাম


বল বীর-বল উন্নত মম শির!
শির নেহারী আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর ।

-- কাজী নজরুল ইসলাম

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। 

-- কাজী নজরুল ইসলাম


অঞ্জলি লহ মোর সংগীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমারে সুন্দর, বন্দিতে সঙ্গীতে।

--  কাজী নজরুল ইসলাম


 কবি কাজী নজরুল ইসলাম এর উক্তি


কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী। 

-- কাজী নজরুল ইসলাম


নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,
তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।

-- কাজী নজরুল ইসলাম


তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ ।

-- কাজী নজরুল ইসলাম


মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই। 

-- কাজী নজরুল ইসলাম


আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।। 

-- কাজী নজরুল ইসলাম


কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী,
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী ।

-- কাজী নজরুল ইসলাম


আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে,
অন্যের পাপ মাপি !! 

-- কাজী নজরুল ইসলাম


শুণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে
নির্জনে প্রভু নির্জনে খেলিছো ।

-- কাজী নজরুল ইসলাম


আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে! 

-- কাজী নজরুল ইসলাম


মৌ-লোভী যত মৌলবি আর মোল-লা’রা কন হাত নেড়ে
দেব-দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে
ফতোয়া দিলাম কাফের কাজী ও
যদিও শহীদ হইতে রাজি ও
আমপারা পড়া হামবড়া মোরা এখনও বেড়াই ভাত মেরে
হিন্দুরা ভাবে পার্শী শব্দে কবিতা লেখে ও পা’ত নেড়ে।

-- কাজী নজরুল ইসলাম


পুঁথির বিধান যাক পুড়ে তোর
বিধির বিধান সত্য হোক।

-- কাজী নজরুল ইসলাম


যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!

-- কাজী নজরুল ইসলাম


নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।

-- কাজী নজরুল ইসলাম


হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র ।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল
তাই কি ভাই ভাঙতে পারে ছোঁওয়া ছুঁয়ির ছোট্ট ঢিল ?
যে জাত-ধর্ম ঠুনকো এত আজ না হয় কাল ভাঙবে সে ত।
যাক না সে জাত জাহান্নামে রইবে মানুষ নাই পরোয়া।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


যেথা সবে-সম-পাপী
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি
জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও
টুপি পড়ে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও
পাপী নও যদি কেন এ ভড়ং ট্রেডমার্কার ধুম
পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামী গুম।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


দূর আজানের মধুর ধ্বনি, বাজে, বাজে মসজিদের-ই মিনারে।
মনেতে জাগে, হাজার বছর আগে, হজরত বেলালের অনুরাগে।
তার খাস এলাহান, মাতাইতো প্রাণ।
ভাঙ্গাইতো পাষান, জাগাইতো মহিমারে।
দূর আজানের মধুর ধ্বনি, বাজে, বাজে মসজিদের-ই মিনারে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


মরিছে হিন্দু, মরে মুসলিম এ উহার ঘায়ে আজ,
বেঁচে আছে যারা মরিতেছে তারা, এ-মরণে নাহি লাজ!
জেগেছে শক্তি তাই হানাহানি,
অস্ত্রে অস্ত্রে নব জানাজানি!
আজি পরীক্ষা-কাহার দস্ত হয়েছে, কত দরাজ!
কে মরিবে কাল সম্মুখ-রণে, মরিতে কা’রা নারাজ!

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


হেথা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি!

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


ও কারা কোরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি
ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে
পুজিছে গ্রন্থ ভন্ডের দল! – মুর্খরা সব শোন
মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


সত্য যদি হয় ধ্রুব তোর
কর্মে যদি না রয় ছল,ধর্ম দুগ্ধে না রয় জল
সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি

মিথ্যা শুনিনি ভাই
এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই ।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে !

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


সত্যকে অস্বীকার করিয়া ভন্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার ওপর ইমারত যতবার খাঁড়া করা যাবে, ততবার তা পড়ে যাবে ।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


তিনিই আর্টিস্ট, যিনি আর্ট ফুটাইয়া তুলিতে পারেন । আর্টের অর্থ সত্য প্রকাশ এবং সত্য মানেই সুন্দর; সত্য চিরমঙ্গলময়।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


শোন মর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় । তাতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


 শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী, যদি আমাদের গৌরব করার মতো কিছু না-ই থাকে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


শিহরি উঠো না শাস্ত্রবিদেরের ক’রোনা ক’ বীর ভয়

তাহারা খোদার খোদ ‘প্রাইভেট সেক্রেটারি’ তো নয়। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


কাজী নজরুল ইসলামের বাণী



ব্যর্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে তোলে ।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধকের কঙ্গাল মূর্তি।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাঁধবে বুকে দুঃখ-রাতে-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগবে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আমরা রচি ভালোবাসার
আশার ভবিষ্যৎ
মোদের স্বর্গ-পথের আভাস দেখায়
আকাশ-ছায়াপথ!
মোদের চোখে বিশ্ববাসীর
স্বপ্ন দেখা হোক সফল।
আমরা ছাত্রদল।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


সত্য যদি লক্ষ্য হয়, সুন্দর ও মঙ্গলের সৃষ্টি সাধনা ব্রত হয়, তবে তাহার লেখা সম্মান লাভ করিবেই করিবে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


রক্ত ঝরাতে পারি না তো একা, তাই

লিখে যাই এ রক্ত লেখা।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি,

স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি



যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে

অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে

বুঝবে সেদিন বুঝবে। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


 আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,

থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!

আসবে শিশির-রাত্রি!

থাকবে পাশে বন্ধু স্বজন,

থাকবে রাতে বাহুর বাঁধন,

বঁধুর বুকের পরশনে

আমার পরশ আনবে মনে-

বিষিয়ে ও-বুক উঠবে-

বুঝবে সেদিন বুঝবে! 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে

কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-

জাগবে হঠাৎ ছমকে,

ভাববে বুঝি আমিই এসে

বসনু বুকের কোলটি ঘেষে

ধরতে গিয়ে দেখবে যখন

শূন্য শয্যা মিথ্যা স্বপন

বেদনাতে চোখ বুজবে-

বুঝবে সেদিন বুঝবে ।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না ।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


এই নীরব নিশীথ রাতে

শুধু জল আসে আঁখিপাতে!

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


হে দারিদ্র্য, তুমি মোরে ক’রেছ মহান!

তুমি মরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আমাদের শত ব্যথিত হৃদয়ে

জাগিয়া রহিবে তুমি ব্যথা হ’য়ে,

হ’লে পরিজন চির-পরিচয়ে-

পুনঃ পাব তব দরশন,

এ নহে পথে আলাপন।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা

আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদোনা।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,

কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন

শেষে সেই আমারে কাঁদায়, যারে করি আপনারি জন।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না

বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?-

আসবে ভেঙ্গে কান্না,

পড়বে মন আমার সোহাগ

কন্ঠে তোমার কাদবে বেহাগ

পড়বে মনে আমার ফাকি

অশ্রুহারা কঠিন আখি

ঘন ঘন মুছবে,

বুঝবে সেদিন বুঝবে। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে

জাগিয়া কেঁদে ডাকি দেবতায়

প্রিয়তম প্রিয়তম প্রিয়তম।।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


ফোটে যে ফুল আঁধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথী আয়রে আয় সজল করুণ নয়ন তোলো দাও বিদায়।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


 বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনেবনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি



বসন্ত এলো এলো এলোরে

পঞ্চম স্বরে কোকিল কুহুরে

মুহু মুহু কুহু কুহু তানে

মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে

ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে। 

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি

আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী;

চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি।

-- কাজী নজরুল ইসলাম এর উক্তি


কাজী নজরুল ইসলামের বাণী ও কাজী নজরুল ইসলাম এর উক্তি যদি আপনাদের ভাল লাগে তাহলে পোস্ট টি এখনি শেয়ার করুন। আরো এরকম ভাল ভাল পোস্ট পড়তে আমাদের সাইট ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ