How to Download Youtube Video - মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড
বন্ধুরা আজকে আমরা জানব How to Download Youtube Video - মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড , ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট, ইউটিউব ভিডিও ডাউনলোড করব।ইউটিউ, ভিডিও ডাউনলোড এন্ড্রয়েড , ইউটিউব ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট, ইউটিউব ভিডিও ডাউনলোড করব কিভাবে।
How to Download Youtube Video - মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড
আমরা ইন্টারনেটে অর্থাৎ ইউটিউব অনেক ভিডিও দেখে থাকি যার মধ্যে কেঊ সিনেমা দেখে থাকে আবার কেই হিন্দি, বাংলা, ইংলিশ গান, ছবি বা মুভি আবার কেউ টিউটোরিয়ালও দেখে থাকে। এসব ভিডিও গুলর মধ্যে আমাদের কোনো না কোন ভিডিও পছন্দ হইয় যা আমারা ডাউনলোড করতে চায় পরে আবার দেখার জন্য কিন্তু আমারা ডাউনলোড করতে পারিনা ।
হয়তো আপনারা জানেন ইউটিউব আমাদের ডাউনলোড করার কোনো অপশন দেয়নি কিন্তু অনলাইনে ডাউনলোড করার অনেক আপশন আছে যা দিয়ে আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারি।
আপনারা যদি ইউটিউব ভিডিও ডাউনলোড করা নিয়ে টেনশন করে থাকে তাহলে এখনি মাথা থেকে টেনশন ফেলে দেন কারন আমি থাকতে আপনাদের কোনো টেনশন নাই। আমি আজকে এই পোস্টে দেখাবো মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়।
Y2mate ইউটিউব ভিডিও ডাউনলোড
কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব তা যদি আপনাদের না জানা থাকে তাহলে আমি আপনাদের দেখবো কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন।
আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব এবং সেই ভিডিও এর লিঙ্ক দিয়ে ববহার করে আমরা আমাদের ভিডিও টি আমদের কম্পিউটার , ল্যাপটপ বা মোবাইলে আনতে পারব। আর সেই অয়েবসাইটের নাম হল www.y2mate.com
তাহলে চলুন দেখি how to download youtube video - মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়।
আরো পড়ুনঃ
স্টেপ ০১।
প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার এ গিয়ে ইউটিউব এ যান, যাওয়ার পর আপনি যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেই ভিডিও টি আগে Play করুন তারপর উপরে দেখুন আপনি একটা ইউ আর এল দেখতে পাবেন সেটি ক্লিক করে url টা কপি করেন ।
স্টেপ ০২।
#. ক্লিক করার আবার একটি ডাউনলোড করার অপশন আসবে সেখান ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের পোস্ট যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন র যদি এই সাইটে আপনি প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই পোস্ট টি শেয়ার করবেন।