Fazlur Rahman Babu Natok List - ফজলুর রহমান বাবু নাটক
ফজলুর রহমান বাবু, একজন জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীতশিল্পী। সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি ২২ আগস্ট ১৯৬০ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশবের বেশিরভাগ সময় কাটান সেখানেই।
১৯৭৮ সালে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠিতে যোগদানের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। একই বছর, তিনি প্রথমবারের মতো জাতীয় নাট্য উৎসবে অভিনয় পরিবেশন করেন। তার বাবার কর্মস্থল পরিবর্তনের ফলে তারা সেখান থেকে চলে আসেন।
১৯৮৩ সালে তিনি অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশীদের ‘আরণ্যক নাট্যদল’ এ যোগদান করেন। মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো, ‘নঙ্কার পালা’, ‘পাথার’ ও ‘ময়ূর সিংহাসন’।
আরো পড়ুন ঃ আফরান নিশোর সকল নাটকের তালিকা
Fazlur Rahman Babu Natok List - ফজলুর রহমান বাবুর নাটক
- সংসার
- উনপাঁজুরে
- কর্মফল
- বাবা
- নব বৃন্দাবন
- কুইড়ার স্বপ্ন
- মিনিষ্টার
- মেহমান
- সম্পর্ক
- পাখির ডানা
- দু:খী মানুষের গল্প
- নিঃশব্দ রোদন
- বাবাদের ঈদ
- প্রজাবতী
- প্রবাসী টাকার মেশিন
- দুই দিনের দুনিয়া
- সরি বাবা
- আগামীকাল
- খয়ের পান
- ভবের হাট
- মলযাত্রা
- মায়া
- মিছে মায়া
- ধুইতুলী
- দুধওয়ালী
- নন্দপুরের নন্দনের
- পরিচয়
- পাখি সব করে রব
- বৃদ্ধাশ্রম
- গার্লস্ মার্কেট
- ভ্যান চালক
- নাটক - দুঃখী জীবনের গল্প
- এতিমখানা
- বিহঙ্গ মায়া
- দুলাভাই জিন্দাবাদ
- ভাদ্র মাসের তাল
- চোর
- মাটির মানুষ
ফজলুর রহমান বাবুর ছবির তালিকা - Fazlur Rahman Babu Movie List
- চতুর্থ মাত্রা
- শঙ্খনাদ
- না বোলনা
- আহা!
- দারুচিনি দ্বীপ
- মেড ইন বাংলাদেশ
- স্বপ্নডানায়
- বৃত্তের বাইরে
- মনপুরা
- অজ্ঞাতনামা
- একাত্তরের নিশান
- মেয়েটি এখন কোথায় যাবে
- হালদা
- গহীন বালুচর
- স্বপ্নজাল
- পোড়ামন ২
- নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার
- দহন
- রেমাক্রী
- ফাগুন হাওয়ায়
- মায়াবতী
- ইন্দুবালা
- আয়নাল ফকির
- বিশ্বসুন্দরী
এর বাহিরে যদি আরো কোনো নাটক বা সিনেমা থাকে তাহলে আমাদের কম্মেন্ট করে জানাবেন।
বন্ধুরা আজকে আপনারা ফাজলুর রহমান বাবুর নাটক ও ছবির তালিকা সম্পরকে জানলেন। যদি আপনাদের এই পোস্টা একটুও ভালো লাগে তাহলে বন্ধুদের মাজে শেয়ার করতে ভুল্বেন না।
Dada akta natok ami paylam na natoker nam ta amar mone porcha onek din aga dhakachi