সহজেই ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করার নিয়ম

বন্ধুরা কেমন আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিভবে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করতে হয়। ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করার জন্য আমি আপনাদের কিছু ট্রিক্স সেখাবো যে গুল ভাল করে  মনে রাখতে পারলে খুব সহজেই আপনি ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করতে পারবেন।
ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ কিভাবে বের করতে হয় তার সুত্র জেনে নিন
ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করার নিয়ম

ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ


আপনাদের প্রথমে দুটি সুত্র মনে রাখতে হবে। এই দুটি সুত্র মনে রাখতে পারলে আপনি যেকোনো বাংলা তারিখ, মাস, বছর সব কিছু বের করতে পারবেন।


সুত্র দুটি হলো

১। ৫৯৩
২।  ৪   ৫৫   ৬৬৬৬   ৫৫   ৪৩৫


প্রথম সুত্রের বাবহারঃ

যেকোনো ইংরেজি সালকে বাংলায় কনভার্ট করতে হলে আমাদের ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ দিতে হবে...যেমন

কাজী নজ্রুল ইসলামের ইংরেজি সাল ১৮৯৯ সালের ২৫ মে ...এটাকে আমরা বাংলায় কনভার্ট করব সে জন্য ৫৯৩ আমাদের বিয়োগ দিতে হবে.........।

১৮৯৯
-৫৯৩
--------------------
১৩০৬ 

১৩০৬ হলো কাজি নজ্রুল ইসলামের বাংলা জন্ম সাল । আমরা তাহলে জন্ম সাল কিভাবে বের করতে হয় তা জানলাম এবার দেখবো কিভাবে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করতে হয়।






দ্বিতীয় সুত্রের বাবহারঃ

ইংরেজি ১২ মাস তাই আমাদের এই ১২ সংখ্যা মনে রাখতে হবে।

৪   ৫৫   ৬৬৬৬   ৫৫   ৪৩৫

৪ = April
৫ =May
৫ = June
৬ = July
৬ = August
৬ = September
৬ = October
৫ = November
৫ = December
৪ = January
৩ = February
৫ = March


দ্বিতীয় সুত্রের ব্যবহার জানার জন্য আমাদের আরো কিছু জানতে হবে সেগুল নিছে আমি বিস্তারিত লিখে দিচ্ছি।।

এখানে আমাদের মনে রাখতে হবে
৪ মানে = ১৪
৫ মানে = ১৫
৬ মানে = ১৬
৩ মানে = ১৩

এবার আমরা উপরের সুত্রটি বসাবো  ৪   ৫৫   ৬৬৬৬   ৫৫   ৪৩৫


April এর  ১৪ তারিখ = বৈশাখের ১ তারিখ

May এর.১৫ তারিখ = জৈষ্ঠ্য এর ১ তারিখ 

Jun এর ১৫ তারিখ = আষাঢ় এর ১ তারিখ 

July এর ১৬ তারিখ = শ্রাবণ এর ১ তারিখ 

August এর ১৬ তারিখ = ভাদ্র এর ১ তারিখ 

September এর  ১৬ তারিখ = আশ্বিন এর ১ তারিখ 

October এর ১৬ তারিখ = কার্তিক এর ১ তারিখ 

November এর ১৫ তারিখ = অগ্রহায়ণ এর ১ তারিখ 

December এর ১৫ তারিখ = পৌষ এর ১ তারিখ 

January এর ১৪ তারিখ = মাঘ এর ১ তারিখ 

February এর  ১৩ তারিখ = ফাল্গুন এর ১ তারিখ 

March এর ১৫ তারিখ = চৈত্র এর ১ তারিখ 


এখন উদাহরণ স্বরূপ কাজী নজ্রুল ইসলামের ইংরেজি সাল ১৮৯৯ সালের ২৫ মে। আমরা তার জন্ম তারিখ টা বের করব

আমরা জানি,
May এর.১৫ তারিখ = জৈষ্ঠ্য এর ১ তারিখ

তাহলে আমরা কাজি নজ্রুল ইসলামের ইংরেজি তারিখ ২৫ মে থেকে May এর.১৫ তারিখ বাদ দেয় তাহলে থাকতেছে ১১ দিন। যদি বুজতে না পারেন তাহলে নিচে দেখেন।

যদি May এর.১৫ তারিখ সমান জৈষ্ঠ্য এর ১ তারিখ হয় তাহলে
১৫=১
১৬=২
১৭=৩
১৮=৪
১৯=৫
২০=৬
২১=৭
২২=৮
২৩=৯
২৪=১০
২৫=১১ দিন

তাহলে আমরা কাজী নজ্রুল ইসলামের ইংরেজি সাল ১৮৯৯ সালের ২৫ মে কে বাংলায় কনভার্ট করে ১৩০৬ সালের ১১ জৈষ্ঠ্য পায়লাম।


আরো একটি উদাহরণ দিচ্ছিঃ

আপনাদের বোঝার সুবিধার জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সালকে বেছে নিলাম

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ মে ১৮৬১

আমরা জানি,

ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ দিতে হবে 

১৮৬১
-৫৯৩
--------------
১২৬৮

এবার আমরা তারিখ বের করব
আমরা জানি,
May এর.১৫ তারিখ = জৈষ্ঠ্য এর ১ তারিখ

May এর.১৪ তারিখ = বৈশাখের  ৩০ তারিখ

May এর.১৩ তারিখ = বৈশাখের ২৯ তারিখ

May এর.১২ তারিখ = বৈশাখের ২৮ তারিখ

May এর.১১ তারিখ = বৈশাখের ২৭ তারিখ

May এর.১০ তারিখ = বৈশাখের ২৬ তারিখ

May এর.৯ তারিখ = বৈশাখের ২৫ তারিখ

আমরা তাহলে তারিখ পেলাম বৈশাখের ২৫ তারিখ।

অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় জন্ম পায়লাম ১২৬৮ সালের বৈশাখের ২৫ তারিখ।

আপনাদের যদি বুজতে একটু সমস্যা হয় তাহলে আমাদের কম্মেন্ট করে জানিয়েন দিন আমরা তার সমধান দেওয়ার চেস্টা করবো। আর হা শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ