(১০০০+) বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ

আপনি কি বাংলা বাগধারা সমগ্র বা বাগধারা তালিকা খুজতেছেন? যদি বাংলা বাগধারা সমূহ খুজে থাকেন তাহলে আমাদের আজকের পোস্টে আপনাকে স্বাগতম।  কারন আজকে আমরা বাগধারা তালিকা সহ মজার বাগধারা গুলো জানতে চলেছি। এগুলো ছাড়াও আমরা জানব বাগধারা শব্দের অর্থ কি, বাগধারা কোথায় আলোচিত হয়, বাগধারা কাকে বলে।

আসসালামু আলাইকুম আমি আর কে রায়হান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাগধারা তালিকা pdf। অনেক লোকজন গুগল এসে সার্চ করে বাগধারা তালিকা বাগধারা তালিকা pdf, বাংলা বাগধারা সমগ্র, বাংলা বাগধারা সমূহ ও বাগধারা উদাহরণ এবং মজার বাগধারা। 

তাই আমরা আজকে আপনাদের সাথে মজার বাগধারা উদাহরণ অর্থ সহ নিয়ে আসছি। অনেক লোক আছে যারা মজার বাগধারা পরতে ভালো বাসে। কারন বাগধারার খুব সুন্দর অর্থ প্রকাশ করে তাই সবাই বাগধারা পড়তে পছন্দ করে। তাই যাদের ভালো লাগে এই বাগধারা তারা নিচে বাগধারা তালিকা গুলো পড়তে পারে।

বন্ধুরা আজকে আমরা জানব বাগধারা কি বা বাগধারা কাকে বলে এবং বাগধারার কিছু অর্থ। এর পাশাপাশি আমরা আরো জানব বাগধারা শব্দের অর্থ কি, বাগধারা কোথায় আলোচিত হয়, মজার বাগধারা ও বাগধারা কাকে বলে এবং বাগধারা উদাহরণ। আপনারা যারা বাগধারা পড়তে ভালবাসেন তাদের জন্যে আজকের এই পোষ্ট।

বাগধারা শব্দের অর্থ কি | বাগধারা কোথায় আলোচিত হয় | বাগধারা কাকে বলে

ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে, যা সাধারণ অর্থের বাহিরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বা বাগ্বিধি বলে।

বাগধারা বাংলা ভাষায় বিশিষ্ট সম্পদ। বাগধারার মাধমে বক্তার মনের গভীর ভাবকে অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়। এগুলো ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জন্মায় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাই সব ভাষাতেই বাগধারার বিশেষ প্রয়োগ লক্ষ করা যায়।

(১০০০+) বাংলা বাগধারা অর্থ - Bangla Bagdhara
বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা

আরো পড়ুনঃ বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি - সকল বিভাগের ইতিহাস জানুন 

নিচে কিছু বাগধারার অর্থ বা নমুনা দেওয়া হলোঃ

'অ' বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা বাগধারা Bangla Bagdhara

১। অ আ ক খ বাগধারাটির অর্থ কি

প্রাথমিক জ্ঞান 

২। অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি

অপদার্থ

৩। আমড়াগাছি করা বাগধারাটির অর্থ কি

তোষামুদে

৪। অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কি

মারা যাওয়া

৫। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি

চিরদিনের জন্য প্রস্থান

৬। অগাধ জলের মাছ  বাগধারাটির অর্থ কি

সুচতুর বাক্তি

৭। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি

গলা ধাক্কা দেওয়া

৮। অন্ধের নড়ি বা ষষ্ঠী বাগধারাটির অর্থ কি

একমাত্র অবলম্বন

৯। অগ্নিশর্মা বাগধারাটির অর্থ কি

নিরতিশয় ক্রধ

১০। অগ্নিপরীক্ষা বাগধারাটির অর্থ কি

কঠিন পরীক্ষা

১১। অন্ধকারে ঢিল মারা বাগধারাটির অর্থ কি

আন্দাজে কাজ করা

১২। অকুল পাথার বাগধারাটির অর্থ কি

ভীষণ বিপদ

১৩। দৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ কি

ভাগ্যের নিষ্ঠুরতা

১৪। অল্প বিদ্যা ভয়ংকর বাগধারাটির অর্থ কি

সামান্য বিদ্যার অহংকার

১৫। অনাধিকার চর্চা বাগধারাটির অর্থ কি

সীমার বাহিরে পদক্ষেপ 

১৬। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি

নিস্ফল আবেদন

১৭। অহিনকুল সম্বন্ধ বাগধারাটির অর্থ কি

ভীষণ শত্রুতা

১৮। অকর্মার ধাড়ি বাগধারাটির অর্থ কি

অপদার্থ

১৯। অকাট মূর্খ বাগধারাটির অর্থ কি

জড়বুদ্ধিসম্পন্ন

২০। অকারণে হৈচৈ বাগধারাটির অর্থ কি

অহেতুক চিন্তা

২১। অকালকুসুম বাগধারাটির অর্থ কি

অসম্ভব বস্তু

২২। অকালপক্ক বাগধারাটির অর্থ কি

বয়সের তুলনায় বেশি পাকা

২৩। অগাধ জল বাগধারাটির অর্থ কি

চরম বিপদ

২৪। অগাধ জলের মাছ বাগধারাটির অর্থ কি

সুচতুর ব্যক্তি

২৫। অক্ষরে অক্ষরে বাগধারাটির অর্থ কি

যথাযতভাবে

২৬। অগ্নিকন্যা বাগধারাটির অর্থ কি

অতি তেজস্বী নারী

২৭। অগ্নিকাণ্ড বাগধারাটির অর্থ কি

তুমুল ঝগড়া

২৮। অগ্নিচক্ষু বাগধারাটির অর্থ কি

কঠোর দৃষ্টি

২৯। অগ্নিপরীক্ষা বাগধারাটির অর্থ কি

কঠিন পরীক্ষা

৩০। অন্ধকার দেখা  বাগধারাটির অর্থ কি

বিপদে দিশেহারা হওয়া

৩১। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কি

দুর্লভ বস্তু

৩২। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি

নিষ্ফল আবেদন

৩৩। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি

গলাধাক্কা

৩৪। অল্পজলের মাছ বাগধারাটির অর্থ কি

সামান্য পুঁজির লোক

'আ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। আঁধারে ঢিল ছোঁড়া বাগধারাটির অর্থ কি

আন্দাজে কিছু বলা/করা

০২। আকাশ থেকে পড়া বাগধারাটির অর্থ কি

না জানার ভান করা

০৩। আকাশ ধরা বাগধারাটির অর্থ কি

বৃষ্টি থামা

০৪। আকাশ ভেঙ্গে পড়া বাগধারাটির অর্থ কি

হঠাৎ ভীষণ বিপদে

০৫। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি

কাল্পনিক বস্তু

০৬। আকাশ পাতাল বাগধারাটির অর্থ কি

প্রুচুর বাবধান

০৭। আকাশের চাঁদ হাতে পাওয়া বাগধারাটির অর্থ কি

দুর্লভ বস্তু প্রাপ্তি

০৮। আক্কেলসেলামী বাগধারাটির অর্থ কি

নির্বুদ্ধিতার দণ্ড

০৯। আঙুল ফুলে কলাগাছ বাগধারাটির অর্থ কি

হঠাৎ প্রচুর ধনসম্পত্তির মালিক

১০। আদা জল খেয়ে পড়ে থাকা বাগধারাটির অর্থ কি

কার্যসিদ্ধির জন্য ধর্ণা দেওয়া

১১। আমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ কি

অপদার্থ

১২। আমি আমি করা বাগধারাটির অর্থ কি 

আত্মপ্রশংসা করা

১৩। আলালের ঘরের দুলাল বাগধারাটির অর্থ কি

বড়লোকের অতি আদরের নষ্টপুত্র

'ই' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি

নিতান্ত মন্দভাগ্য

০২। ইঁচড়ে পাকা বাগধারাটির অর্থ কি

অকালপক্ব

০৩। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি

সামান্য পার্থক্য

০৪। ইতস্ততঃ করা  বাগধারাটির অর্থ কি

দোনামনা করা

০৫। ইলাহি-কাণ্ড বাগধারাটির অর্থ কি

বিরাট আয়োজন

০৬। ইল্লতি কাণ্ডকারখানা বাগধারাটির অর্থ কি

নোংরা ব্যাপারস্যাপার

'ঈ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঈদের চাঁদ বাগধারাটির অর্থ কি

আকাঙ্ক্ষিত বস্তু

.০২। ঈশানের মেঘ বাগধারাটির অর্থ কি

সঙ্কটের পূর্বাভাস

০৩। ঈশ্বরপ্রাপ্তি বাগধারাটির অর্থ কি

মৃত্যু - সমার্থক বাগধারা- অক্কা পাওয়া

'উ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। উঁচ-কপালে বাগধারাটির অর্থ কি

সৌভাগ্যবান ব্যক্তি

.০২। উটকো ঝামেলা বাগধারাটির অর্থ কি

বাজে ঝামেলা

০৩। উচিত কথা বাগধারাটির অর্থ কি

ন্যায্য কথা, হক কথা

০৪। উঠতি বয়স বাগধারাটির অর্থ কি

যৌবনের প্রথমদিক

০৫। উঠে পড়ে লাগা বাগধারাটির অর্থ কি

দৃঢ়সংকল্পে উদ্যমের সাথে কাজে লাগা

০৬। উত্তমমধ্যম দেওয়া বাগধারাটির অর্থ কি

প্রচণ্ড প্রহার করা

০৭। উনিশ বিশ বাগধারাটির অর্থ কি

সামান্য পার্থক্য

০৮। উপঢৌকন বাগধারাটির অর্থ কি

ব্যাঙ্গার্থে- উৎকোচ

০৯। উপরচাপ বাগধারাটির অর্থ কি

উপরওয়ালার আদেশ

১০। উপরমহল বাগধারাটির অর্থ কি

সরকারীস্তর

১১। উলটপালট বাগধারাটির অর্থ কি

বিশৃঙ্খল অবস্থা

১২। উল্টাপাল্টা কথা বাগধারাটির অর্থ কি

অসঙ্গত/যুক্তিহীন কথা

১৩। উল্লুক বাগধারাটির অর্থ কি

অভদ্র, নির্বোধ

১৪। উসখুস করা বাগধারাটির অর্থ কি

কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়া

'ঊ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ কি

আয়োজনে কোন কিছুই বাদ নেই

.০২। ঊনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কি

পাগলামি

.০৩। ঊনপাঁজুরে বাগধারাটির অর্থ কি

দুর্বল, মন্দভাগ্য

০৪। ঊনপাঁজুরে বরাখুরে বাগধারাটির অর্থ কি

লক্ষ্মীছাড়া, হতভাগা- গালি

০৫। ঊনিশ-বিশ বাগধারাটির অর্থ কি

সামান্য পার্থক্য,ইতর বিশেষ

'ঋ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঋণচোর বাগধারাটির অর্থ কি

যে কখনো ঋণ শোধ করে না

০২। ঋণ-ছ্যাচড়া বাগধারাটির অর্থ কি

টাকা থাকতেও যে ঋণ শোধ করে না

০৩। ঋপু বাগধারাটির অর্থ কি

শত্রু

'এ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। এঁচড়ে পাকা বাগধারাটির অর্থ কি

অকাল পক্ক

০২। এঁটুলি বাগধারাটির অর্থ কি

আঠার মত গায়ে লেগে থাকা লোক

০৩। এঁটে ওঠা বাগধারাটির অর্থ কি

সমকক্ষ হওয়া

০৪। এঁড়ে গরুর দুধ বাগধারাটির অর্থ কি

অসম্ভব বস্তু

০৫। এ-ও-তা বাগধারাটির অর্থ কি

নানা বিষয়

০৬।  এ-ও-সে বাগধারাটির অর্থ কি

একথা-সেকথা

০৭। এককথার মানুষ বাগধারাটির অর্থ কি

কথা রাখে

০৮। একগলা বাগধারাটির অর্থ কি

গলা পর্যন্ত

০৯। একগুরুর শিষ্য বাগধারাটির অর্থ কি

বিদ্রুপে- সমান দুষ্ট

১০। একঘেয়ে বাগধারাটির অর্থ কি

সবসময় একরকম

১১। একটানা বাগধারাটির অর্থ কি

অবিরাম

১২। একটুকু বাগধারাটির অর্থ কি

অতি অল্প পরিমাণ

১৩। একঢিলে দুইপাখি মারা বাগধারাটির অর্থ কি

এক প্রচেষ্টায় দুই উদ্দেশ্যসাধন করা

১৪। একতাই বল বাগধারাটির অর্থ কি

সম্মিলিত শক্তি

১৫। একদেশদর্শী বাগধারাটির অর্থ কি

সঙ্কীর্ণমনা

১৬। একনজরে বাগধারাটির অর্থ কি

একবার বা ক্ষণেক দেখেই

১৭। একপায়ে খাড়া বাগধারাটির অর্থ কি

উদগ্রীব

১৮। একবনে দুইবাঘ বাগধারাটির অর্থ কি

প্রবল প্রতিদ্বন্দ্বী

১৯। একাই একশ বাগধারাটির অর্থ কি

অসাধারণ কুশলী/শক্তি

২০। একুল-ওকুল বাগধারাটির অর্থ কি

নদীর দুই পার

২১। এলাহি কাণ্ড বাগধারাটির অর্থ কি

বিরাট আয়োজন

২২। এলোপাথাড়ি বাগধারাটির অর্থ কি

এখানে সেখানে

২১। এলোমেলো বাগধারাটির অর্থ কি

বিশৃঙ্খল

২২। এসপার ওসপার বাগধারাটির অর্থ কি

চরম নিস্পত্তি

২৩। এণ্ডায় গণ্ডায় বাগধারাটির অর্থ কি

গোঁজামিল দিয়ে, ত্রুটিপূর্ণ

'ও' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ওজন বুঝে চলা বাগধারাটির অর্থ কি

অবস্থা বুঝে চলা/ আত্মসম্মান রক্ষা করা

০২। ওষুধ পড়া বাগধারাটির অর্থ কি

প্রভাপ পড়া

০৩। ওষুধে ধরা বাগধারাটির অর্থ কি

প্রার্থিত ফল পাওয়া

০৪। ওষুধ করা বাগধারাটির অর্থ কি

বশ করা

০৫। ওস্তাদি বাগধারাটির অর্থ কি

উপর চালাকি

০৬। ওটবস বাগধারাটির অর্থ কি

একইসঙ্গে চলাফেরা

০৭। ওলটপালট বাগধারাটির অর্থ কি

বিশৃঙ্খলা

'ক' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। কচুকাটা করা বাগধারাটির অর্থ কি

নির্মমভাবে ধ্বংস করা

০২। কচু পোড়া বাগধারাটির অর্থ কি

অখাদ্য

০৩। কচ্ছপের কামড় বাগধারাটির অর্থ কি

যা সহজে ছাড়ে না

০৪। কলম পেষা বাগধারাটির অর্থ কি

কেরানিগিরি

০৫। কলুর বলদ বাগধারাটির অর্থ কি

এক টানা খাটুনি

০৬। কথার কথা বাগধারাটির অর্থ কি

গুরুত্বহীন কথা

০৭। কাঁঠালের আমসত্ত্ব বাগধারাটির অর্থ কি

অসম্ভব বস্তু

০৮। কাকতাল বাগধারাটির অর্থ কি

আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা

০৯। কপাল ফেরা বাগধারাটির অর্থ কি

সৌভাগ্য লাভ

১০। কত ধানে কত চাল বাগধারাটির অর্থ কি

হিসেব করে চলা

১১। কড়ায় গণ্ডায় বাগধারাটির অর্থ কি

পুরোপুরি

১২। কান খাড়া করা বাগধারাটির অর্থ কি

মনোযোগী হওয়া

১৩। কানকাটা বাগধারাটির অর্থ কি

নির্লজ্জ

১৪। কান ভাঙানো বাগধারাটির অর্থ কি

কুপরামর্শ দান

১৫। কান ভারি করা বাগধারাটির অর্থ কি

কুপরামর্শ দান

১৬। কাপুড়ে বাবু বাগধারাটির অর্থ কি

বাহ্যিক সাজ

১৭। কেউ কেটা বাগধারাটির অর্থ কি

গণ্যমান্য

১৮। কেঁচো গণ্ডুষ বাগধারাটির অর্থ কি

পুনরায় আরম্ভ

১৯। কেঁচো খুড়তে সাপ বাগধারাটির অর্থ কি

বিপদজনক পরিস্থিতি

২০। কই মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি

যা সহজে মরে না

২১। কুঁড়ের বাদশা বাগধারাটির অর্থ কি

খুব অলস

২২। কাক ভূষণ্ডী বাগধারাটির অর্থ কি

দীর্ঘজীবী

২৩। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ কি

পরিপাটি

২৪। কাছা আলগা বাগধারাটির অর্থ কি

অসাবধান

২৫। কাঁচা পয়সা বাগধারাটির অর্থ কি

নগদ উপার্জন

২৬। কূপমণ্ডুক বাগধারাটির অর্থ কি

সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো

২৭। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ কি

পরিপাটি

২৮। কাঠের পুতুল বাগধারাটির অর্থ কি

নির্জীব, অসার

২৯। কথায় চিঁড়ে ভেজা বাগধারাটির অর্থ কি

ফাঁকা বুলিতে কার্যসাধন

৩০। কান পাতলা বাগধারাটির অর্থ কি

সহজেই বিশ্বাসপ্রবণ

৩১। কাছা ঢিলা বাগধারাটির অর্থ কি

অসাবধান

৩। কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ কি

তীব্র জ্বালা

৩৩। কেঁচো খুড়তে সাপ বাগধারাটির অর্থ কি

সামান্য থেকে অসামান্য পরিস্থিতি

৩৪। কেউ কেটা বাগধারাটির অর্থ কি

সামান্য

৩৫। কেঁচো গণ্ডুষ বাগধারাটির অর্থ কি

পুনরায় আরম্ভ

৩৬। কৈ মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি

 যা সহজে মরে না

'খ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। খই ঢেকুর বাগধারাটির অর্থ কি

চোঁয়া ঢেকুর

০২। খই ফোটা (মুখে) বাগধারাটির অর্থ কি

অনবরত বকবক করা, অনর্গল কথা বলা

০৩। খইয়ের বন্ধন বাগধারাটির অর্থ কি

উভয়সংকট, কিংকর্তব্যবিমূঢ়তা

০৫। খচখচ করা বাগধারাটির অর্থ কি

অস্বস্তিবোধ

০৬। খচাখচ বাগধারাটির অর্থ কি

নিরবচ্ছিন্নতাভাব (স্টেডিয়াম খচাখচ ভর্তি)

০৭। খচে বোম (অশালীন) বাগধারাটির অর্থ কি

রেগে আগুন

০৮। খচ্চর বাগধারাটির অর্থ কি

দমাইশ লোক, জারজ সন্তান- গালিবিশেষ

০৯। খঞ্জন-নয়ন বাগধারাটির অর্থ কি

চটুল সুন্দর নয়ন

১০। খটখটে বাগধারাটির অর্থ কি

জলহীন, শুষ্ক (খটখটে রোদ)

১১। খটমট, খটোমটো বাগধারাটির অর্থ কি

কঠিন, জটিল, দুরুহ (খটমট অঙ্ক)

১২। খটাখটি বাগধারাটির অর্থ কি 

নিরন্তর ঝগড়াঝাটি

১৩। খড়কুটো ধরে বাঁচা বাগধারাটির অর্থ কি 

শেষমুহুর্তে তুচ্ছ সাহায্য নেওয়া

১৪। খড়মপায়ে গঙ্গাপার বাগধারাটির অর্থ কি

অসম্ভব কাজ

১৫। খড়ি পাতা বাগধারাটির অর্থ কি

জ্যোতিষের গণনা করা

১৬। খড়ের আগুন বাগধারাটির অর্থ কি

উগ্রপ্রকৃতির লোক, যে দপ করে রেগে যায় আবার অপ্লেতেই ঠাণ্ডা হয়; খুব উতসাহে কাজ আরম্ভ করে কিন্তু উৎসাহ বেশিক্ষণ স্থায়ী হয় না

১৭। খড়ের গাদায় ছুঁচ খোঁজা বাগধারাটির অর্থ কি

অসাধ্য কাজ

১৮। খড়্গহস্ত বাগধারাটির অর্থ কি

অত্যন্ত ক্রুদ্ধ, প্রহারে উদ্যত (গুরুমশাই খড়্গহস্ত)

১৯। খণ্ডকপাল বাগধারাটির অর্থ কি

দুর্ভাগা, হতভাগ্য

২০। খতিয়ে দেখা বাগধারাটির অর্থ কি 

বিবেচনা করা

২১। খবরা-খবর বাগধারাটির অর্থ কি 

তত্ত্বতালাশ, খোঁজখবর

২২। খয়ের খাঁ বাগধারাটির অর্থ কি

চাটুকার, তোষামুদে

২৩। খয়েরখাঁই বাগধারাটির অর্থ কি 

চাটুকারী, তোষামোদ

২৪। খরচপত্র বাগধারাটির অর্থ কি 

প্রয়োজনমত বিভিন্ন বিষয়ে ব্যয়

২৫। খরচের হাত বাগধারাটির অর্থ কি 

খরচে দরাজ

২৬। খাঁই বাগধারাটির অর্থ কি

আকাঙ্খা, দাবী, লোভ (টাকার খাঁই মিটছে না)

২৭। খাঁ-খাঁ করা বাগধারাটির অর্থ কি

শূন্যতা/নির্জনতাবোধ 

২৮। খাঁচায় পুরে খোঁচা মারা বাগধারাটির অর্থ কি

বাগে এনে যন্ত্রণা দেওয়া

২৯। খাঁচার পাখি বাগধারাটির অর্থ কি

প্রাণ; অন্য অর্থে- বাগে থাকা লোক

৩০। খাঁদা/খেঁদা বাগধারাটির অর্থ কি

নতনাসিক

৩১। খাঁদা নাকে তিলক/নথ 

বিসদৃশ/বেমানান সাজসজ্জা

৩২। খাই বাগধারাটির অর্থ কি 

খরচ খাওয়ার জন্য যে খরচ হয়

৩৩। খাই খাই বাগধারাটির অর্থ কি

সর্বদা খাওয়ার জন্য লালসা প্রকাশ

৩৪। খাওয়া দাওয়া বাগধারাটির অর্থ কি 

খাওয়ানো

৩৫। খাঞ্জা খাঁ বাগধারাটির অর্থ কি

যে ব্যক্তি নবাবী চালে চলে

৩৬। খাটো করা/হওয়া বাগধারাটির অর্থ কি 

অপমান করা/অপমানিত হওয়া

৩৭। খাটো কাপড় বাগধারাটির অর্থ কি

অভাব অনটনের লক্ষণ

৩৮। খাটো দৃষ্টি বাগধারাটির অর্থ কি

কৃপণতা, ছোট নজর

৩৯। খাটো গলা বাগধারাটির অর্থ কি

চাপা/মৃদু গলা

৪০। খাট্টা  বাগধারাটির অর্থ কি

বিগড়ে গেছে এমন

৪১। খাণ্ডবদাহন/খাণ্ডবানল বাগধারাটির অর্থ কি

ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

৪২। খাণ্ডার বাগধারাটির অর্থ কি

উগ্রপ্রকৃতির লোক, কলহপ্রিয়

৪৩। খাতাকলমে বাগধারাটির অর্থ কি 

সরকারীভাবে

৪৪। খাতা খোলা বাগধারাটির অর্থ কি 

কিছুর প্রাপ্তি শুরু

৪৫। খাতা লেখা বাগধারাটির অর্থ কি

জমাখরচের হিসাব রাখা

৪৬। খাতায় নাম লেখানো বাগধারাটির অর্থ কি

বদসঙ্গের সদস্য হওয়া

৪৭। খাতির জমা বাগধারাটির অর্থ কি

নিরুদ্বিগ্ন

৪৮। খাদের কিনারে বাগধারাটির অর্থ কি

চরমসঙ্কট আসন্ন

৪৯। খাদ্যাখাদ্য বাগধারাটির অর্থ কি

কোনটি খাওয়া উচিৎ এবং কোনটি খাওয়া অনুচিত

৫০। খানকতক বাগধারাটির অর্থ কি

বেশি না কয়েকটি

৫১। খানকি বাগধারাটির অর্থ কি

মুসলমান গণিকা- গালি

৫২। খান-খান বাগধারাটির অর্থ কি

টুকরা টুকরা

৫৩। খানদান বাগধারাটির অর্থ কি 

উচ্চবংশ

৫৪। খাপ খাওয়া বাগধারাটির অর্থ কি

মানানসই হওয়া

৫৫। খাপ খাওয়ানো বাগধারাটির অর্থ কি

সামঞ্জস্য রক্ষা করে চলা

৫৬। খাপ খোলা বাগধারাটির অর্থ কি

জাহির করা

৫৭। খাপছাড়া বাগধারাটির অর্থ কি

অসংলগ্ন, বেমানান

৫৭। খাপ্পা বাগধারাটির অর্থ কি

ক্রুদ্ধ (বেজায় খাপ্পা)

৫৮। খাবার আগে/সময় শোবার চিন্তা  বাগধারাটির অর্থ কি

অতিসতর্কতা

৫৯। খাবি খাওয়া বাগধারাটির অর্থ কি

নিঃশ্বাসের জন্য ছটফট করা; বিপদে পড়ে ছটফট করা

৬০। খামকা/খা বাগধারাটির অর্থ কি

অকারণে (খামকা বকা খেলাম)

৬১। খাল খেঁচা বাগধারাটির অর্থ কি

অত্যন্ত প্রহার করা

৬২। খালি খালি বাগধারাটির অর্থ কি

অকারণ, অনর্থক

৬৩। খাসতালুক বাগধারাটির অর্থ কি 

নিজের সম্পত্তি 

৬৪। খালি খালি বাগধারাটির অর্থ কি

অকারণে (খালি খালি বকা খেলি)

৬৫। খিচুড়ি বাগধারাটির অর্থ কি

বিশৃঙ্খল সংমিশ্রণ

৬৬। খিচুড়ি পাকানো বাগধারাটির অর্থ কি

জটিল/বিশৃঙ্খল করে তোলা

৬৭। খিটখিটে বাগধারাটির অর্থ কি

সদাবিরক্ত (খিটখিটে মেজাজ)

৬৮। খুঁচিয়ে ঘা করা বাগধারাটির অর্থ কি

অনর্থক কথা বাড়িয়ে অপ্রিয় অবস্থার সৃষ্টি করা

৬৯। খুঁটিনাটি বাগধারাটির অর্থ কি

ছোটখাটো বিষয়

৭০। খুঁটিয়ে আনা বাগধারাটির অর্থ কি

বিস্তৃত অনুসন্ধান করে খবর আনা

৭১। খুঁটিয়ে দেখা বাগধারাটির অর্থ কি

খুঁত ধরে বিচার করা

৭২। খুঁটির জোর বাগধারাটির অর্থ কি

পৃষ্টপোষকের সহায়তা

৭৩। খুঁটে খাওয়া বাগধারাটির অর্থ কি

অন্নসংস্থান করতে সমর্থ

৭৪। খুঁতখুঁত করা বাগধারাটির অর্থ কি

অনিচ্ছা প্রকাশ করা

৭৫। খুঁতখুঁতে বাগধারাটির অর্থ কি

কখনো সন্তুষ্ট নয়

৭৬। খুদে রাক্ষস বাগধারাটির অর্থ কি

ভয়ানক পেটুক মানুষ

৭৭। খুড়োর কল বাগধারাটির অর্থ কি

লোক ঠকানোর যন্ত্র

৭৮। খুন সুটি/সুড়ি বাগধারাটির অর্থ কি

ছেলেমানুষী ঝগড়াঝাঁটি

৭৯। খুপসুরত/খুবসুরত বাগধারাটির অর্থ কি

অতি সুন্দর/সুশ্রী

৮০। খেঁকী কুকুর বাগধারাটির অর্থ কি 

অসহিষ্ণু/রগচটা ব্যক্তি

৮১। খেজুরে আলাপ বাগধারাটির অর্থ কি

অর্থহীন বাক্যালাপ

৮২। খেয়ে দেয়ে একাদশী বাগধারাটির অর্থ কি 

আঁচাতে অনীহা

৮৩। খেয়ে ফেলা বাগধারাটির অর্থ কি 

তাগাদা করে ব্যতিব্যস্ত করা

৮৪। খেয়োখেয়ি বাগধারাটির অর্থ কি

ঝগড়াবিবাদ

৮৫। খেরোর খাতা বাগধারাটির অর্থ কি

বাজে হিসাব

৮৬। খেল/খেলা বাগধারাটির অর্থ কি 

জারিজুরি (খেল খতম

৮৭। খেলাঘর বাগধারাটির অর্থ কি

কৃত্রিম সংসার

৮৮। খেলানো বাগধারাটির অর্থ কি

ইচ্ছামত পরিচালিত করা

৮৯। খোঁচাখুঁচি করা/ খোঁচানো বাগধারাটির অর্থ কি

উত্ত্যক্ত/বিরক্ত করা

৯০। খোঁজখবর বাগধারাটির অর্থ কি 

সন্ধান

৯১। খোদার উপর খোদকারী বাগধারাটির অর্থ কি 

যোগ্যলোকের কাজে অযোগ্যলোকের অসংগত হস্তক্ষেপ

৯২। খোদার খাসি বাগধারাটির অর্থ কি

ভাবনামুক্ত হৃষ্টপুষ্ট ব্যক্তি

৯৩। খোরপোশ বাগধারাটির অর্থ কি

অন্নবস্ত্রের সংস্থান, ভাত-কাপড়

৯৪। খোলনলচে বদল বাগধারাটির অর্থ কি

আমূল পরিবর্তন

৯৫। খোলাকাটা বামুন বাগধারাটির অর্থ কি

যজমানী বামুন

৯৬। খোলাখুলি কথা বাগধারাটির অর্থ কি

অকপট কথাবার্তা

৯৭। খোলামকুচি বাগধারাটির অর্থ কি

অকিঞ্চিৎকর জিনিস

৯৮। খোশগল্প বাগধারাটির অর্থ কি

আনন্দের কথাবার্তা

৯৯। খ্যাপলা জালে মাছ ধরা বাগধারাটির অর্থ কি

ধান্ধায় থাকা

'গ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি

অন্ধ অনুকরণ

০২। গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি

অতি ধীর গতি, আলসেমি

০৩। গণেশ উল্টানো বাগধারাটির অর্থ কি

উঠে যাওয়া, ফেল মারা

০৪। গলগ্রহ বাগধারাটির অর্থ কি

পরের বোঝা স্বরূপ থাকা

০৫। গরজ বড় বালাই বাগধারাটির অর্থ কি

প্রয়োজনে গুরুত্ব

০৬। গরমা গরম বাগধারাটির অর্থ কি

০৭। গরিবের ঘোড়া রোগ বাগধারাটির অর্থ কি

অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা

০৮। গুর খোঁজা বাগধারাটির অর্থ কি

তন্ন তন্ন করে খোঁজা

০৯। গুরু মেরে জুতা দান বাগধারাটির অর্থ কি

বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ

১০। গাছে কাঁঠাল গোঁফে তেল বাগধারাটির অর্থ কি

প্রাপ্তির আগেই আয়োজন

১১। গা ঢাকা দেওয়া বাগধারাটির অর্থ কি

আত্মগোপন

১২। গায়ে কাঁটা দেওয়া বাগধারাটির অর্থ কি

রোমাঞ্চিত হওয়া

১৩। গাছে তুলে মই কাড়া বাগধারাটির অর্থ কি

সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা

১৪। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো বাগধারাটির অর্থ কি

কোনো দায়িত্ব গ্রহণ না করা

১৫। গুরু মারা বিদ্যা বাগধারাটির অর্থ কি

যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ

১৬। গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি

স্বেচ্ছাচারী লোক

১৭। গোঁয়ার গোবিন্দ বাগধারাটির অর্থ কি

নির্বোধ অথচ হঠকারী

১৮। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি

নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া

১৯। গোবর গণেশ বাগধারাটির অর্থ কি

মূর্খ

২০। গোলক ধাঁধা বাগধারাটির অর্থ কি

দিশেহারা

২১। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি

নিতান্ত অলস

২২। গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কি

শুরুতে ভুল

২৩। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি

ভূমিকা

২৪। গৌরীসেনের টাকা বাগধারাটির অর্থ কি

বেহিসাবী অর্থ

২৫। গুড়ে বালি বাগধারাটির অর্থ কি

আশায় নৈরাশ্য

'ঘ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঘর ভাঙানো বাগধারাটির অর্থ কি

সংসার বিনষ্ট করা

০২। ঘাটের মরা বাগধারাটির অর্থ কি

অতি বৃদ্ধ

০৩। ঘোড়া রোগ বাগধারাটির অর্থ কি

সাধ্যের অতিরিক্ত সাধ

০৪। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া বাগধারাটির অর্থ কি

মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা

০৫। ঘোড়ার ঘাস কাটা বাগধারাটির অর্থ কি

অকাজে সময় নষ্ট করা

০৬। ঘোড়ার ডিম বাগধারাটির অর্থ কি

অবাস্তব

০৭। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বাগধারাটির অর্থ কি

নিজ খরচে পরের বেগার খাটা

০৮। ঘাটের মড়া বাগধারাটির অর্থ কি

অতি বৃদ্ধ

০৯। ঘটিরাম বাগধারাটির অর্থ কি

আনাড়ি হাকিম

'চ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি

চুরি করা

০২। চক্ষুলজ্জা বাগধারাটির অর্থ কি

সংকোচ

০৩। চর্বিত চর্বণ বাগধারাটির অর্থ কি

পুনরাবৃত্তি

০৪। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি

আনন্দের প্রাচুর্য

০৫। চিনির বলদ বাগধারাটির অর্থ কি

ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়

০৬। চোখের বালি বাগধারাটির অর্থ কি

চক্ষুশূল

০৭। চোখের পর্দা বাগধারাটির অর্থ কি

লজ্জা

০৮। চোখ কপালে তোলা বাগধারাটির অর্থ কি

বিস্মিত হওয়া

০৯। চোখ টাটানো বাগধারাটির অর্থ কি

ঈর্ষা করা

১০। চোখে ধুলো দেওয়া বাগধারাটির অর্থ কি

প্রতারণা করা

১১। চোখের চামড়া বাগধারাটির অর্থ কি

লজ্জা

১২। চুনকালি দেওয়া বাগধারাটির অর্থ কি

কলঙ্ক

১৩। চশমখোর বাগধারাটির অর্থ কি

চক্ষুলজ্জাহীন

১৪। চোখের মণি বাগধারাটির অর্থ কি

প্রিয়

১৫। চামচিকের লাথি বাগধারাটির অর্থ কি

নগণ্য ব্যক্তির কটূক্তি

১৬। চিনির পুতুল বাগধারাটির অর্থ কি

শ্রমকাতর

১৭। চুঁনোপুটি বাগধারাটির অর্থ কি

নগণ্য

১৮। চুলোয় যাওয়া বাগধারাটির অর্থ কি

ধ্বংস

১৯। চিনে/ছিনে জোঁক বাগধারাটির অর্থ কি

নাছোড়বান্দা

'চ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ছ কড়া ন কড়া বাগধারাটির অর্থ কি

সস্তা দর

০২। ছা পোষা বাগধারাটির অর্থ কি

অত্যন্ত গরিব

০৩। ছাই ফেলতে ভাঙা কুলা বাগধারাটির অর্থ কি

সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি

০৪। ছেলের হাতের মোয়া বাগধারাটির অর্থ কি

সামান্য বস্তু

০৫। ছুঁচো মেরে হাত গন্ধ করা বাগধারাটির অর্থ কি

নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন

০৬। ছক্কা পাঞ্জা বাগধারাটির অর্থ কি

বড় বড় কথা বলা

০৭। ছিঁচ কাদুনে বাগধারাটির অর্থ কি

অল্পই কাঁদে এমন

০৮। ছিনিমিনি খেলা বাগধারাটির অর্থ কি

নষ্ট করা

০৯। ছেলের হাতের মোয়া বাগধারাটির অর্থ কি

সহজলভ্য বস্তু

'জ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। জগাখিচুড়ি পাকানো বাগধারাটির অর্থ কি

গোলমাল বাধানো

০২। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি

কুটিলতা

০৩। জলে কুমির ডাঙায় বাঘ বাগধারাটির অর্থ কি

উভয় সঙ্কট

'ঝ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঝড়ো কাক বাগধারাটির অর্থ কি

বিপর্যস্ত

০২। ঝাঁকের কৈ বাগধারাটির অর্থ কি

এক দলভুক্ত

০৩। ঝিকে মেরে বউকে বোঝানো বাগধারাটির অর্থ কি

একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান

০৪। ঝোপ বুঝে কোপ মারা বাগধারাটির অর্থ কি

সুযোগ মত কাজ করা

'ট' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। টনক নড়া বাগধারাটির অর্থ কি

চৈতন্যোদয় হওয়া

০২। টাকার কুমির বাগধারাটির অর্থ কি

ধনী ব্যক্তি

০৩। টেকে গোঁজা বাগধারাটির অর্থ কি

আত্মসাৎ করা

০৪। টুপভুজঙ্গ বাগধারাটির অর্থ কি

নেশায় বিভোর

'ঠ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঠাঁট বজায় রাখা বাগধারাটির অর্থ কি
অভাব চাপা রাখা
০২। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি
বেহায়া
০৩। ঠগ বাছতে গাঁ উজাড় বাগধারাটির অর্থ কি
আদর্শহীনতার প্রাচুর্য
০৪। ঠুঁটো জগন্নাথ বাগধারাটির অর্থ কি
অকর্মণ্য
০৫। ঠেলার নাম বাবাজি বাগধারাটির অর্থ কি
চাপে পড়ে কাবু

'ড' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি
দুর্লভ বস্তু
০২। ডাকের সুন্দরী বাগধারাটির অর্থ কি
খুবই সুন্দরী
০৩। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি
দুর্লভ বস্তু
০৪। ডান হাতের ব্যাপার বাগধারাটির অর্থ কি
খাওয়া
০৫। ডামাডোল বাগধারাটির অর্থ কি
গণ্ডগোল

'ঢ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি
গোপন রাখার চেষ্টা
০২। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি
মোসাহেব, চাটুকার
০৩। ঢাকের বাঁয়া বাগধারাটির অর্থ কি
অপ্রয়োজনীয়
০৪। ঢেঁকির কচকচি বাগধারাটির অর্থ কি 
বিরক্তিকর কথা
০৫। ঢি ঢি পড়া বাগধারাটির অর্থ কি
কলঙ্ক প্রচার হওয়া
০৬। ঢিমে তেতালা বাগধারাটির অর্থ কি
মন্থর

'ত' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। তালকানা বাগধারাটির অর্থ কি

বেতাল হওয়া

০২। তাসের ঘর বাগধারাটির অর্থ কি

ক্ষণস্থায়ী

০৩। তামার বিষ বাগধারাটির অর্থ কি

অর্থের কু প্রভাব

০৪। তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কি

ক্ষীণজীবী

০৫। তিলকে তাল করা বাগধারাটির অর্থ কি

বাড়িয়ে বলা

০৬। তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ কি

ভণ্ড

০৭। তুলা ধুনা করা বাগধারাটির অর্থ কি

দুর্দশাগ্রস্ত করা

০৮। তুষের আগুন বাগধারাটির অর্থ কি

দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা

০৯। তীর্থের কাক বাগধারাটির অর্থ কি

প্রতীক্ষারত

'থ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। থ বনে যাওয়া বাগধারাটির অর্থ কি
স্তম্ভিত হওয়া
০২। থরহরি কম্প বাগধারাটির অর্থ কি
ভীতির আতিশয্যে কাঁপা

'দ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। দা-কুমড়া বাগধারাটির অর্থ কি

ভীষণ শত্রুতা

০২। দহরম মহরম বাগধারাটির অর্থ কি

ঘনিষ্ঠ সম্পর্ক

০৩। দু মুখো সাপ বাগধারাটির অর্থ কি

দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী

০৪। দিনকে রাত করা বাগধারাটির অর্থ কি

সত্যকে মিথ্যা করা

০৫। দুধে ভাতে থাকা বাগধারাটির অর্থ কি

খেয়ে-পড়ে সুখে থাকা

০৬। দেঁতো হাসি বাগধারাটির অর্থ কি

কৃত্তিম হাসি

০৭। দাদ নেওয়া বাগধারাটির অর্থ কি

প্রতিশোধ নেয়া

০৮। দুকান কাটা বাগধারাটির অর্থ কি

বেহায়া

০৯। দুধের মাছি বাগধারাটির অর্থ কি

সু সময়ের বন্ধু

'ধ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ধরাকে সরা জ্ঞান করা বাগধারাটির অর্থ কি
সকলকে তুচ্ছ ভাবা
০২। ধড়া-চূড়া বাগধারাটির অর্থ কি
সাজপোশাক
০৩। ধরাকে সরা জ্ঞান করা বাগধারাটির অর্থ কি
অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা
০৪। ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ কি
যথেচ্ছাচারী
০৫। ধর্মের কল বাতাসে নড়ে বাগধারাটির অর্থ কি
সত্য গোপন থাকে না
০৬।ধরি মাছ না ছুঁই পানি বাগধারাটির অর্থ কি
কৌশলে কার্যাদ্ধার

'ন' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ননীর পুতুল বাগধারাটির অর্থ কি

শ্রমবিমুখ

০২। নয় ছয় বাগধারাটির অর্থ কি

অপচয়

০৩। নাটের গুরু বাগধারাটির অর্থ কি

মূল নায়ক

০৪। নাড়ি নক্ষত্র বাগধারাটির অর্থ কি

সব তথ্য

০৫। নিমক হারাম বাগধারাটির অর্থ কি

অকৃতজ্ঞ

০৬। নিমরাজি বাগধারাটির অর্থ কি

প্রায় রাজি

০৭। নামকাটা সেপাই বাগধারাটির অর্থ কি

কর্মচ্যূত ব্যক্তি

০৮। নথ নাড়া বাগধারাটির অর্থ কি

গর্ব করা

০৯। নেই আঁকড়া বাগধারাটির অর্থ কি

একগুঁয়ে

১০। নগদ নারায়ণ বাগধারাটির অর্থ কি

কাঁচা টাকা/নগদ অর্থ

১১। নেপোয় মারে দই বাগধারাটির অর্থ কি

ধূর্ত লোকের ফল প্রাপ্তি

'প' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। পইপই বাগধারাটির অর্থ কি

পুনঃপুনঃ

০২। পকেট খালি/গড়ের মাঠ বাগধারাটির অর্থ কি

অর্থশূন্য, টাকাপয়সা নেই

০৩। পকেট শুকানো বাগধারাটির অর্থ কি

নিঃস্ব হওয়া; অর্থে টান পড়া

০৪। পকেটস্থ করা বাগধারাটির অর্থ কি

আত্মসাৎ করা

০৫। পগার পার বাগধারাটির অর্থ কি

পলায়ন করা

০৬। পঙক্তি-ভোজন বাগধারাটির অর্থ কি

একসঙ্গে অনেক লোকের পাশাপাশি বসে আহার

০৭। পচা আদা/আলু/ডিম বাগধারাটির অর্থ কি

সব ভালোর মধ্যে কোন একটি মন্দ

০৮। পটপরিবর্তন বাগধারাটির অর্থ কি

০৯। পত্রপাঠ বাগধারাটির অর্থ কি

অবিলম্বে, তৎক্ষণাৎ

১০। পথ করা বাগধারাটির অর্থ কি

উপায় বার করা

১১। পথকষ্ট বাগধারাটির অর্থ কি

দুর্গম/দূরের পথে চলার পরিশ্রম

১২। পথখরচ বাগধারাটির অর্থ কি

পাথেয়, যাতায়াতের জন্য খরচ

১৩। পথচলতি বাগধারাটির অর্থ কি

পথ চলাকালীন (পথচলতি বন্ধুত্ব)

১৪। পথ চাওয়া বাগধারাটির অর্থ কি

অপেক্ষায় থাকা

১৫। পথ ছাড়া বাগধারাটির অর্থ কি

যাবার সুযোগ করে দেওয়া

'ফ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ফকির বাগধারাটির অর্থ কি

কপর্দকশূন্য

০২। ফক্কড় বাগধারাটির অর্থ কি

প্রগল্ভ ব্যক্তি, ধড়িবাজ ধূর্তলোক

০৩। ফক্কা  বাগধারাটির অর্থ কি

ধোঁকা, মিথ্যা

০৪। ফক্কিকারি বাগধারাটির অর্থ কি

ফাঁকি দেওয়ার ইচ্ছা, ধান্ধাবাজি

০৫। ফড়-ফড় করা বাগধারাটির অর্থ কি

অতি ব্যস্ততার ভাব

'ব' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। বইয়ের পোকা বাগধারাটির অর্থ কি
খুব পড়ুয়া
০২। বউভেড়ুয়া বাগধারাটির অর্থ কি
আঁচলধরা
০৩। বংশে বাতি দেওয়া বাগধারাটির অর্থ কি
বংশধর রূপে বংশ বাঁচিয়ে রাখা
০৪। বক দেখানো বাগধারাটির অর্থ কি
বকের গলা

'ভ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ভক্তদাস বাগধারাটির অর্থ কি
অন্নদাস
০২। ভক্তবিটেল বাগধারাটির অর্থ কি
ভণ্ডভক্ত
০৩। ভক্তের জন্য ভগবান বাগধারাটির অর্থ কি
ঈশ্বর ভক্তকে রক্ষা করে
০৪। ভঙ্গ দেওয়া (রণে) বাগধারাটির অর্থ কি
পলায়ন করা
০৫। ভজকট বাগধারাটির অর্থ কি
ঝামেলা
০৬। ভবঘুরে বাগধারাটির অর্থ কি
বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন
০৭। ভবলীলা সাঙ্গ বাগধারাটির অর্থ কি
মৃত্যু

'ম' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। মাথায় চড়া বাগধারাটির অর্থ কি

মাথায় ওঠার অনুরূপ

০২। মাথায় চাপা বাগধারাটির অর্থ কি

কিছু করার ইচ্ছা হওয়া

০৩। মাথায় ঢোকা বাগধারাটির অর্থ কি

বোধগম্য হওয়া 

০৪। মাথায় তোলা বাগধারাটির অর্থ কি

অতিরিক্ত প্রশ্রয় দেওয়া

০৫। মাথায় পা দিয়ে ডোবানো বাগধারাটির অর্থ কি

সর্বনাশের পথে ঠেলে দেওয়া

০৬। মাথায় ভূত চাপা বাগধারাটির অর্থ কি

দুষ্টবুদ্ধি চাড়া দেওয়া

০৭। মাথায় মাথায় বাগধারাটির অর্থ কি

সীমাপর্যন্ত, সমান সমান

০৮।  মাথায় রাখা বাগধারাটির অর্থ কি

ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য মনে রাখা 

০৯। মাথায় লাথি মেরে পায়ে গড় বাগধারাটির অর্থ কি

অসম্মান পরে সম্মান

১০। মাথায় সিঁদুর পরা বাগধারাটির অর্থ কি

বৃদ্ধাবস্থাপর্যন্ত সধবা থাকা

'য' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। যক আগলানো বাগধারাটির অর্থ কি
কৃপণতা করা
০২। যক দেওয়া বাগধারাটির অর্থ কি
ঠকিয়ে টাকাপয়সা আদায় করা
০৩। যকের/যক্ষের ধন বাগধারাটির অর্থ কি
যক দেওয়া ধন; বিদ্রুপে- কৃপণের ধন
০৪। যখন তখন বাগধারাটির অর্থ কি
সময়-অসময় বিচার না করে (যখন-তখন এসে উপস্থিত হয়)
০৫। যখন যেমন, তখন তেমন বাগধারাটির অর্থ কি
অবস্থা বুঝে ব্যবস্থা
০৬। যেকথা সেই কাজ বাগধারাটির অর্থ কি
উক্তির সত্যতা রক্ষা
০৭। যেখানে সেখানে বাগধারাটির অর্থ কি
যেকোন স্থানে, সর্বত্র

'য' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। রামপাখি বাগধারাটির অর্থ কি

কৌতুকে- মুরগি

০২। রামভক্ত হনুমান বাগধারাটির অর্থ কি

একনিষ্ট সেবক

০৩। রাম-রহিম বাগধারাটির অর্থ কি

হিন্দু-মুসলমান জনগোষ্ঠী

০৪। রামরাজত্ব/রাজ্য বাগধারাটির অর্থ কি

বিদ্রুপে- অবাধ ও পূর্ণ অধিকার

০৫। রাম রাবণের যুদ্ধ বাগধারাটির অর্থ কি

দুই সমান শক্তিধরের দ্বন্দ্ব

০৬। রাম-লক্ষণ বাগধারাটির অর্থ কি

ভ্রাতৃভক্ত দুই ভাই

০৭। রাম-শ্যাম-যদু/রামা-শ্যামা বাগধারাটির অর্থ কি

সাধারণ লোক

০৮। রামসেবক বাগধারাটির অর্থ কি

হনুমানের মত একনিষ্ঠ সেবক

০৯। রামা-শ্যামা বাগধারাটির অর্থ কি

আজেবাজে লোক, যে কোন গুরুত্বহীন লোক (কোন রামা শ্যামাকে দিয়ে এ কাজ হবে না)

১০। রামায়ণ বাগধারাটির অর্থ কি

বিরাট কাহিনী

১১। রামের বাণ বাগধারাটির অর্থ কি

মোক্ষম আঘাত

১২। রামের ভাই লক্ষণ বাগধারাটির অর্থ কি

আদর্শ ভ্রাতৃভক্ত

১৩। রামের হনুমান বাগধারাটির অর্থ কি

অনুগত চাকর

'ল' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। লম্ফঝম্প বাগধারাটির অর্থ কি
আস্ফালন, হাঁকডাক
০২। লম্বকর্ণ বাগধারাটির অর্থ কি
গর্ধভ, নিরেট বোকা
০৩। লম্বা করা বাগধারাটির অর্থ কি
মেরে শুইয়ে দেওয়া
০৪। লম্বা কোঁচা বাগধারাটির অর্থ কি
স্বচ্ছলতার নিদর্শন
০৫। লম্বা কোঁচা বাগধারাটির অর্থ কি
নমস্কার সাড়ম্বরে স্বাগত জানানো
০৬। লম্বা চাল বাগধারাটির অর্থ কি
আড়ম্বর/জাঁক দেখানো
০৭। লম্বাচওড়া বাগধারাটির অর্থ কি
বড় বড় কথা
০৮। লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কি
চম্পট দেওয়া, পলায়ন করা
০৯। লম্বা হওয়া বাগধারাটির অর্থ কি
হাত পা ছড়িয়ে শুয়ে পড়া

'শ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। শ, ব করা বাগধারাটির অর্থ কি

অশ্লীল গালাগালি করা

০২। শ-কার, ব-কার শব্দ বাগধারাটির অর্থ কি

অশ্লীল গালাগালি

০৩। শকুনি বাগধারাটির অর্থ কি

কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি

০৪। শকুনি মামার পরামর্শ বাগধারাটির অর্থ কি

দুষ্ট আত্মীয়ের কুমন্ত্রণা

০৫। শক্ত কথা বাগধারাটির অর্থ কি

কড়া কথা

'ষ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। ষাঁড়ের গোঁ বাগধারাটির অর্থ কি
একরোখা মেজাজ
০২। ষাঁড়ের গোবর বাগধারাটির অর্থ কি
অপদার্থ অযোগ্য ব্যক্তি
০৩। ষাঁড়ের ডালনা বাগধারাটির অর্থ কি
অযোগ্য. অপদার্থ ব্যক্তি
০৪। ষাঁড়ের বুদ্ধি বাগধারাটির অর্থ কি
আহাম্মক, বুদ্ধিহীন
০৫। ষেটের বাছা ষষ্টীদাস বাগধারাটির অর্থ কি
সু কু-অর্থে- অপদার্থ ব্যক্তি
০৬। ষোলআনা বাগধারাটির অর্থ কি
সম্পূর্ণ
০৭। ষোলকড়াই কানা বাগধারাটির অর্থ কি
সম্পূর্ণ বিনষ্ট

'স' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। সংক্রান্তি বাগধারাটির অর্থ কি

মাসের শেষদিন

০২। সন্দংশযন্ত্রণা বাগধারাটির অর্থ কি

সাঁড়াশীর চাপের যন্ত্রণা; নরকযন্ত্রণা

০৩।সংহিতা বাগধারাটির অর্থ কি

পবিত্র ও অবশ্যপালনীয় নির্দেশসমূহ.

০৪। সওদাপত্র বাগধারাটির অর্থ কি

পণ্যাদি ক্রয়

০৫। সওয়ালজবাব বাগধারাটির অর্থ কি

প্রশ্নোত্তর, তর্কবিতর্ক

০৬। সাদা মন বাগধারাটির অর্থ কি

সরল মন

০৭। সাদামাঠা বাগধারাটির অর্থ কি

কারুকার্যহীন, সাধারণ

০৮। সাদা-সিধা বাগধারাটির অর্থ কি

সহজ-সরল

০৯। সাদা-সিধা কথা বাগধারাটির অর্থ কি

স্পষ্ট কথা

১০। সাদাকে কালো, কালোকে সাদা করা বাগধারাটির অর্থ কি

লাগামাছাড়া মিথ্যাকথা বলা

'হ' দিয়ে বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা Bangla Bagdhara

০১। হাত গুটানো বাগধারাটির অর্থ কি
নিরস্ত হওয়া
০২। হাত গোনা বাগধারাটির অর্থ কি
ভাগ্যবিচার
০৩। হাত চলা বাগধারাটির অর্থ কি
হাতে প্রহার করা
০৪। হাত চালানো১ বাগধারাটির অর্থ কি
দ্রুত কাজ শেষ করা
০৫। হাত চালানো২ বাগধারাটির অর্থ কি
মারামারি করা
০৬। হাত চুলকানো বাগধারাটির অর্থ কি
ব্যগ্রতা প্রকাশ
০৭। হাত তোলা১ বাগধারাটির অর্থ কি
মারা
০৮। হাত তোলা২ বাগধারাটির অর্থ কি
সমর্থন করা
০৯। হাত দিয়ে জল না গলা বাগধারাটির অর্থ কি
কৃপণস্বভাব
১০। হাত দিয়ে হাতী ঠেলা বাগধারাটির অর্থ কি
সামান্য উপায়ে বিরাট কাজ সম্পন্ন করে
১১। হাত দেওয়া১ বাগধারাটির অর্থ কি
স্পর্শ করা
১২। হাত দেওয়া২ বাগধারাটির অর্থ কি
কাজ শুরু করা
১৩। হাত দেখা১ বাগধারাটির অর্থ কি
হস্তরেখা বিচার করা
১৪। হাত দেখা২ বাগধারাটির অর্থ কি
নাড়ির গতি পরীক্ষা করা
১৫। হাত ধরা১ বাগধারাটির অর্থ কি
অনুরোধ করা
১৬। হাত ধরা২ বাগধারাটির অর্থ কি
বিপদে সাহায্য করা
১৭। হাত ধুয়ে বসা১ বাগধারাটির অর্থ কি
প্রাপ্তির আশা ছেড়ে দেওয়া
১৮। হাত ধুয়ে বসা২ বাগধারাটির অর্থ কি
আহারের জন্য ব্যস্ত হয়ে পড়া
১৯। হাত ধুয়ে বসা৩ বাগধারাটির অর্থ কি
সাধু সাজা
২০। হাত নাড়া১ বাগধারাটির অর্থ কি
ইশারা করা.
২১। হাত নাড়া২ বাগধারাটির অর্থ কি
তর্জন গর্জন করা.
২২। হাত নিসপিস করা বাগধারাটির অর্থ কি
কিছু করার জন্য ব্যগ্র হওয়া
২৩। হাত পড়া১ বাগধারাটির অর্থ কি
ছোঁয়া লাগা
২৪। হাত পড়া২ বাগধারাটির অর্থ কি
কাজে হাত দেওয়া

আর্টিকেলের শেষকথাঃ বাগধারা তালিকা | বাংলা বাগধারা সমগ্র | বাংলা বাগধারা সমূহ | মজার বাগধারা | বাগধারা উদাহরণ

বন্ধুরা আজকে আমরা জানলাম বাংলা বাগধারা তালিকা pdf, বাংলা বাগধারা সমগ্র, বাংলা বাগধারা সমূহ, মজার বাগধারা, বাগধারা উদাহরণ, বাগধারা শব্দের অর্থ কি, বাগধারা কোথায় আলোচিত হয়, বাগধারা কাকে বলে । যদি আজকের এই বাগধারা তালিকা pdf, বাংলা বাগধারা সমগ্র, বাংলা বাগধারা সমূহ, মজার বাগধারা, বাগধারা উদাহরণ, বাগধারা শব্দের অর্থ কি, বাগধারা কোথায় আলোচিত হয়, বাগধারা কাকে বলে লেখাটি আপনাদের ভালো লাগে নিচে কমেন্ট ওসেয়ার করতে ভুলবেন না। যদি উপরের কোন একটি বাগধারা মিসিং থাকে তাহলে কম্মেন্ট করে জানাবেন। আর হ্যা যদি এই পোস্ট কেও কপি করেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

বাগধারা, বাগধারা কাকে বলে, বাগধারা কোথায় আলোচিত হয়, বাগধারা শব্দের অর্থ কি, বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, বাগধারা তালিকা, বাগধারা দিয়ে বাক্য রচনা pdf, বাগধারা প্রশ্ন, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বাগধারা অর্থ কি, বাগধারা mcq

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ